ক্রীড়া ডেস্ক

ব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়েছিলেন ভারতীয় দলের আরেক তারকা বিরাট কোহলি।
আজ এমসিজিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। আমন্ত্রণ জানানো হয়েছিল অস্ট্রেলীয় সাংবাদিকদেরও। কিন্তু তাঁদের প্রশ্ন করারই কোনো সুযোগ দেওয়া হয়নি। আর জাদেজা যতক্ষণ ছিলেন সংবাদ সম্মেলনে, ভারতীয় সাংবাদিকদেরই উত্তর দিয়েছেন, সেটাও হিন্দিতে। এই ঘটনা নিয়ে সিডনি মর্নিং হেরাল্ড এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে রিপোর্টারদের সঙ্গে ভারতীয় শিবিরের বৈরিতায় উত্তেজনা বাড়ছে।
বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১-এ সমতায় থাকায় এমনিতেই সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেটি আরও বাড়িয়ে দিয়েছে মাঠের বাইরের এ সব ঘটনা। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এমসিজিতে জাদেজা মিডিয়ার সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
চলতি অস্ট্রেলিয়া সফরেই ভারত যে সব সংবাদ সম্মেলন করেছে, সেখানে ইংরেজিতে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে শুরু হয়েছে। পরে হিন্দিতে প্রশ্নোত্তর হয়েছে। কিন্তু আজ ছিল পুরোপুরি ব্যতিক্রম।
নির্ধারিত সময়ে চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে সংবাদ সম্মেলনে আসেন জাদেজা। এবং হিন্দিতে উত্তর দিতে থাকেন। মাত্র ৯ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। অস্ট্রেলীয় এক সাংবাদিক প্রশ্ন করার জন্য লাইনে থাকলেও তাঁকে জানানো হয়, ‘সময় নেই’। বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের টেস্ট ২৬ ডিসেম্বর শুরু হবে মেলবোর্নে।

ব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়েছিলেন ভারতীয় দলের আরেক তারকা বিরাট কোহলি।
আজ এমসিজিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। আমন্ত্রণ জানানো হয়েছিল অস্ট্রেলীয় সাংবাদিকদেরও। কিন্তু তাঁদের প্রশ্ন করারই কোনো সুযোগ দেওয়া হয়নি। আর জাদেজা যতক্ষণ ছিলেন সংবাদ সম্মেলনে, ভারতীয় সাংবাদিকদেরই উত্তর দিয়েছেন, সেটাও হিন্দিতে। এই ঘটনা নিয়ে সিডনি মর্নিং হেরাল্ড এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে রিপোর্টারদের সঙ্গে ভারতীয় শিবিরের বৈরিতায় উত্তেজনা বাড়ছে।
বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১-এ সমতায় থাকায় এমনিতেই সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেটি আরও বাড়িয়ে দিয়েছে মাঠের বাইরের এ সব ঘটনা। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এমসিজিতে জাদেজা মিডিয়ার সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
চলতি অস্ট্রেলিয়া সফরেই ভারত যে সব সংবাদ সম্মেলন করেছে, সেখানে ইংরেজিতে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে শুরু হয়েছে। পরে হিন্দিতে প্রশ্নোত্তর হয়েছে। কিন্তু আজ ছিল পুরোপুরি ব্যতিক্রম।
নির্ধারিত সময়ে চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে সংবাদ সম্মেলনে আসেন জাদেজা। এবং হিন্দিতে উত্তর দিতে থাকেন। মাত্র ৯ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। অস্ট্রেলীয় এক সাংবাদিক প্রশ্ন করার জন্য লাইনে থাকলেও তাঁকে জানানো হয়, ‘সময় নেই’। বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের টেস্ট ২৬ ডিসেম্বর শুরু হবে মেলবোর্নে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে