ক্রীড়া ডেস্ক

চোট কাটিয়ে ফেরার ম্যাচে শুরুর একাদশে খেলেননি লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে নামার ২ মিনিটের মধ্যেই গোল করেছিলেন ও জিতেছিল ইন্টার মায়ামি। তবে আজ বিএমও স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে গোলের সুযোগ হাতছাড়া করেছেন মেসি। হেরেছে তাঁর দল মায়ামিও।
এমএলএসের সেই ম্যাচের এক সপ্তাহ না কাটতেই মাঠে নেমেছে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মায়ামি খেলেছে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে। এই ম্যাচে মেসি খেলেছেন শুরুর একাদশে। আর প্রথম লেগে মায়ামিকে ১-০ গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস।
১৭ মিনিটে আজ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। তবে ডি বক্সের বাইরে থেকে ফ্রিকিকে তাঁর বাঁ পায়ের শট গোলবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হলুদ কার্ড দেখেন লস অ্যাঞ্জেলেস ফরোয়ার্ড নাথান ওর্দাজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখার পরও সেই কার্ড বহাল থাকে।
প্রথমার্ধে মেসি আরও একটি গোলের সুযোগ পেয়েছেন। তবে ৩৭ মিনিটে মেসির সেই শট লস অ্যাঞ্জেলেসের গোলরক্ষক হুগো লরিস প্রতিহত করেছেন। ইন্টার মায়ামি, লস অ্যাঞ্জেলেস দুই দলই প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেনি। লুইস সুয়ারেজও গোলের সুযোগ হাতছাড়া করেন।
গোলশূন্য ম্যাচে প্রথম গোল আসে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১২ মিনিটের মধ্যে। ৫৭ মিনিটে মার্কো দেলগাদোর অ্যাসিস্টে গোল করেন ওর্দাজ। সমতায় ফিরতে এরপর মরিয়া হয়ে মায়ামি। তবে ফিনিশিং দুর্বলতা ও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় মায়ামির পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।
ম্যাচের শেষভাগে এসেও সুযোগ নষ্ট করেছেন মেসি। ৭৯ মিনিটে ইয়ানিক ব্রাইটের অ্যাসিস্টে গোলের সুযোগ পেয়েও মেসি সেটা কাজে লাগাতে পারেননি। আর ৮৬ মিনিটে মেসির শট প্রতিহত করেন লস অ্যাঞ্জেলেসের গোলরক্ষক লরিস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস অ্যাঞ্জেলেস।
ফিলাডেলফিয়ার বিপক্ষে এ সপ্তাহের রোববার মেসিকে ৫৫ মিনিটের সময় মাঠে নামিয়েছিলেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। মেসির গোলে মায়ামি জিতেছিল ২-১ গোলে। তবে আজ লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। চেজ স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১০ এপ্রিল মুখোমুখি হবে ইন্টার মায়ামি-লস অ্যাঞ্জেলেস। এর আগে এমএলএসে টরন্টোর মুখোমুখি হবেন মেসিরা। বাংলাদেশ সময় ৭ এপ্রিল ভোর পাঁচটায় চেজ স্টেডিয়ামে শুরু হবে ইন্টার মায়ামি-টরন্টো ম্যাচ।

চোট কাটিয়ে ফেরার ম্যাচে শুরুর একাদশে খেলেননি লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে নামার ২ মিনিটের মধ্যেই গোল করেছিলেন ও জিতেছিল ইন্টার মায়ামি। তবে আজ বিএমও স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে গোলের সুযোগ হাতছাড়া করেছেন মেসি। হেরেছে তাঁর দল মায়ামিও।
এমএলএসের সেই ম্যাচের এক সপ্তাহ না কাটতেই মাঠে নেমেছে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মায়ামি খেলেছে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে। এই ম্যাচে মেসি খেলেছেন শুরুর একাদশে। আর প্রথম লেগে মায়ামিকে ১-০ গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস।
১৭ মিনিটে আজ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। তবে ডি বক্সের বাইরে থেকে ফ্রিকিকে তাঁর বাঁ পায়ের শট গোলবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হলুদ কার্ড দেখেন লস অ্যাঞ্জেলেস ফরোয়ার্ড নাথান ওর্দাজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখার পরও সেই কার্ড বহাল থাকে।
প্রথমার্ধে মেসি আরও একটি গোলের সুযোগ পেয়েছেন। তবে ৩৭ মিনিটে মেসির সেই শট লস অ্যাঞ্জেলেসের গোলরক্ষক হুগো লরিস প্রতিহত করেছেন। ইন্টার মায়ামি, লস অ্যাঞ্জেলেস দুই দলই প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেনি। লুইস সুয়ারেজও গোলের সুযোগ হাতছাড়া করেন।
গোলশূন্য ম্যাচে প্রথম গোল আসে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১২ মিনিটের মধ্যে। ৫৭ মিনিটে মার্কো দেলগাদোর অ্যাসিস্টে গোল করেন ওর্দাজ। সমতায় ফিরতে এরপর মরিয়া হয়ে মায়ামি। তবে ফিনিশিং দুর্বলতা ও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় মায়ামির পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।
ম্যাচের শেষভাগে এসেও সুযোগ নষ্ট করেছেন মেসি। ৭৯ মিনিটে ইয়ানিক ব্রাইটের অ্যাসিস্টে গোলের সুযোগ পেয়েও মেসি সেটা কাজে লাগাতে পারেননি। আর ৮৬ মিনিটে মেসির শট প্রতিহত করেন লস অ্যাঞ্জেলেসের গোলরক্ষক লরিস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস অ্যাঞ্জেলেস।
ফিলাডেলফিয়ার বিপক্ষে এ সপ্তাহের রোববার মেসিকে ৫৫ মিনিটের সময় মাঠে নামিয়েছিলেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। মেসির গোলে মায়ামি জিতেছিল ২-১ গোলে। তবে আজ লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। চেজ স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১০ এপ্রিল মুখোমুখি হবে ইন্টার মায়ামি-লস অ্যাঞ্জেলেস। এর আগে এমএলএসে টরন্টোর মুখোমুখি হবেন মেসিরা। বাংলাদেশ সময় ৭ এপ্রিল ভোর পাঁচটায় চেজ স্টেডিয়ামে শুরু হবে ইন্টার মায়ামি-টরন্টো ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে