ক্রীড়া ডেস্ক

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্ব শুরু হয়েছে গতকাল। বাংলাদেশের অভিযান শুরু হয়েছে আজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ড অধিনায়ক নারুইমল চাইওয়াই।
থাইল্যান্ডের বিপক্ষে আজ একই সঙ্গে অধিনায়কত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নেমেছেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। তানজিমের স্পিনটাও কার্যকরী হতে পারে এই ম্যাচে। ব্যাটিং লাইনআপে আরও আছেন শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারির মতো তারকারা।
বাংলাদেশের একাদশে আছেন দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন। রাবেয়ার ব্যাটিংটাও মিডল অর্ডারে কাজে দিতে পারে। পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি আছেন একাদশে। স্পিন আক্রমণে আরও আছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। রিতুর সঙ্গে পেস আক্রমণে আছেন মারুফা আকতার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান করেছে।
নারী বিশ্বকাপ বাছাইপর্বে আছেন বাংলাদেশের দুই আম্পায়ার সাথিরা জাকির জেসি ও মাসুদুর রহমান মুকুল। গতকাল বাছাইপর্বের শুরুর দিনেই তাঁরা আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড—এই ছয় দল খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে বাছাইপর্বের ম্যাচগুলো।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
বাংলাদেশ একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আকতার, রিতু মনি
থাইল্যান্ড একাদশ:
আফিসারা সুয়ানচোনরাথি, নান্নাপাত কোনচারোয়েনকাই, নাত্থাকান চ্যান্থাম, নারুইমল চাইওয়াই (অধিনায়ক), চানিদা সুত্থিরুয়াং, নাতায়া বুচাথাম, ফানিতা মায়া, থিপাচা পুত্থাওয়াং, সুনিদা চাতুরঙ্গাত্তানা, সুলিপন লাওমি, ওনিচা কামচোমফু
আরও পড়ুন:
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দিনে না খেলেও থাকছে বাংলাদেশ

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্ব শুরু হয়েছে গতকাল। বাংলাদেশের অভিযান শুরু হয়েছে আজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ড অধিনায়ক নারুইমল চাইওয়াই।
থাইল্যান্ডের বিপক্ষে আজ একই সঙ্গে অধিনায়কত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নেমেছেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। তানজিমের স্পিনটাও কার্যকরী হতে পারে এই ম্যাচে। ব্যাটিং লাইনআপে আরও আছেন শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারির মতো তারকারা।
বাংলাদেশের একাদশে আছেন দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন। রাবেয়ার ব্যাটিংটাও মিডল অর্ডারে কাজে দিতে পারে। পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি আছেন একাদশে। স্পিন আক্রমণে আরও আছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। রিতুর সঙ্গে পেস আক্রমণে আছেন মারুফা আকতার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান করেছে।
নারী বিশ্বকাপ বাছাইপর্বে আছেন বাংলাদেশের দুই আম্পায়ার সাথিরা জাকির জেসি ও মাসুদুর রহমান মুকুল। গতকাল বাছাইপর্বের শুরুর দিনেই তাঁরা আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড—এই ছয় দল খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে বাছাইপর্বের ম্যাচগুলো।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
বাংলাদেশ একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আকতার, রিতু মনি
থাইল্যান্ড একাদশ:
আফিসারা সুয়ানচোনরাথি, নান্নাপাত কোনচারোয়েনকাই, নাত্থাকান চ্যান্থাম, নারুইমল চাইওয়াই (অধিনায়ক), চানিদা সুত্থিরুয়াং, নাতায়া বুচাথাম, ফানিতা মায়া, থিপাচা পুত্থাওয়াং, সুনিদা চাতুরঙ্গাত্তানা, সুলিপন লাওমি, ওনিচা কামচোমফু
আরও পড়ুন:
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দিনে না খেলেও থাকছে বাংলাদেশ

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১৮ মিনিট আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৩৫ মিনিট আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
২ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৩ ঘণ্টা আগে