Ajker Patrika

‘বিশ্বকাপের পরই বাবরের অধিনায়কত্ব ছাড়া উচিত’ 

‘বিশ্বকাপের পরই বাবরের অধিনায়কত্ব ছাড়া উচিত’ 

সময়টা বড্ড খারাপ যাচ্ছে বাবর আজমের। অধিনায়কত্ব কিংবা ব্যাটিং-কোনোটাতেই বাবর পারছেন না আশানুরূপ পারফরম্যান্স করতে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দুই ম্যাচ হারায় তাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটাররা তাঁকে রীতিমতো ধুইয়ে দিচ্ছেন। কামরান আকমল তাঁকে (বাবর) বিশ্বকাপের পরই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

এবারের বিশ্বকাপে দুই ম্যাচে বাবর ১০ বলে করেছেন মাত্র ৪ রান। যেখানে মেলবোর্নে ভারতের বিপক্ষে মেরেছিলেন গোল্ডেন ডাক। আর পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৯ বলে ৪ রান। আর দুটো ম্যাচেই পাকিস্তান হেরেছে শেষ বলের রোমাঞ্চে। তাতে বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেছে পাকিস্তানিরা। বাবরের প্রসঙ্গে কামরান বলেন, ‘যদি সে আমাকে বড় ভাই মনে করে, আমি বলব বিশ্বকাপের পরই বাবর আজমের অধিনায়কত্ব ছাড়া উচিত। যদি আপনি চান, সে (বাবর) ২২ হাজার বা ২৫ হাজার রান করুক, তাহলে তার শুধু খেলোয়াড় হিসেবে খেলা উচিত। তা না হলে সে অত্যধিক চাপে পড়বে এবং তার পারফরম্যান্স খারাপ হবে।’ 

চলতি বছরের শুরুতেই সব সংস্করণ থেকে অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। কোহলির এই পথেই যেন বাবরকে হাঁটতে বললেন আকমল। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘বিরাট কোহলির মতো শুধু খেলায় ফোকাস করা উচিত। তাকে (বাবর) আরও লম্বা সময় খেলতে হবে। তার মতো দারুণ টেকনিকের ব্যাটার আমরা দেখতে পাব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত