নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শন টেইটের বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হওয়া নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেটাই হলো। অস্ট্রেলিয়ার এই তারকা পেসারকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বিসিবি আজ টেইটের নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। ২০২৭-এর নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। বোর্ডের বার্তায় অস্ট্রেলিয়ার এই পেসার বলেন, ‘ভালো সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিক সময়ে বলা হয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেট। উন্নয়নশীল কোনো দল নয়।’
পেস বোলিং বিভাগ গত এক বছরে দারুণ শক্তিশালী হয়েছে বলা যায়। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদের মতো পেসাররা প্রতিপক্ষ ব্যাটারদের ভড়কে দিচ্ছেন নিয়মিত। বিশেষ করে নাহিদ রানার মতো তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ, ইরফান পাঠানের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশের তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে তাই তর সইছে না টেইটের। ৪২ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার বলেন, ‘অনেক তরুণ প্রতিভাবান পেসার রয়েছে (বাংলাদেশের)। এখানে সবাই ফল চায়। আমারও মনোযোগ সেদিকেই। যত বেশি পারি, জয় এনে দিতে চাই। ফিল সিমন্সের সঙ্গে কাজ করাটা আসলেই অনেক রোমাঞ্চকর। আমি কাজ করতে মুখিয়ে আছি।’
আন্দ্রে অ্যাডামসের চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন পেস বোলিং কোচের সন্ধান করছিল বিসিবি। ২০২৪-এর ফেব্রুয়ারি থেকে এ বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন অ্যাডামস।
কোচিং ক্যারিয়ার টেইটের জন্য একেবারে নতুন কিছু নয়। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচের দায়িত্ব সামলেছেন তিনি।
২০২৪-এর ডিসেম্বর থেকে ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। ২০১৩ বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন তিনি। ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯ ম্যাচে ৯৫ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ২০০৭ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে ছিলেন এই পেসার।

শন টেইটের বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হওয়া নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেটাই হলো। অস্ট্রেলিয়ার এই তারকা পেসারকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বিসিবি আজ টেইটের নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। ২০২৭-এর নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। বোর্ডের বার্তায় অস্ট্রেলিয়ার এই পেসার বলেন, ‘ভালো সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিক সময়ে বলা হয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেট। উন্নয়নশীল কোনো দল নয়।’
পেস বোলিং বিভাগ গত এক বছরে দারুণ শক্তিশালী হয়েছে বলা যায়। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদের মতো পেসাররা প্রতিপক্ষ ব্যাটারদের ভড়কে দিচ্ছেন নিয়মিত। বিশেষ করে নাহিদ রানার মতো তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ, ইরফান পাঠানের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশের তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে তাই তর সইছে না টেইটের। ৪২ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার বলেন, ‘অনেক তরুণ প্রতিভাবান পেসার রয়েছে (বাংলাদেশের)। এখানে সবাই ফল চায়। আমারও মনোযোগ সেদিকেই। যত বেশি পারি, জয় এনে দিতে চাই। ফিল সিমন্সের সঙ্গে কাজ করাটা আসলেই অনেক রোমাঞ্চকর। আমি কাজ করতে মুখিয়ে আছি।’
আন্দ্রে অ্যাডামসের চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন পেস বোলিং কোচের সন্ধান করছিল বিসিবি। ২০২৪-এর ফেব্রুয়ারি থেকে এ বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন অ্যাডামস।
কোচিং ক্যারিয়ার টেইটের জন্য একেবারে নতুন কিছু নয়। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচের দায়িত্ব সামলেছেন তিনি।
২০২৪-এর ডিসেম্বর থেকে ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। ২০১৩ বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন তিনি। ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯ ম্যাচে ৯৫ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ২০০৭ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে ছিলেন এই পেসার।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে