স্পোর্টস ডেস্ক

এল ক্লাসিকোর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ডি স্টেফানো স্টেডিয়ামে পাওয়া ২-১ গোলের এ জয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে ‘লস ব্লাঙ্কোস’রা। রিয়াল ও আতলেতিকোর পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষস্থান এখন জিদানবাহিনীর দখলে।
মাদ্রিদে খেলার শুরু থেকে দু’দলকেই কিছুটা সতর্ক দেখাচ্ছিল। তবে দ্রুতই খোলস ছেড়ে বেড়িয়ে আসে রিয়াল। নয় মিনিটের মাথায় থিবো কর্তোয়া হাত না লাগালে বিপদে পড়তে পারত রিয়াল। বার্সা না পারলেও ভুল করেনি রিয়াল। ডান প্রান্তে তৈরি হওয়া ফাঁকা জায়গা দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন ফেদে ভালভার্দে। তাঁর পাসে বল পেয়ে ক্রস করেন লুকাস ভাসকেস। এরপর দারুণ এক ব্যাকহিলে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। পিছিয়ে পড়েও সুবিধা করতে পারছিল না কাতালান জায়ান্টরা। উল্টো ২৭ মিনিটে টনি ক্রুসের দারুণ এক ফ্রি কিক গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতকিরা।
এদিন রিয়ালের পাল্টা আক্রমণগুলোর সামনে পিকেবিহীন বার্সার রক্ষণভাগ যেন দাঁড়াতেই পারছিল না। সাইড পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে ৩৫ মিনিটে আরও এক গোল হজম করে বসত বার্সা। অবশ্য এমন না যে প্রথমার্ধে অতিথিদের সামনে সুযোগ আসেনি। কিন্তু, কখনো নিজেদের ভুলে আবার কখনো রিয়ালের রক্ষণ দৃঢ়তায় সেসব আক্রমণ থেকে কোনো ফল আসেনি। প্রথমার্ধের পুরোটা সময় মেসিকে বোতলবন্দি করে রাখে রিয়াল ডিফেন্ডাররা। বিশেষত মেসির মার্কার হিসেবে দারুণ কার্যকর ছিলেন এদের মিলিতাও। বিরতির আগ মুহূর্তে অবশ্য ব্যাক পোস্টে না লাগলে দারুণ এক অলিম্পিক গোল পেতে পারতেন মেসি।
পরিস্থিতি বদলাতে দ্বিতীয়ার্ধে গ্রিজম্যানকে মাঠে নামান কোম্যান। বৃষ্টির কারণে কিছু সময় দু’দলের স্বাভাবিক খেলাও বিঘ্নিত হয়। এ অবস্থায়ও গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় দু’দল। তেমন এক চেষ্টা থেকে ব্যবধান কমায় বার্সা। জর্দি আলভার এর ক্রস গ্রিজম্যান ডামি করে ছেড়ে দিলে বলকে জালের পথ দেখান অস্কার মিনগুয়েজা। এই গোলের উৎস ছিলেন মেসি।
ব্যবধান কমার পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে লড়াই। বলা যায়, পালা করেই সুযোগ আসে দু দলের কাছে। ৮৪ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন জানায় বার্সা। কিন্তু তাতে সাড়া দেননি রেফারি। ৯০ মিনিটের মাথায় দুই হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পান রিয়াল তারকা কাসেমিরো। এরপর মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন কর্তোয়া। তবে একেবারে শেষ মুহূর্তে বল পোস্টে না লাগলে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেতে পারত বার্সা।

এল ক্লাসিকোর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ডি স্টেফানো স্টেডিয়ামে পাওয়া ২-১ গোলের এ জয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে ‘লস ব্লাঙ্কোস’রা। রিয়াল ও আতলেতিকোর পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষস্থান এখন জিদানবাহিনীর দখলে।
মাদ্রিদে খেলার শুরু থেকে দু’দলকেই কিছুটা সতর্ক দেখাচ্ছিল। তবে দ্রুতই খোলস ছেড়ে বেড়িয়ে আসে রিয়াল। নয় মিনিটের মাথায় থিবো কর্তোয়া হাত না লাগালে বিপদে পড়তে পারত রিয়াল। বার্সা না পারলেও ভুল করেনি রিয়াল। ডান প্রান্তে তৈরি হওয়া ফাঁকা জায়গা দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন ফেদে ভালভার্দে। তাঁর পাসে বল পেয়ে ক্রস করেন লুকাস ভাসকেস। এরপর দারুণ এক ব্যাকহিলে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। পিছিয়ে পড়েও সুবিধা করতে পারছিল না কাতালান জায়ান্টরা। উল্টো ২৭ মিনিটে টনি ক্রুসের দারুণ এক ফ্রি কিক গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতকিরা।
এদিন রিয়ালের পাল্টা আক্রমণগুলোর সামনে পিকেবিহীন বার্সার রক্ষণভাগ যেন দাঁড়াতেই পারছিল না। সাইড পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে ৩৫ মিনিটে আরও এক গোল হজম করে বসত বার্সা। অবশ্য এমন না যে প্রথমার্ধে অতিথিদের সামনে সুযোগ আসেনি। কিন্তু, কখনো নিজেদের ভুলে আবার কখনো রিয়ালের রক্ষণ দৃঢ়তায় সেসব আক্রমণ থেকে কোনো ফল আসেনি। প্রথমার্ধের পুরোটা সময় মেসিকে বোতলবন্দি করে রাখে রিয়াল ডিফেন্ডাররা। বিশেষত মেসির মার্কার হিসেবে দারুণ কার্যকর ছিলেন এদের মিলিতাও। বিরতির আগ মুহূর্তে অবশ্য ব্যাক পোস্টে না লাগলে দারুণ এক অলিম্পিক গোল পেতে পারতেন মেসি।
পরিস্থিতি বদলাতে দ্বিতীয়ার্ধে গ্রিজম্যানকে মাঠে নামান কোম্যান। বৃষ্টির কারণে কিছু সময় দু’দলের স্বাভাবিক খেলাও বিঘ্নিত হয়। এ অবস্থায়ও গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় দু’দল। তেমন এক চেষ্টা থেকে ব্যবধান কমায় বার্সা। জর্দি আলভার এর ক্রস গ্রিজম্যান ডামি করে ছেড়ে দিলে বলকে জালের পথ দেখান অস্কার মিনগুয়েজা। এই গোলের উৎস ছিলেন মেসি।
ব্যবধান কমার পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে লড়াই। বলা যায়, পালা করেই সুযোগ আসে দু দলের কাছে। ৮৪ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন জানায় বার্সা। কিন্তু তাতে সাড়া দেননি রেফারি। ৯০ মিনিটের মাথায় দুই হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পান রিয়াল তারকা কাসেমিরো। এরপর মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন কর্তোয়া। তবে একেবারে শেষ মুহূর্তে বল পোস্টে না লাগলে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেতে পারত বার্সা।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৪ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৫ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে