
বাংলাদেশকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় সম্প্রতি লিটন দাস, তাসকিন আহমেদদের বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই (বিসিবি) দায়ী করছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। তাঁর মতে, নিজেদের দোষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ।
মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিতে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। সে দাবি মানেনি আইসিসি। উল্টো বিসিবিকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বারবার আলোচনা করেছে সংস্থাটি। তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। রায়না মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলে ভারতে সব ধরনের নিরাপত্তাই পেত বাংলাদেশ।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়না বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যা হয়েছে… সেখানে আমরা সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছিলাম, সব ব্যবস্থাই ছিল। আমার মনে হয়, এটা তাদেরই (বাংলাদেশ) দোষ। যদি তারা ভারতে আসত তাহলে চিত্রটা ভিন্ন হতো। বাংলাদেশ দল খুবই শক্তিশালী একটি দল। তাদের স্পিনাররা এখানকার কন্ডিশন খুব ভালো বোঝে। কিন্তু এখন তারা অনেক বড় ক্ষতির মুখে পড়বে। বিশ্বমানের স্পিনারদের নিয়ে গঠিত বাংলাদেশ দল উপমহাদেশীয় কন্ডিশনে বড় হুমকি হয়ে উঠতে পারত।’
এমন একটি টুর্নামেন্ট দল এবং দর্শকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও ব্যাখ্যা করেছেন রায়না, ‘ভারতে না এলে সংশ্লিষ্ট বোর্ডগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। কারণ ভারতীয় ক্রিকেটের বাণিজ্যিক ও সাংস্কৃতিক গুরুত্ব অত্যন্ত বেশি। এই প্রতিযোগিতা এড়িয়ে গেলে দর্শক ও দলগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তারা সর্বোচ্চ মানের ক্রিকেট থেকে বঞ্চিত হবে।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
৯ ঘণ্টা আগে