
২০২১ কোপা আমেরিকা থেকে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার রাজত্ব শুরু। ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকার মতো মেজর শিরোপা জয়ের পাশাপাশি প্রীতি ম্যাচ, বাছাইপর্বের ম্যাচগুলো জিতে চলেছে আলবিসেলেস্তেরা। তাতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকের সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। এমন সময়ে আর্জেন্টাইনদের দুঃসংবাদ দিল প্যারাগুয়ে।
আর্জেন্টিনার ম্যাচ বিশ্বের যে মাঠেই হোক না কেন, গ্যালারি কীভাবে আকাশী-নীল জার্সিতে ছেয়ে যায় সেটা সবারই জানা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এ মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শুক্রবার মাঠে নামছে আকাশী নীলরা। প্যারাগুয়ের আসুন সিওনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হচ্ছে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরে কেউ স্টেডিয়ামে ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া। স্পেনের সংবাদমাধ্যম ইএফইকে ভিলাসবোয়া বলেন, ‘স্থানীয় পর্যায়ে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া কাউকে গ্যালারিতে ঢোকার অনুমতি দেব না। যাঁরা প্রতিপক্ষের জার্সি পরবেন, থাকতে পারবেন না তাঁরা।’
আর্জেন্টিনার ‘প্রাণভোমরা’ লিওনেল মেসির বিশ্বজুড়ে কত ভক্ত-সমর্থক, তা গুণে বের করা কঠিন। গ্যালারিতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের বেশির ভাগই তাই মেসির ১০ নম্বর জার্সি পরে খেলা দেখেন। মেসির এই আইকনিক জার্সি পরেও খেলা দেখা যাবে না বলে জানিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। তবে মেসির জন্যই কি এমন নিষেধাজ্ঞা, সেটা অবশ্য বলেননি ভিলাসবোয়া। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার বলেন,‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে এটা হচ্ছে না। ফুটবলারদের ক্যারিয়ারকে আমরা অনেক সম্মান করি। এটা শুধু ঘরের মাঠে সুবিধা পেতে জরুরিভাবে আমরা নিয়েছি।’
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। ২২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আকাশী নীলরা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তিন ও চারে থাকা উরুগুয়ে, ব্রাজিল দুই দলেরই সমান ১৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। এই চারটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। প্যারাগুয়ের পর আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। ২০ নভেম্বর আর্জেন্টিনা-পেরু ম্যাচ হবে লা বম্বনেরায়। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে