নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মন্তব্যের বিপরীতে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দেশের অন্যতম কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
আজ মিরপুরে জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ।’ এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। জালালের সেই মন্তব্যের একটি ছবি ফেসবুকে পোস্ট করে, এবার সালাহ উদ্দীন লিখেছেন, ‘এর চেয়ে ভালো কিছু আশা করিনি, বাহ দুর্দান্ত চিন্তাভাবনা, সর্বকালের সেরা কৌতুক। আল্লাহ মাফ করো।’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন হাসি, চোখ বুজে যাওয়া আর ক্ষমার কয়েকটি ইমোজি।
এবারের আইপিএল বেশ ভালোই যাচ্ছে মোস্তাফিজের। আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ছন্দে থাকা নিঃসন্দেহে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সুখবর। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় সেরা তিনে আছেন এ বাঁহাতি পেসার। তবে জাতীয় দলের সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে তাঁকে।
আগামী ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরবেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মোস্তাফিজের পুরোপুরি ছন্দে ফেরা হবে বাংলাদেশের দলের জন্য দারুণ ব্যাপার। তাই অনেকের মতে, তাঁকে জিম্বাবুয়ের সিরিজ না খেলিয়ে আইপিএলে খেলতে দিলেই বাংলাদেশের লাভ।
বিসিবি অবশ্য বিপরীত চিন্তাই করছে। আজ মিরপুরে সাংবাদমাধ্যমের সঙ্গে জালাল ইউনুসের কথায় সেটি স্পষ্ট, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তাঁর থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’
জালাল জানিয়েছেন, মোস্তাফিজের ফিটনেস নিয়ে ভাবছে বিসিবি। বিশ্বকাপে ফিট মোস্তাফিজকেই নিয়ে যেতে চান তাঁরা। বিসিবির এই পরিচালক বললেন, ‘আমাদের চিন্তা হচ্ছে, মোস্তাফিজের স্বাস্থ্য। তার ফিটনেস। সেখানে তারা চাইবে, মোস্তাফিজ থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাদের আছে। যাওয়ার আগে তো তার ফিট থাকতে হবে।’
মোস্তাফিজের কোচ সালাহ উদ্দীন যে জালালের মন্তব্য ভালোভাবে নেননি, ইঙ্গিতপূর্ণ পোস্টে সেটি একরকম পরিষ্কার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসে সালাহ উদ্দীনের অধীনেই খেলেছেন মোস্তাফিজ। বিপিএলের এই সফল কোচ হয়তো ভালো করেই জানেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং মোস্তাফিজ সম্পর্কে, তাই হয়তো তাঁর এমন প্রতিক্রিয়া।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মন্তব্যের বিপরীতে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দেশের অন্যতম কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
আজ মিরপুরে জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ।’ এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। জালালের সেই মন্তব্যের একটি ছবি ফেসবুকে পোস্ট করে, এবার সালাহ উদ্দীন লিখেছেন, ‘এর চেয়ে ভালো কিছু আশা করিনি, বাহ দুর্দান্ত চিন্তাভাবনা, সর্বকালের সেরা কৌতুক। আল্লাহ মাফ করো।’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন হাসি, চোখ বুজে যাওয়া আর ক্ষমার কয়েকটি ইমোজি।
এবারের আইপিএল বেশ ভালোই যাচ্ছে মোস্তাফিজের। আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ছন্দে থাকা নিঃসন্দেহে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সুখবর। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় সেরা তিনে আছেন এ বাঁহাতি পেসার। তবে জাতীয় দলের সিরিজ থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে তাঁকে।
আগামী ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরবেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মোস্তাফিজের পুরোপুরি ছন্দে ফেরা হবে বাংলাদেশের দলের জন্য দারুণ ব্যাপার। তাই অনেকের মতে, তাঁকে জিম্বাবুয়ের সিরিজ না খেলিয়ে আইপিএলে খেলতে দিলেই বাংলাদেশের লাভ।
বিসিবি অবশ্য বিপরীত চিন্তাই করছে। আজ মিরপুরে সাংবাদমাধ্যমের সঙ্গে জালাল ইউনুসের কথায় সেটি স্পষ্ট, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তাঁর থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’
জালাল জানিয়েছেন, মোস্তাফিজের ফিটনেস নিয়ে ভাবছে বিসিবি। বিশ্বকাপে ফিট মোস্তাফিজকেই নিয়ে যেতে চান তাঁরা। বিসিবির এই পরিচালক বললেন, ‘আমাদের চিন্তা হচ্ছে, মোস্তাফিজের স্বাস্থ্য। তার ফিটনেস। সেখানে তারা চাইবে, মোস্তাফিজ থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাদের আছে। যাওয়ার আগে তো তার ফিট থাকতে হবে।’
মোস্তাফিজের কোচ সালাহ উদ্দীন যে জালালের মন্তব্য ভালোভাবে নেননি, ইঙ্গিতপূর্ণ পোস্টে সেটি একরকম পরিষ্কার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসে সালাহ উদ্দীনের অধীনেই খেলেছেন মোস্তাফিজ। বিপিএলের এই সফল কোচ হয়তো ভালো করেই জানেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং মোস্তাফিজ সম্পর্কে, তাই হয়তো তাঁর এমন প্রতিক্রিয়া।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে