ক্রীড়া ডেস্ক

চার ম্যাচের চারটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে বাছাইপর্বে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান বিশ্বকাপে ওঠায় ভারত বিপাকে পড়েছে।
ভারতের বেকায়দায় পড়ে যাওয়ার কারণটা সবারই জানা। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৪-২৭ চক্রে ভারত, পাকিস্তানে যেসব আইসিসি ইভেন্ট হবে, সেগুলোতে তারা কেউ একে অপরের দেশে খেলতে যাবে না বলে আইসিসি সিদ্ধান্ত নেয়। সেই আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। সেক্ষেত্রে ভারত বা পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি কোন দল বিশ্বকাপের ফাইনালে উঠলে সেটাও হবে আয়াজক দেশের বাইরে।
বিসিসিআই-পিসিবির সমঝোতা অনুযায়ী ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপও হাইব্রিড মডেলে হওয়ার কথা। কারণ, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের আয়োজক ভারত। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবারে পাকিস্তান নারী ক্রিকেট দলের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইয়ে হতে পারে। যদিও হাইব্রিড মডেলে পাকিস্তান তাদের ম্যাচগুলো কোথায় খেলবে, তা বিসিসিআই বা আইসিসি কেউ এখনো নিশ্চিত করেনি। পিসিবিও তাদের নারী ক্রিকেটারদের ভারতে পাঠাবে কি না, সেটা নিয়ে কোনো মন্তব্য করেনি।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান যদি ভারতে খেলতে রাজি না হয়, সেটা বিসিসিআইকেও মানতে হবে। কারণ, চ্যাম্পিয়নস ট্রফির আগে দু’দেশের মধ্যে হওয়া সমঝোতা নিয়ে আপত্তি করেননি আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ফলে এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের খরচ অনেক বাড়বে।
২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফর বন্ধ হয়ে গেছে। এমনকি ২০২৩ এশিয়া কাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—এই দুই মেজর ইভেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত খেলেছে অন্য ভেন্যুতে। ২০২৩ এশিয়া কাপের ম্যাচগুলো ভারত খেলেছিল শ্রীলঙ্কায়। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি-রোহিত শর্মারা তাঁদের ম্যাচগুলো খেলেছেন দুবাইয়ে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
পাকিস্তানের মতো বাংলাদেশ নারী দলও আগেভাগেই নিশ্চিত করতে পারত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। তবে গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে জ্যোতিরা হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি। বাংলাদেশকে তাই অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আগামীকাল বাছাইপর্বের শেষ দিনে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

চার ম্যাচের চারটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে বাছাইপর্বে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান বিশ্বকাপে ওঠায় ভারত বিপাকে পড়েছে।
ভারতের বেকায়দায় পড়ে যাওয়ার কারণটা সবারই জানা। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৪-২৭ চক্রে ভারত, পাকিস্তানে যেসব আইসিসি ইভেন্ট হবে, সেগুলোতে তারা কেউ একে অপরের দেশে খেলতে যাবে না বলে আইসিসি সিদ্ধান্ত নেয়। সেই আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। সেক্ষেত্রে ভারত বা পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি কোন দল বিশ্বকাপের ফাইনালে উঠলে সেটাও হবে আয়াজক দেশের বাইরে।
বিসিসিআই-পিসিবির সমঝোতা অনুযায়ী ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপও হাইব্রিড মডেলে হওয়ার কথা। কারণ, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের আয়োজক ভারত। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবারে পাকিস্তান নারী ক্রিকেট দলের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইয়ে হতে পারে। যদিও হাইব্রিড মডেলে পাকিস্তান তাদের ম্যাচগুলো কোথায় খেলবে, তা বিসিসিআই বা আইসিসি কেউ এখনো নিশ্চিত করেনি। পিসিবিও তাদের নারী ক্রিকেটারদের ভারতে পাঠাবে কি না, সেটা নিয়ে কোনো মন্তব্য করেনি।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান যদি ভারতে খেলতে রাজি না হয়, সেটা বিসিসিআইকেও মানতে হবে। কারণ, চ্যাম্পিয়নস ট্রফির আগে দু’দেশের মধ্যে হওয়া সমঝোতা নিয়ে আপত্তি করেননি আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ফলে এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের খরচ অনেক বাড়বে।
২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফর বন্ধ হয়ে গেছে। এমনকি ২০২৩ এশিয়া কাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—এই দুই মেজর ইভেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত খেলেছে অন্য ভেন্যুতে। ২০২৩ এশিয়া কাপের ম্যাচগুলো ভারত খেলেছিল শ্রীলঙ্কায়। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি-রোহিত শর্মারা তাঁদের ম্যাচগুলো খেলেছেন দুবাইয়ে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
পাকিস্তানের মতো বাংলাদেশ নারী দলও আগেভাগেই নিশ্চিত করতে পারত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। তবে গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে জ্যোতিরা হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি। বাংলাদেশকে তাই অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আগামীকাল বাছাইপর্বের শেষ দিনে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
৩১ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩৭ মিনিট আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৩ ঘণ্টা আগে