Ajker Patrika

অনুশীলনে পতাকা উড়ানোর ব্যাখ্যা দিল পাকিস্তান

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৯: ০৬
অনুশীলনে পতাকা উড়ানোর ব্যাখ্যা দিল পাকিস্তান

পতাকা উড়িয়ে মিরপুরে পাকিস্তান দলের অনুশীলন দেশের ক্রিকেটে এরই মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। একাধিক সংবাদমাধ্যমে এই নিয়ে পক্ষে-বিপক্ষে নিউজ হয়েছে। আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনেও এল সেই প্রসঙ্গ। যেখানে মাঠে পতাকা উড়িয়ে অনুশীলন করার ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস। 

বাদিস জানান, সাকলায়েন মুশতাক পাকিস্তান দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই রীতি মেনে আসছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেও বলেছি সাকলায়েন কোচ হওয়ার পর থেকে পাকিস্তান দল এই চর্চা করে। তাঁর মতে অনুশীলনের সময় মাঠে পতাকা লাগিয়ে রাখলে প্রেরণা মেলে ও উজ্জীবিত হওয়া যায়। সাকলায়েন পাকিস্তান দলে আসার পর থেকেই এটা হচ্ছে।’ 

শুধু বাংলাদেশ সফরেই নয় এর আগেও অনুশীলনের সময় পতাকা উড়িয়েছে পাকিস্তান দল। এমনকি সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচের আগে অনুশীলনের সময় মাঠে পতাকা উড়াত পাকিস্তান দল। বাংলাদেশ সফরেও সেই ধারাবাহিকতা মানছে তারা জানিয়েছেন বাদিস, ‘এর আগে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপেও পতাকা উড়িয়ে অনুশীলন করেছিল পাকিস্তান দল। এখানেও সেটিই করা হচ্ছে।’ 

বাংলাদেশ সফরে এসে গত সোমবার থেকে মিরপুরে অনুশীলন করছে পাকিস্তান। প্রথম দিন থেকেই তারা দুই নেটের দুপাশে তাদের জাতীয় পতাকা গেড়ে অনুশীলন শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত