নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একটা সময় ছিল বছরজুড়ে দুই তিনটা সিরিজ খেলত বাংলাদেশ। দুই সিরিজের মাঝে থাকত লম্বা সময়ের বিশ্রাম ৷ তবে ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির সঙ্গে সিরিজ ও ম্যাচের সংখ্যাও বেড়েছে ৷ তবে আগামী ৪ বছর ব্যস্ত সূচিতে থাকতে হবে বাংলাদেশকে।
আইসিসির আগামী চার বছরের ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ ১৪৪টি ম্যাচ পেতে যাচ্ছে বাংলাদেশ। ধারে কাছে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাবে ১৪২টি ম্যাচ। এতো খেলার মাঝে ক্রিকেটারদেরও ব্যস্ততা বাড়বে। এতে প্রতিটি সিরিজে ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজনটাও বাড়তে পারে।
সাম্প্রতিক সময়ে একই সঙ্গে দুটি দল খেলার প্রথাও চালু করেছে ইংল্যান্ড ও ভারত। কখনও কখনও প্রতিটি সিরিজে ভিন্ন ভিন্ন ক্রিকেটার পাঠাচ্ছে তারা। মূলত ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল সামলাতে ক্রিকেটারদের রোটেশন দিয়ে খেলাচ্ছে তারা।
ইংল্যান্ড-ভারতের মতো দলগুলো রোটেশন নিয়ম চালু করলেও এখন পর্যন্ত সেই পথে হাঁটতে পারেনি বাংলাদেশ। এ মাসে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সফরেও পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে বিসিবি। তবে এফটিপির আগামী চক্রে রোটেশন পলিসিতে হাঁটার চিন্তা ভাবনা আছে বোর্ডের।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, ‘শুধু ক্রিকেটাররা না, টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারাও ব্যস্ততম সময় পার করবেন। যখন আমাদের এফটিপিটা চূড়ান্ত হবে আমরা বসে পরিকল্পনা করে, সবার খেলার মতো সময় নিয়ে আলোচনা করে পরিকল্পনা করে নিতে হবে। এটার পরিকল্পনা প্রয়োজন, সময়সূচি থাকতে হবে, কে কোথায় অংশগ্রহণ করবে, কে কোথায় পারবে না।’

একটা সময় ছিল বছরজুড়ে দুই তিনটা সিরিজ খেলত বাংলাদেশ। দুই সিরিজের মাঝে থাকত লম্বা সময়ের বিশ্রাম ৷ তবে ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির সঙ্গে সিরিজ ও ম্যাচের সংখ্যাও বেড়েছে ৷ তবে আগামী ৪ বছর ব্যস্ত সূচিতে থাকতে হবে বাংলাদেশকে।
আইসিসির আগামী চার বছরের ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ ১৪৪টি ম্যাচ পেতে যাচ্ছে বাংলাদেশ। ধারে কাছে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাবে ১৪২টি ম্যাচ। এতো খেলার মাঝে ক্রিকেটারদেরও ব্যস্ততা বাড়বে। এতে প্রতিটি সিরিজে ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজনটাও বাড়তে পারে।
সাম্প্রতিক সময়ে একই সঙ্গে দুটি দল খেলার প্রথাও চালু করেছে ইংল্যান্ড ও ভারত। কখনও কখনও প্রতিটি সিরিজে ভিন্ন ভিন্ন ক্রিকেটার পাঠাচ্ছে তারা। মূলত ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল সামলাতে ক্রিকেটারদের রোটেশন দিয়ে খেলাচ্ছে তারা।
ইংল্যান্ড-ভারতের মতো দলগুলো রোটেশন নিয়ম চালু করলেও এখন পর্যন্ত সেই পথে হাঁটতে পারেনি বাংলাদেশ। এ মাসে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সফরেও পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে বিসিবি। তবে এফটিপির আগামী চক্রে রোটেশন পলিসিতে হাঁটার চিন্তা ভাবনা আছে বোর্ডের।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, ‘শুধু ক্রিকেটাররা না, টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারাও ব্যস্ততম সময় পার করবেন। যখন আমাদের এফটিপিটা চূড়ান্ত হবে আমরা বসে পরিকল্পনা করে, সবার খেলার মতো সময় নিয়ে আলোচনা করে পরিকল্পনা করে নিতে হবে। এটার পরিকল্পনা প্রয়োজন, সময়সূচি থাকতে হবে, কে কোথায় অংশগ্রহণ করবে, কে কোথায় পারবে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৭ ঘণ্টা আগে