নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতা। আজ মুলতানে শেষ ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ যুবারা। টস জিতে পাকিস্তান যুবাদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৪২ ওভারে ৯ উইকেটে ২২০ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই পাকিস্তান ওপেনার মোহাম্মদ ফারুককে ফেরান পেসার রোহানাত দৌল্লা বর্ষণ। ১৭ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার সাদ বাইগ। শাহজাইব খান করেন ১৫ রান। ৭৮ রানে ৩ উইকেট হারানোর পর আরেকবার পাকিস্তান যুবাদের ত্রাণকর্তার ভূমিকা নেন মোহাম্মদ তায়েব আরিফ। তাঁকে সঙ্গ দেন উজাইর মুমতাজ।
আরিফ-উজাইর জুটি মিলে যোগ করে ৬২ রান। মুমতাজ ৩৪ রানে বিদায় নিলেও ফিফটি তুলে সেঞ্চুরির পথে হাঁটেন আরিফ। তবে শেষ পর্যন্ত তাঁকে আক্ষেপে পুড়তে হয়। ১৩৯ বলে ৮৭ রানের ইনিংস খেলেন এই টপ অর্ডার ব্যাটার। ৮ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান আরিফ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন মিডল অর্ডার ব্যাটার আরাফাত মিনহাজ। বাংলাদেশ যুবাদের হয়ে ৩টি করে উইকেট নেন রোহানাত দৌলা বর্ষণ ও মোহাম্মদ রাফিউজ্জামান।
২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা আশাজাগানিয়া ছিল না। আরেকবার টপ অর্ডারের ব্যর্থতার দিনে ওপেনার আশিকুর রহমান শিবলীই আলো ছড়িয়েছেন। তাঁর ৫৬ বলে ১১ চার ২ ছক্কায় ৭২ রানের ইনিংসের পরও ১১৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ যুবারা। সেখান থেকে অধিনায়ক আহরার আমিন ও পারভেজ রহমান জীবন ৮৫ রানের জুটি গড়েন। ৭০ বলে ৬ চারে ৫২ রান করে আহরার আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পারভেজ। ততক্ষণে তাঁর নামের পাশে ৫৯ বলে ৫ চার ১ ছক্কায় ৫৭ রান। পাকিস্তান যুবাদের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট মোহাম্মদ জিসান ও আরাফাত মিনহাজের।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতা। আজ মুলতানে শেষ ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ যুবারা। টস জিতে পাকিস্তান যুবাদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৪২ ওভারে ৯ উইকেটে ২২০ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই পাকিস্তান ওপেনার মোহাম্মদ ফারুককে ফেরান পেসার রোহানাত দৌল্লা বর্ষণ। ১৭ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার সাদ বাইগ। শাহজাইব খান করেন ১৫ রান। ৭৮ রানে ৩ উইকেট হারানোর পর আরেকবার পাকিস্তান যুবাদের ত্রাণকর্তার ভূমিকা নেন মোহাম্মদ তায়েব আরিফ। তাঁকে সঙ্গ দেন উজাইর মুমতাজ।
আরিফ-উজাইর জুটি মিলে যোগ করে ৬২ রান। মুমতাজ ৩৪ রানে বিদায় নিলেও ফিফটি তুলে সেঞ্চুরির পথে হাঁটেন আরিফ। তবে শেষ পর্যন্ত তাঁকে আক্ষেপে পুড়তে হয়। ১৩৯ বলে ৮৭ রানের ইনিংস খেলেন এই টপ অর্ডার ব্যাটার। ৮ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান আরিফ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন মিডল অর্ডার ব্যাটার আরাফাত মিনহাজ। বাংলাদেশ যুবাদের হয়ে ৩টি করে উইকেট নেন রোহানাত দৌলা বর্ষণ ও মোহাম্মদ রাফিউজ্জামান।
২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা আশাজাগানিয়া ছিল না। আরেকবার টপ অর্ডারের ব্যর্থতার দিনে ওপেনার আশিকুর রহমান শিবলীই আলো ছড়িয়েছেন। তাঁর ৫৬ বলে ১১ চার ২ ছক্কায় ৭২ রানের ইনিংসের পরও ১১৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ যুবারা। সেখান থেকে অধিনায়ক আহরার আমিন ও পারভেজ রহমান জীবন ৮৫ রানের জুটি গড়েন। ৭০ বলে ৬ চারে ৫২ রান করে আহরার আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পারভেজ। ততক্ষণে তাঁর নামের পাশে ৫৯ বলে ৫ চার ১ ছক্কায় ৫৭ রান। পাকিস্তান যুবাদের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট মোহাম্মদ জিসান ও আরাফাত মিনহাজের।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১১ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে