নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এ রকম কোনো সিরিজ আগে দেখেছেন? বাংলাদেশ খেলতে নামছে, অথচ সেটির চেয়ে বেশি আগ্রহ মাঠের বাইরের বিষয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে যে বড় ঘটনা ঘটে গেছে গত কিছুদিনে, তাতে মাঠের খেলার চেয়ে সবার বেশি কৌতূহল আর আগ্রহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবর্তন, আরও নির্দিষ্ট করে বললে পরিচালনা পরিষদ নিয়ে। আজ যেমন বিসিবির পরিচালনা পরিষদের সভাতেই হয়ে যেতে পারে ‘বড়’ খেলা! সমাপ্তি ঘটে যেতে পারে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের অধ্যায়।
দেশের ক্রিকেট প্রশাসনে যখন বড় ‘খেলা’ চলছে, সে সময়ে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এক দিন আগেও সবুজাভ ছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। আজ টেস্ট শুরুর দিন সেই সবুজাভ হয়তো একটু কমবে, কিন্তু হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো বিশেষজ্ঞ স্পিনার না নিয়েই যে আজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামছে পাকিস্তান। গত ২৮ বছর এ নিয়ে দ্বিতীয়বার পুরোপুরি পেসনির্ভর বোলিং আক্রমণ নিয়ে খেলছে পাকিস্তান। পেসারদের সুবিধা করে দিতে স্বাগতিকেরা পেস সহায়ক উইকেট বানাবে, এ আর নতুন কি!
‘নতুন’ ধারার বিপরীতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কিছু করতে চাওয়া। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের মাটি এখনো বাংলাদেশের কাছে কঠিন এক জায়গা। সেখানে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। আর টেস্টে পাকিস্তানের মাটিতে তো নয়ই, দেশের মাটিতেও পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। ১৩ টেস্টের ১২টিতেই হার, ড্র একটিতে। তবু আরেকটি টেস্ট সিরিজ শুরুর আগে শান্ত বললেন, ‘এটি (পাকিস্তান ১২: ০ বাংলাদেশ) শুধুই রেকর্ড। আর রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না, তবে আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। দলের সবাই এখানে খেলার জন্য রোমাঞ্চিত।’
‘বিশেষ কিছু করতে’ চাওয়ার পূর্বশর্তই হচ্ছে ভালো খেলা। এবার নিজেদের ভালো খেলাটাই খেলতে চান শান্ত। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলে গেলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা ভালো গেছে আমাদের (১-১)। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতে পারিনি। এবার বিপক্ষে ভালো সুযোগ। আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’
সাম্প্রতিক সময়ে ব্যাটিং বাংলাদেশ দলের দুশ্চিন্তার আরেক নাম। তবে এবার পাকিস্তান সফরে ব্যাটাররা ভালো করবেন বলে আশাবাদী শান্ত, ‘এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি। সবাই বিশ্বাস করি, বিশেষ করে এবার ব্যাটিং বিভাগ হিসেবে আমরা ভালো করব। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের।’
পিন্ডির পেস সহায়ক উইকেট নিয়েও চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক, ‘কয়েক বছর ধরে আমাদের পেস আক্রমণ ভালো করছে। তিন-চারজন মানসম্পন্ন স্পিনারও আছে। কোনো বিভাগেই কমতি নেই।’
তাহলে কি ইতিহাস উল্টে দিয়ে ট্রফি জিতবে বাংলাদেশ—উত্তরটা সময়ের হাতেই। তবে এ মুহূর্তে শান্তদের আরেকটি বড় চ্যালেঞ্জ, দেশের ক্রিকেট প্রশাসনের অস্থির সময়ে আর চারদিকে নানা হইচইয়ে নিজেদের মনোযোগটা ঠিকঠাক মাঠে রাখা।

এ রকম কোনো সিরিজ আগে দেখেছেন? বাংলাদেশ খেলতে নামছে, অথচ সেটির চেয়ে বেশি আগ্রহ মাঠের বাইরের বিষয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে যে বড় ঘটনা ঘটে গেছে গত কিছুদিনে, তাতে মাঠের খেলার চেয়ে সবার বেশি কৌতূহল আর আগ্রহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবর্তন, আরও নির্দিষ্ট করে বললে পরিচালনা পরিষদ নিয়ে। আজ যেমন বিসিবির পরিচালনা পরিষদের সভাতেই হয়ে যেতে পারে ‘বড়’ খেলা! সমাপ্তি ঘটে যেতে পারে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের অধ্যায়।
দেশের ক্রিকেট প্রশাসনে যখন বড় ‘খেলা’ চলছে, সে সময়ে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এক দিন আগেও সবুজাভ ছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। আজ টেস্ট শুরুর দিন সেই সবুজাভ হয়তো একটু কমবে, কিন্তু হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো বিশেষজ্ঞ স্পিনার না নিয়েই যে আজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামছে পাকিস্তান। গত ২৮ বছর এ নিয়ে দ্বিতীয়বার পুরোপুরি পেসনির্ভর বোলিং আক্রমণ নিয়ে খেলছে পাকিস্তান। পেসারদের সুবিধা করে দিতে স্বাগতিকেরা পেস সহায়ক উইকেট বানাবে, এ আর নতুন কি!
‘নতুন’ ধারার বিপরীতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কিছু করতে চাওয়া। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের মাটি এখনো বাংলাদেশের কাছে কঠিন এক জায়গা। সেখানে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। আর টেস্টে পাকিস্তানের মাটিতে তো নয়ই, দেশের মাটিতেও পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। ১৩ টেস্টের ১২টিতেই হার, ড্র একটিতে। তবু আরেকটি টেস্ট সিরিজ শুরুর আগে শান্ত বললেন, ‘এটি (পাকিস্তান ১২: ০ বাংলাদেশ) শুধুই রেকর্ড। আর রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না, তবে আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। দলের সবাই এখানে খেলার জন্য রোমাঞ্চিত।’
‘বিশেষ কিছু করতে’ চাওয়ার পূর্বশর্তই হচ্ছে ভালো খেলা। এবার নিজেদের ভালো খেলাটাই খেলতে চান শান্ত। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলে গেলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা ভালো গেছে আমাদের (১-১)। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতে পারিনি। এবার বিপক্ষে ভালো সুযোগ। আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’
সাম্প্রতিক সময়ে ব্যাটিং বাংলাদেশ দলের দুশ্চিন্তার আরেক নাম। তবে এবার পাকিস্তান সফরে ব্যাটাররা ভালো করবেন বলে আশাবাদী শান্ত, ‘এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি। সবাই বিশ্বাস করি, বিশেষ করে এবার ব্যাটিং বিভাগ হিসেবে আমরা ভালো করব। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের।’
পিন্ডির পেস সহায়ক উইকেট নিয়েও চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক, ‘কয়েক বছর ধরে আমাদের পেস আক্রমণ ভালো করছে। তিন-চারজন মানসম্পন্ন স্পিনারও আছে। কোনো বিভাগেই কমতি নেই।’
তাহলে কি ইতিহাস উল্টে দিয়ে ট্রফি জিতবে বাংলাদেশ—উত্তরটা সময়ের হাতেই। তবে এ মুহূর্তে শান্তদের আরেকটি বড় চ্যালেঞ্জ, দেশের ক্রিকেট প্রশাসনের অস্থির সময়ে আর চারদিকে নানা হইচইয়ে নিজেদের মনোযোগটা ঠিকঠাক মাঠে রাখা।

একটা সময় মনে হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করেছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৪ মিনিট আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৪৪ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৬ ঘণ্টা আগে