গ্লোবাল সুপার লিগ
ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের অক্টোবর থেকেই সাকিব আল হাসানের পথচলায় এক রকম ‘ফুলস্টপ’ পড়ে গেছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তেমন একটা নিয়মিত নন তিনি। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে একটাতে সুযোগ পান তো, অপর টুর্নামেন্টে সুযোগ মেলে না তাঁর।
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে টুর্নামেন্টের দল এরই মধ্যে রংপুর ঘোষণা করেছে। আজ জিএসএলের জার্সি উন্মোচন করেছে ফ্র্যাঞ্চাইজি। সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ আসতে সোহান বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান থাকলে যেকোনো দল অনেক বেশি উপকৃত হবে। সেটা বাংলাদেশ দল গত কয়েক বছর না। অনেক লম্বা সময় ধরেই উপকার পেয়ে আসছে। পরবর্তীতে সে যে দলেই খেলবে, সেই দলেরই উপকার হবে।’
ক্রিকেটের বাইরেও সাকিবের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন। এ কারণে মিরপুরে গত বছরের অক্টোবরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও পরিস্থিতির কারণে খেলতে আসতে পারেননি তিনি। আজ সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম জানিয়েছেন, সাকিবের পরিচয় শুধু ক্রিকেটারই। তানিম বলেন, ‘রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ের সাকিবকে চিনি না। আমাদের তার সঙ্গে যতটুকু কথা হয়েছে, সেভাবেই এগিয়েছি। আশা করি, সেও এই পরিস্থিতি বুঝবে। পরিস্থিতির কারণে হয়তো তাকে আমরা নিতে পারিনি।’
সাকিবকে গ্লোবাল সুপার লিগের দলে না নেওয়ার ব্যাপারে কোনো রকম নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন তানিম। রংপুর রাইডার্সের টেকনিকাল ডিরেক্টর বলেন, ‘সাকিবকে নেওয়া যাবে কি যাবে না, তেমন কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আমার কাছে মনে হয়, এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। কারণ, আমাদের দেশে যে পরিস্থিতি, এমন অবস্থায় সাকিবকে নিলে ফল কী হতে পারে, আমার জানা নেই। কিন্তু সোহান যেটা বলছিল যে আমরা ক্রিকেটের মানুষ। ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি।’
১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় মৌসুম। এবারও রংপুর শিরোপা ধরে রাখতে পারবে বলে আশাবাদী সোহান। রংপুর অধিনায়ক বলেন, ‘গ্লোবাল সুপার লিগে গতবার কেউ আমাদের গুরুত্বই দেয়নি। প্রথম দুই ম্যাচ হারের পর অনেকটা পিছিয়ে পড়েছিলাম। সেখান থেকে চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। এ বছর চ্যালেঞ্জ অনেক বেশি থাকবে। টিম ম্যানেজমেন্ট গত দুই মাস অনেক পরিশ্রম করছে। বিশ্বাস থাকাটা দরকার। সেরাটা দিতে পারলে অবশ্যই আমাদের ভালো কিছু হবে।’
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন এ বছরের পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ফাইনালে তিনি অবশ্য খেলতে পারেননি। সেই লাহোর কালান্দার্সই পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের অক্টোবর থেকেই সাকিব আল হাসানের পথচলায় এক রকম ‘ফুলস্টপ’ পড়ে গেছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তেমন একটা নিয়মিত নন তিনি। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে একটাতে সুযোগ পান তো, অপর টুর্নামেন্টে সুযোগ মেলে না তাঁর।
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে টুর্নামেন্টের দল এরই মধ্যে রংপুর ঘোষণা করেছে। আজ জিএসএলের জার্সি উন্মোচন করেছে ফ্র্যাঞ্চাইজি। সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ আসতে সোহান বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান থাকলে যেকোনো দল অনেক বেশি উপকৃত হবে। সেটা বাংলাদেশ দল গত কয়েক বছর না। অনেক লম্বা সময় ধরেই উপকার পেয়ে আসছে। পরবর্তীতে সে যে দলেই খেলবে, সেই দলেরই উপকার হবে।’
ক্রিকেটের বাইরেও সাকিবের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন। এ কারণে মিরপুরে গত বছরের অক্টোবরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও পরিস্থিতির কারণে খেলতে আসতে পারেননি তিনি। আজ সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম জানিয়েছেন, সাকিবের পরিচয় শুধু ক্রিকেটারই। তানিম বলেন, ‘রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ের সাকিবকে চিনি না। আমাদের তার সঙ্গে যতটুকু কথা হয়েছে, সেভাবেই এগিয়েছি। আশা করি, সেও এই পরিস্থিতি বুঝবে। পরিস্থিতির কারণে হয়তো তাকে আমরা নিতে পারিনি।’
সাকিবকে গ্লোবাল সুপার লিগের দলে না নেওয়ার ব্যাপারে কোনো রকম নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন তানিম। রংপুর রাইডার্সের টেকনিকাল ডিরেক্টর বলেন, ‘সাকিবকে নেওয়া যাবে কি যাবে না, তেমন কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আমার কাছে মনে হয়, এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। কারণ, আমাদের দেশে যে পরিস্থিতি, এমন অবস্থায় সাকিবকে নিলে ফল কী হতে পারে, আমার জানা নেই। কিন্তু সোহান যেটা বলছিল যে আমরা ক্রিকেটের মানুষ। ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি।’
১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় মৌসুম। এবারও রংপুর শিরোপা ধরে রাখতে পারবে বলে আশাবাদী সোহান। রংপুর অধিনায়ক বলেন, ‘গ্লোবাল সুপার লিগে গতবার কেউ আমাদের গুরুত্বই দেয়নি। প্রথম দুই ম্যাচ হারের পর অনেকটা পিছিয়ে পড়েছিলাম। সেখান থেকে চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। এ বছর চ্যালেঞ্জ অনেক বেশি থাকবে। টিম ম্যানেজমেন্ট গত দুই মাস অনেক পরিশ্রম করছে। বিশ্বাস থাকাটা দরকার। সেরাটা দিতে পারলে অবশ্যই আমাদের ভালো কিছু হবে।’
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন এ বছরের পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ফাইনালে তিনি অবশ্য খেলতে পারেননি। সেই লাহোর কালান্দার্সই পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে