জল্পনার শুরু আজ সকাল থেকেই। তিন দিন আগে করোনা পজিটিভ হওয়া সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে গতকাল আবার করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষায় নেগেটিভ আসার খবর চাউর হতেই চট্টগ্রাম টেস্টে তাঁকে পাওয়া নিয়ে সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ আরেকবার করোনা পরীক্ষায়ও নেগেটিভ আসে সাকিবের। করোনা থেকে সেরে উঠলেও পুরো ফিট সাকিবকেই টেস্ট দলে পেতে চান রাসেল ডমিঙ্গো। সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার অনুশীলন শেষে দুপুরে মাঠে আসে বাংলাদেশ। দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘যেকোনো দল পুরো ফিট সাকিবকে তার সেরা একাদশে চাইবে। কিন্তু ৫০-৬০ শতাংশ ফিট কাউকে খেলানো খুবই কঠিন হবে।’
আজ সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে কোন পর্যায়ে আছে, সেটির ওপর নির্ভর করছে প্রথম টেস্ট তিনি খেলতে পারবেন কি না। ডমিঙ্গোও সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন, ‘আমাদের দেখা দরকার ফিটনেসের দিক থেকে সে (সাকিব) কোন অবস্থায় আছে। মাত্র করোনা নেগেটিভ হয়েছে। খুব বেশি ক্রিকেটও খেলেনি। সে অবশ্যই বড় খেলোয়াড়, দলের সমন্বয় সহজ করে দেয়। আগামীকাল তাকে আমরা দেখব। গত দুই থেকে তিন সপ্তাহ সে ব্যাটিং-বোলিং কিছুই করেনি। এটা পাঁচ দিনের খেলা। এখানে অনেক গরম। সে হিসাবে আমাদের সব দিক বিবেচনা করে দেখতে হবে।’
সাকিব না খেললে একই সঙ্গে একজন বাড়তি বোলার ও ব্যাটারের প্রয়োজনীয়তা দেখা দেয়। সে ক্ষেত্রে এই তারকা অলরাউন্ডারের ঘাটতি মেটাতে মোসাদ্দেক হোসেন সৈকত বিবেচনায় আছেন বলে জানিয়েছেন ডমিঙ্গো। ২০১৯ সালে চট্টগ্রামেই আফগানিস্তানের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন মোসাদ্দেক। শ্রীলঙ্কা সিরিজেও দলে শেষ মুহূর্তে যুক্ত হন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। মোসাদ্দেককে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘সে (মোসাদ্দেক) আমাদের নির্বাচনের ভাবনায় আছে। সে বোলিং করতে পারে। সাকিব খেলতে না পারলে মোসাদ্দেক খেলার জন্য বিবেচনায় আছে।’

এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২০ মিনিট আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
১ ঘণ্টা আগে
লং অনে দারউইশ রাসুলি ক্যাচ ধরার পর শুরু হয়ে যায় উদ্যাপন। ওয়েস্ট ইন্ডিজের সেট ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের (৫০) উইকেটটা তো আফগানদের জন্য দারুণ এক ব্রেকথ্রু ছিলই। সব ছাপিয়ে আলোচনায় আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিক।
২ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় পরশু ক্রিস ওকস ছক্কা মারার পরই কেঁদে ফেলেছিলেন ফাহিম আল চৌধুরী। ২৪ ঘণ্টা না যেতেই একই মাঠে ফের কাঁদলেন ফাহিম। তবে দুটি ঘটনার মধ্যে যে আকাশ-পাতাল ফারাক। পরশু সিলেটের জয়ের খুশিতে কাঁদলেও কাল কেঁদেছিলেন দলের বিদায়ে। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের পর ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুললেন সিল
২ ঘণ্টা আগে