Ajker Patrika

শিগগির ফিরছেন নেইমার, জানাল তাঁর ক্লাব

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৭: ০৮
শিগগির ফিরছেন নেইমার, জানাল তাঁর ক্লাব
নেইমার খুব শিগগিরই মাঠে ফিরবেন বলে জানিয়েছে সান্তোস। ছবি: এএফপি

নেইমার যতটা না মাঠে থাকেন, সেটার চেয়ে তাঁর চোটের খবর সংবাদের শিরোনাম হয় বেশি। চোটে পড়ায় ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে কত ম্যাচ যে তিনি মিস করেছেন, সেটা হয়তো তিনি নিজেও জানেন না। এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে সুখবর দিল তাঁর শৈশবের ক্লাব সান্তোস।

আন্তর্জাতিক ফুটবলে নেইমার সবশেষ খেলেছেন ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। সান্তোস এ বছর সিরি ‘আ’ তে ৬ ম্যাচ খেললেও কোনোটিতেই তিনি খেলতে পারেননি। সান্তোস ক্লাব সভাপতি মার্সোলো তেক্সেইরা তাঁর (নেইমার) ফেরার কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারেননি। তবে দ্রুতই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে ফিরবেন বলে আশাবাদী তেক্সেইরা। সান্তোস সভাপতি বলেন, ‘আমি নিশ্চিত না সাও পাওলোর বিপক্ষে সে খেলতে পারবে কি না। আমরা তার পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম অনুসরণ করছি। সে ভালো করছে। নির্দিষ্ট কোনো তারিখ নেই। তবে আশা করি শিগগিরই তাঁকে পাব।’

সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে ছয় ম্যাচ খেলবে সান্তোস। যার শুরুটা হবে ১ ফেব্রুয়ারি পাউলিস্তা এওয়ান টুর্নামেন্টে সাও পাওলোর বিপক্ষে ম্যাচ দিয়ে। পাশাপাশি জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ তো রয়েছেই। যেহেতু সামনে ব্যস্ত সূচি, নেইমারকে নিয়ে সাবধানে এগোতে চাচ্ছেন তেক্সেইরা। সান্তোস সভাপতি বলেন, ‘পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম ফেব্রুয়ারিতে শুরু হবে। নেইমারকে ফিরে পেতে যথাসাধ্য চেষ্টা করছি। শিগগিরই হয়তো হবে না। তবে তাকে আমরা পুরো মৌসুমের জন্য পেতে চাচ্ছি।’

মেনিস্কাসের চোটে পড়া নেইমার গত বছরের ২২ ডিসেম্বর আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করেছেন। বর্তমানে তিনি তাঁর ফিটনেস নিয়ে কাজ করছেন। এবারের ক্যাম্পেওনাতো পাউলিস্তা এওয়ান টুর্নামেন্টে ৫ ম্যাচে কেবল এক ম্যাচ জিতেছে সান্তোস। ড্র করেছে ৩ ম্যাচ ও এক ম্যাচ হেরেছে। ৬ পয়েন্ট নিয়ে এখন ১১ নম্বরে অবস্থান করছে নেইমারের ক্লাব।

সান্তোসে নেইমার খেলছেন দুই দফায়। এর আগে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলেছেন। দীর্ঘ এক যুগ পর গত বছর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরেছেন সান্তোসে। কদিন আগে তাঁর সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়েছে সান্তোস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুতুলকে নিয়ে অশালীন মন্তব্য: বিএনপির প্রবীণ নেতা বহিষ্কার

পাকিস্তান বিশ্বকাপ বর্জন করলে বাংলাদেশকে ডাকতে পারে আইসিসি

পথসভায় কেঁদেকেটে মাটিতে লুটিয়ে পড়ে ভোট চাইলেন যুবদল নেতা, পেলেন শোকজ

ইরানের কাছে পৌঁছেছে ভেনেজুয়েলার চেয়েও বড় ‘আর্মাডা’, সমঝোতা চায় ইরান: ট্রাম্প

পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে একের পর এক ডিম নিক্ষেপ, ‘নারায়ে তাকবির’ স্লোগান কর্মীদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত