ক্রীড়া ডেস্ক

সেই একই ভেন্যু, একই কায়দায় নেদারল্যান্ডসকে ফের দুমড়ে-মুচড়ে দিয়েছে বাংলাদেশ। সিলেটে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে জিতে নিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভিন্ন কৌশল অবলম্বন করবে কি না, সেটা বলতে পারছেন না তানজিদ হাসান তামিম।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক লিটন। শনিবার প্রথম টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে ১৩৬ রান জমা করলেও সেই রান তাড়া করে লিটন-তানজিদ তামিমরা জেতেন ৩৯ বল হাতে রেখে। গতকাল সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনোরকমে ১০০ পেরিয়েই শেষ ডাচরা (১০৩ রানে অলআউট)। জয়ের লক্ষ্যে নেমে ১৩.১ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে ফেলে লিটনের দল। প্রতিপক্ষ দল যেখানে ৬-৭ রানরেটে ব্যাটিং করতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ ১০.২২ ও ৭.৮৯ রানরেটে রান তাড়া করে দুটি ম্যাচ জিতেছে।
স্পোর্টিং উইকেটে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে টস জিতে আগে ব্যাটিং নিতে পারত কিনা বাংলাদেশ—সংবাদ সম্মেলনে আসা তানজিদ তামিমকে করা হয়েছিল এমন প্রশ্ন। সরাসরি কোনো উত্তর না দিয়ে তানজিদ তামিম বল ঠেলে দিলেন লিটন-ফিল সিমন্সদের কোর্টে। তানজিদ তামিম বলেন, ‘টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হয়েছে, সেটা অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট ভালো জানেন। এই ব্যাপারে কিছু বলতে পারব না আমি।’
টস জিতে আগে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে রান তাড়ার ঘটনা এখন টি-টোয়েন্টিতে দেখা যায় বেশি। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ না হয় এই পরীক্ষা-নিরীক্ষা করল। কিন্তু এই সিরিজ শেষে বাংলাদেশ খেলতে যাবে এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিংবান্ধব উইকেটে খেলার আগে সিলেটে নিজেদের ঝালিয়ে নিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেত কি না—এই প্রশ্নের উত্তরে তানজিদ তামিম বলেন, ‘সবাই নিতে চায় ঘরের মাঠের সুবিধা। আগের ম্যাচে প্রচুর শিশির পড়েছে। তাতে পরে ব্যাটিং করা সহজ হয়েছে। এটা তো দেখেছেন। আজও (গতকাল) একই ভাবনা ছিল যে শিশির হয়তো পড়বে।’
এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। গতকাল ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।

সেই একই ভেন্যু, একই কায়দায় নেদারল্যান্ডসকে ফের দুমড়ে-মুচড়ে দিয়েছে বাংলাদেশ। সিলেটে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে জিতে নিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভিন্ন কৌশল অবলম্বন করবে কি না, সেটা বলতে পারছেন না তানজিদ হাসান তামিম।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক লিটন। শনিবার প্রথম টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে ১৩৬ রান জমা করলেও সেই রান তাড়া করে লিটন-তানজিদ তামিমরা জেতেন ৩৯ বল হাতে রেখে। গতকাল সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনোরকমে ১০০ পেরিয়েই শেষ ডাচরা (১০৩ রানে অলআউট)। জয়ের লক্ষ্যে নেমে ১৩.১ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে ফেলে লিটনের দল। প্রতিপক্ষ দল যেখানে ৬-৭ রানরেটে ব্যাটিং করতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ ১০.২২ ও ৭.৮৯ রানরেটে রান তাড়া করে দুটি ম্যাচ জিতেছে।
স্পোর্টিং উইকেটে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে টস জিতে আগে ব্যাটিং নিতে পারত কিনা বাংলাদেশ—সংবাদ সম্মেলনে আসা তানজিদ তামিমকে করা হয়েছিল এমন প্রশ্ন। সরাসরি কোনো উত্তর না দিয়ে তানজিদ তামিম বল ঠেলে দিলেন লিটন-ফিল সিমন্সদের কোর্টে। তানজিদ তামিম বলেন, ‘টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হয়েছে, সেটা অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট ভালো জানেন। এই ব্যাপারে কিছু বলতে পারব না আমি।’
টস জিতে আগে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে রান তাড়ার ঘটনা এখন টি-টোয়েন্টিতে দেখা যায় বেশি। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ না হয় এই পরীক্ষা-নিরীক্ষা করল। কিন্তু এই সিরিজ শেষে বাংলাদেশ খেলতে যাবে এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিংবান্ধব উইকেটে খেলার আগে সিলেটে নিজেদের ঝালিয়ে নিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেত কি না—এই প্রশ্নের উত্তরে তানজিদ তামিম বলেন, ‘সবাই নিতে চায় ঘরের মাঠের সুবিধা। আগের ম্যাচে প্রচুর শিশির পড়েছে। তাতে পরে ব্যাটিং করা সহজ হয়েছে। এটা তো দেখেছেন। আজও (গতকাল) একই ভাবনা ছিল যে শিশির হয়তো পড়বে।’
এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। গতকাল ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।

সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
১৯ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
১ ঘণ্টা আগে
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গত কয়েক দিনে নানা রকম বিতর্কিত মন্তব্য করা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
২ ঘণ্টা আগে
ক্লাব ফুটবলে একসময় তাঁরা ছিলেন সতীর্থ। লিভারপুলে একসঙ্গে খেলেছিলেন পাঁচ বছর। কথাটা যে মোহাম্মদ সালাহ ও সাদিও মানের প্রসঙ্গে বলা, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। গতকাল দুই বন্ধু হয়ে গেলেন প্রতিপক্ষ। শেষ হাসি হেসেছেন মানে।
২ ঘণ্টা আগে