
‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—বেন স্টোকস এ বছর যেন ছিলেন এই কথারই প্রতিচ্ছবি। টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এ বছর তো দারুণ খেলেছেই, স্টোকস নিজেও ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করেছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন ইংলিশ এই অলরাউন্ডার।
স্টোকসসহ চার ক্রিকেটার আইসিসির ২০২২ টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো, উসমান খাজা ও কাগিসো রাবাদা।
১. বেন স্টোকস (ইংল্যান্ড) : ১৫ ম্যাচ, ৮৭০ রান, গড়: ৩৬.২৫, সেঞ্চুরি: ২; ২৬ উইকেট; বোলিং গড়: ৩১.১৯, ইকোনমি ২.৯১
২০২২ সালে ব্যাটিং-বোলিংয়ে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন বেন স্টোকস। ২ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪ ফিফটি। বোলিংয়ে নিয়েছেন ২৬ উইকেট। অধিনায়ক হিসেবে জিতেছেন ৯ টেস্ট। একবার করে ম্যাচ-সেরা ও সিরিজ-সেরার পুরস্কার জিতেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার।
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) : ১০ ম্যাচ, ১০৬১ রান, গড়: ৬৬.৩১, সেঞ্চুরি: ৬;
‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেটে’ এ বছর জনি বেয়ারস্টোর খেলার ধরন ছিল এমনই। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো সাইক্লোন চালিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। ৬ সেঞ্চুরির বিপরীতে করেছেন ১টি ফিফটি। চলতি বছর ইংলিশ এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ৭৬।
৩. উসমান খাজা (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ, ১০৮০ রান, গড়: ৬৭.৫০, সেঞ্চুরি: ৬
‘এভাবেও ফিরে আসা যায়’ জনপ্রিয় গানটিরই যেন বাস্তব প্রমাণ উসমান খাজা দেখালেন এ বছর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে প্রায় আড়াই বছর পর ফিরলেন সাদা পোশাকের ক্রিকেটে। এসেই দুই ইনিংসে করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩৭-এর পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এসসিজির এই ধারাবাহিকতা খাজা বজায় রেখেছিলেন পুরো বছর। ২০২২ সালে সাদা পোশাকে ৪ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছিলেন।
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : ৯ ম্যাচ, ৪৭ উইকেট, বোলিং গড়: ২২.২৫, ইকোনমি ২.৯১
এ বছর দুর্দান্ত বোলিং করেছেন কাগিসো রাবাদা। নাথান লায়নের সঙ্গে টেস্টে যৌথ সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রাবাদা। দুজনেই নিয়েছেন ৪৭টি করে উইকেট, যেখানে লায়নের বোলিং গড় ছিল ২৯.০৬ এবং রাবাদার ছিল ২২.২৫। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ২ বার আর ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছিলেন দুবার।

‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—বেন স্টোকস এ বছর যেন ছিলেন এই কথারই প্রতিচ্ছবি। টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এ বছর তো দারুণ খেলেছেই, স্টোকস নিজেও ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করেছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন ইংলিশ এই অলরাউন্ডার।
স্টোকসসহ চার ক্রিকেটার আইসিসির ২০২২ টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো, উসমান খাজা ও কাগিসো রাবাদা।
১. বেন স্টোকস (ইংল্যান্ড) : ১৫ ম্যাচ, ৮৭০ রান, গড়: ৩৬.২৫, সেঞ্চুরি: ২; ২৬ উইকেট; বোলিং গড়: ৩১.১৯, ইকোনমি ২.৯১
২০২২ সালে ব্যাটিং-বোলিংয়ে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন বেন স্টোকস। ২ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪ ফিফটি। বোলিংয়ে নিয়েছেন ২৬ উইকেট। অধিনায়ক হিসেবে জিতেছেন ৯ টেস্ট। একবার করে ম্যাচ-সেরা ও সিরিজ-সেরার পুরস্কার জিতেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার।
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) : ১০ ম্যাচ, ১০৬১ রান, গড়: ৬৬.৩১, সেঞ্চুরি: ৬;
‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেটে’ এ বছর জনি বেয়ারস্টোর খেলার ধরন ছিল এমনই। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো সাইক্লোন চালিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। ৬ সেঞ্চুরির বিপরীতে করেছেন ১টি ফিফটি। চলতি বছর ইংলিশ এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ৭৬।
৩. উসমান খাজা (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ, ১০৮০ রান, গড়: ৬৭.৫০, সেঞ্চুরি: ৬
‘এভাবেও ফিরে আসা যায়’ জনপ্রিয় গানটিরই যেন বাস্তব প্রমাণ উসমান খাজা দেখালেন এ বছর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে প্রায় আড়াই বছর পর ফিরলেন সাদা পোশাকের ক্রিকেটে। এসেই দুই ইনিংসে করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩৭-এর পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এসসিজির এই ধারাবাহিকতা খাজা বজায় রেখেছিলেন পুরো বছর। ২০২২ সালে সাদা পোশাকে ৪ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছিলেন।
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : ৯ ম্যাচ, ৪৭ উইকেট, বোলিং গড়: ২২.২৫, ইকোনমি ২.৯১
এ বছর দুর্দান্ত বোলিং করেছেন কাগিসো রাবাদা। নাথান লায়নের সঙ্গে টেস্টে যৌথ সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রাবাদা। দুজনেই নিয়েছেন ৪৭টি করে উইকেট, যেখানে লায়নের বোলিং গড় ছিল ২৯.০৬ এবং রাবাদার ছিল ২২.২৫। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ২ বার আর ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছিলেন দুবার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে