নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় দলের ক্যাম্পের কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের চারটি ম্যাচের সূচি এগিয়ে আনা হয়। শিরোপা মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করে ফেললেও রানার্সআপের লড়াইটি ঝুলে ছিল। শেষ রাউন্ডে গিয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকেই লিগ শেষ করেছে আবাহনী লিমিটেড। একইসঙ্গে খুলে গেল এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনাও। মোহামেডান কোনো কারণে এএফসি ক্লাব লাইসেন্স করতে না পারলে সেই টুর্নামেন্টে খেলবে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী। ২৪ মিনিটে আকাশী-নীলদের এগিয়ে দেন আসাদুজ্জামান বাবলু। বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল অগুস্তো। ৮৬ মিনিটে তৃতীয় গোলটি আসে মিরাজুল ইসলামের কাছ থেকে। ১৮ ম্যাচ শেষে ১০ জয়ে মারুফুল হকের দলের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
আবাহনী হারলে অবশ্য লিগ রানার্সআপ হওয়ার সুযোগ ছিল বসুন্ধরা কিংসের। তবে ঘরের মাঠে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন শেখ মোরসালিন। এছাড়া গোলের দেখা পেয়েছেন রাকিব হোসেনও। ১১ গোল নিয়ে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল নিয়ে লিগ শেষ করেন এই ফরোয়ার্ড। তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল আল-আমিনের সামনে। শেষ রাউন্ডের আগে ১০ গোল ছিল তাঁরও। কিন্তু পুলিশ এফসির এই ফরোয়ার্ড শেষ ম্যাচে পেলেন না গোলের দেখা।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশকে ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। হ্যাটট্রিক করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন স্যামুয়েল বোয়াটেং। তাঁর সমান ১৯ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন সুলেমান দিয়াবাতে। যদিও বোয়াটেংকে ছোঁয়াটা সহজ ছিল না। ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে একাই ৫ গোল করেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন মোহামেডানও লিগ শেষ করে ৬-১ গোলের দারুণ জয়ে।

জাতীয় দলের ক্যাম্পের কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের চারটি ম্যাচের সূচি এগিয়ে আনা হয়। শিরোপা মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করে ফেললেও রানার্সআপের লড়াইটি ঝুলে ছিল। শেষ রাউন্ডে গিয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকেই লিগ শেষ করেছে আবাহনী লিমিটেড। একইসঙ্গে খুলে গেল এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনাও। মোহামেডান কোনো কারণে এএফসি ক্লাব লাইসেন্স করতে না পারলে সেই টুর্নামেন্টে খেলবে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী। ২৪ মিনিটে আকাশী-নীলদের এগিয়ে দেন আসাদুজ্জামান বাবলু। বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল অগুস্তো। ৮৬ মিনিটে তৃতীয় গোলটি আসে মিরাজুল ইসলামের কাছ থেকে। ১৮ ম্যাচ শেষে ১০ জয়ে মারুফুল হকের দলের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
আবাহনী হারলে অবশ্য লিগ রানার্সআপ হওয়ার সুযোগ ছিল বসুন্ধরা কিংসের। তবে ঘরের মাঠে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন শেখ মোরসালিন। এছাড়া গোলের দেখা পেয়েছেন রাকিব হোসেনও। ১১ গোল নিয়ে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল নিয়ে লিগ শেষ করেন এই ফরোয়ার্ড। তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল আল-আমিনের সামনে। শেষ রাউন্ডের আগে ১০ গোল ছিল তাঁরও। কিন্তু পুলিশ এফসির এই ফরোয়ার্ড শেষ ম্যাচে পেলেন না গোলের দেখা।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশকে ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। হ্যাটট্রিক করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন স্যামুয়েল বোয়াটেং। তাঁর সমান ১৯ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন সুলেমান দিয়াবাতে। যদিও বোয়াটেংকে ছোঁয়াটা সহজ ছিল না। ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে একাই ৫ গোল করেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন মোহামেডানও লিগ শেষ করে ৬-১ গোলের দারুণ জয়ে।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৫ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৬ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে