নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শন টেইটের বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হওয়া নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেটাই হলো। অস্ট্রেলিয়ার এই তারকা পেসারকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বিসিবি আজ টেইটের নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। ২০২৭-এর নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। বোর্ডের বার্তায় অস্ট্রেলিয়ার এই পেসার বলেন, ‘ভালো সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিক সময়ে বলা হয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেট। উন্নয়নশীল কোনো দল নয়।’
পেস বোলিং বিভাগ গত এক বছরে দারুণ শক্তিশালী হয়েছে বলা যায়। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদের মতো পেসাররা প্রতিপক্ষ ব্যাটারদের ভড়কে দিচ্ছেন নিয়মিত। বিশেষ করে নাহিদ রানার মতো তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ, ইরফান পাঠানের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশের তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে তাই তর সইছে না টেইটের। ৪২ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার বলেন, ‘অনেক তরুণ প্রতিভাবান পেসার রয়েছে (বাংলাদেশের)। এখানে সবাই ফল চায়। আমারও মনোযোগ সেদিকেই। যত বেশি পারি, জয় এনে দিতে চাই। ফিল সিমন্সের সঙ্গে কাজ করাটা আসলেই অনেক রোমাঞ্চকর। আমি কাজ করতে মুখিয়ে আছি।’
আন্দ্রে অ্যাডামসের চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন পেস বোলিং কোচের সন্ধান করছিল বিসিবি। ২০২৪-এর ফেব্রুয়ারি থেকে এ বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন অ্যাডামস।
কোচিং ক্যারিয়ার টেইটের জন্য একেবারে নতুন কিছু নয়। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচের দায়িত্ব সামলেছেন তিনি।
২০২৪-এর ডিসেম্বর থেকে ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। ২০১৩ বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন তিনি। ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯ ম্যাচে ৯৫ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ২০০৭ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে ছিলেন এই পেসার।

শন টেইটের বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হওয়া নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেটাই হলো। অস্ট্রেলিয়ার এই তারকা পেসারকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বিসিবি আজ টেইটের নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। ২০২৭-এর নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। বোর্ডের বার্তায় অস্ট্রেলিয়ার এই পেসার বলেন, ‘ভালো সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিক সময়ে বলা হয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেট। উন্নয়নশীল কোনো দল নয়।’
পেস বোলিং বিভাগ গত এক বছরে দারুণ শক্তিশালী হয়েছে বলা যায়। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদের মতো পেসাররা প্রতিপক্ষ ব্যাটারদের ভড়কে দিচ্ছেন নিয়মিত। বিশেষ করে নাহিদ রানার মতো তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ, ইরফান পাঠানের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশের তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে তাই তর সইছে না টেইটের। ৪২ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার বলেন, ‘অনেক তরুণ প্রতিভাবান পেসার রয়েছে (বাংলাদেশের)। এখানে সবাই ফল চায়। আমারও মনোযোগ সেদিকেই। যত বেশি পারি, জয় এনে দিতে চাই। ফিল সিমন্সের সঙ্গে কাজ করাটা আসলেই অনেক রোমাঞ্চকর। আমি কাজ করতে মুখিয়ে আছি।’
আন্দ্রে অ্যাডামসের চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন পেস বোলিং কোচের সন্ধান করছিল বিসিবি। ২০২৪-এর ফেব্রুয়ারি থেকে এ বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন অ্যাডামস।
কোচিং ক্যারিয়ার টেইটের জন্য একেবারে নতুন কিছু নয়। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচের দায়িত্ব সামলেছেন তিনি।
২০২৪-এর ডিসেম্বর থেকে ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। ২০১৩ বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন তিনি। ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯ ম্যাচে ৯৫ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ২০০৭ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে ছিলেন এই পেসার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৩ ঘণ্টা আগে