স্বাগতিক আরব আমিরাতের বিপরীতে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে জাপানকে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। আজ তৃতীয় জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ।
টানা তৃতীয় জয় পেতে হলে বাংলাদেশকে করতে হবে ২০০ রান। আজ জিতলে সেমিফাইনালও নিশ্চিত হবে বাংলাদেশের। দুবাইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচে নেমে শুরুটা ভালো না হলেও ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেননি মাহফুজুর রহমান রাব্বির দল।
ওপেনিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দেখেশুনে ৩৭ রান করে শ্রীলঙ্কার দুই ওপেনার পুলিনদু পেরারা এবং রবিশান ডি সিলভা। পেরেরাকে ২৮ রানে আউট করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। সতীর্থকে হারানোর পর দলের অধিনায়ক সিনেট জয়াবর্ধনেকে নিয়েও দ্বিতীয় উইকেটে সমান ৩৭ রানের জুটি গড়েন ডি সিলভা।
এবার নিজে ২৫ রানে আউট হয়ে অধিনায়ক জয়াবর্ধনকে মাঠে রেখে যান ডি সিলভা। দ্বিতীয় উইকেটের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। একের পর এক উইকেট নিয়ে প্রতিপক্ষকে ১৯৯ রানের বেশি করতে দেননি ওয়াসি সিদ্দিকী ও মারুফরা। ১৩৩ রান ৬ উইকেট হারিয়ে একটা সময় তো শ্রীলঙ্কার এই রানও হবে কিনা তা ছিল শঙ্কায়।
শেষ পর্যন্ত লঙ্কানদের এই রানটা দাঁড়ায় বিশ্ব লাহিরু ও রুবিশান পেরারা কল্যাণে। শেষ দুই ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে পেরেরা ১৯ ও লাহিরু ২৫ করেন। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার লেগ স্পিনার সিদ্দিকী। ২টি করে উইকেট নিয়েছেন রাব্বি ও মারুফ।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৬ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে