ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাবে স্থগিত হয়েছে আইপিএল, পিএসএলের শেষ অংশ। যেটার প্রভাব পড়তে পারে বাংলাদেশ-ভারত সিরিজেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান মনোভাব দেখে মনে হচ্ছে, বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে নাও গড়াতে পারে।
আগস্টে বাংলাদেশ-ভারত সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা। আর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আজ শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান থেকে জানা গেল, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের ব্যাপারে বিসিসিআই নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। যেখানে এশিয়া কাপ হওয়ার কথা এ বছরের সেপ্টেম্বরে। আগস্ট-সেপ্টেম্বরের এই সময়ে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
২০২৫ পিএসএলের শেষ অংশ স্থগিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। একই রাতে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ ৬১ বল হওয়ার পরই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঠিক তার ২৪ ঘণ্টা না পেরোতেই আইপিএল স্থগিত করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে, এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী শিগগির আইপিএল চালুর সম্ভাবনা খুবই কম। আর এ বছরের জুন-আগস্টে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। আইপিএল তাই ইংল্যান্ড সিরিজের পর আয়োজনের চিন্তা করছে ভারত। যদি আইপিএল বাংলাদেশ সিরিজ ও এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবু বিসিসিআই এ ব্যাপারে নরম হবে না বলে মনে হচ্ছে।
মাঝপথে থেমে যাওয়া আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের চেষ্টা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) করেছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন থেকে জানা যায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যেহেতু আগেভাগেই দুবাইকে বেছে নিয়েছে, ভারতের প্রস্তাবে তাই সাড়া দেয়নি আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। আরব আমিরাতে পিএসএলের বাকি অংশের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ধর্মশালায় গতকাল রাতে হঠাৎ খেলা বন্ধ হওয়ায় পাঞ্জাব-দিল্লির ক্রিকেটারেরা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। আজ ভোরে তাঁরা ধর্মশালা ছেড়ে যান। মাঠে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে এক চিয়ারলিডারের কথা থেকে জানা গেছে।

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাবে স্থগিত হয়েছে আইপিএল, পিএসএলের শেষ অংশ। যেটার প্রভাব পড়তে পারে বাংলাদেশ-ভারত সিরিজেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান মনোভাব দেখে মনে হচ্ছে, বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে নাও গড়াতে পারে।
আগস্টে বাংলাদেশ-ভারত সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা। আর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আজ শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান থেকে জানা গেল, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের ব্যাপারে বিসিসিআই নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। যেখানে এশিয়া কাপ হওয়ার কথা এ বছরের সেপ্টেম্বরে। আগস্ট-সেপ্টেম্বরের এই সময়ে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
২০২৫ পিএসএলের শেষ অংশ স্থগিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। একই রাতে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ ৬১ বল হওয়ার পরই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঠিক তার ২৪ ঘণ্টা না পেরোতেই আইপিএল স্থগিত করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে, এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী শিগগির আইপিএল চালুর সম্ভাবনা খুবই কম। আর এ বছরের জুন-আগস্টে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। আইপিএল তাই ইংল্যান্ড সিরিজের পর আয়োজনের চিন্তা করছে ভারত। যদি আইপিএল বাংলাদেশ সিরিজ ও এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবু বিসিসিআই এ ব্যাপারে নরম হবে না বলে মনে হচ্ছে।
মাঝপথে থেমে যাওয়া আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের চেষ্টা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) করেছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন থেকে জানা যায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যেহেতু আগেভাগেই দুবাইকে বেছে নিয়েছে, ভারতের প্রস্তাবে তাই সাড়া দেয়নি আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। আরব আমিরাতে পিএসএলের বাকি অংশের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ধর্মশালায় গতকাল রাতে হঠাৎ খেলা বন্ধ হওয়ায় পাঞ্জাব-দিল্লির ক্রিকেটারেরা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। আজ ভোরে তাঁরা ধর্মশালা ছেড়ে যান। মাঠে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে এক চিয়ারলিডারের কথা থেকে জানা গেছে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে