Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফির আম্পায়ারিং প্যানেলে বাংলাদেশের সৈকতের সঙ্গে আরও কারা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ০৭
চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সেটা নিশ্চিত করেছে। তবে ভারতের কোনো আম্পায়ার থাকছেন না এই ইভেন্টে।

আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের ম্যাচ কর্মকর্তার নাম প্রকাশ করেছে। যাঁদের মধ্যে ১২ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারি। সৈকতের সঙ্গে আম্পায়ারিং প্যানেলে থাকছেন কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, পল রাইফেল, মাইকেল গফ, জোয়েল উইলসন, ক্রিস গ্যাফানি, অ্যালেক্স হোয়ার্ফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা ও রড টাকার। ৩ ম্যাচ রেফারি হলেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।

১২ আম্পায়ারের মধ্যে কেটেলবোরো, ধর্মসেনা, গ্যাফানি, ইলিংওয়ার্থ, রাইফেল, টাকার—এই ছয়জন সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ছিলেন। কেটেলবোরো লন্ডনের ওভালে ৮ বছর আগে ভারত-পাকিস্তানে ছিলেন মাঠের আম্পায়ার। সেই ফাইনালে টাকার ছিলেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। রিজার্ভ আম্পায়ার ছিলেন ধর্মসেনা। শিরোপা নির্ধারণী সেই ম্যাচে বুন ছিলেন ম্যাচ রেফারি। ১৮০ রানে জিতে পাকিস্তান সেবারই প্রথমবারের মতো পেয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ।

কেটেলবোরো, ধর্মসেনা আম্পায়ার হিসেবে কতটা অভিজ্ঞ, সেটা পরিসংখ্যান বলে দেবে। ধর্মসেনা এখন পর্যন্ত ১৩২ ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন। ১০৮ ওয়ানডেতে আম্পায়ার হিসেবে কাজ করেছেন কেটেলবোরো। এছাড়া আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে কেটেলবোরো ও ইলিংওয়ার্থ ছিলেন মাঠের আম্পায়ার। উইলসন ও গ্যাফানি টিভি আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে। পাইক্রফট ছিলেন সেই ম্যাচের ম্যাচ রেফারি।

আইসিসির এলিট প্যানেলে থাকায় সৈকতকে এখন বিদেশের দ্বিপক্ষীয় সিরিজে দেখা যাচ্ছে নিয়মিত। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করেছেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যশস্বী জয়সওয়ালের আউটের সিদ্ধান্ত নিয়ে সৈকত বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তাঁকে আম্পায়ারিং করতে দেখা গেছে।

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ কর্মকর্তা

আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রাইফেল, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত