ক্রীড়া ডেস্ক

সেই একই ভেন্যু, একই কায়দায় নেদারল্যান্ডসকে ফের দুমড়ে-মুচড়ে দিয়েছে বাংলাদেশ। সিলেটে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে জিতে নিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভিন্ন কৌশল অবলম্বন করবে কি না, সেটা বলতে পারছেন না তানজিদ হাসান তামিম।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক লিটন। শনিবার প্রথম টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে ১৩৬ রান জমা করলেও সেই রান তাড়া করে লিটন-তানজিদ তামিমরা জেতেন ৩৯ বল হাতে রেখে। গতকাল সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনোরকমে ১০০ পেরিয়েই শেষ ডাচরা (১০৩ রানে অলআউট)। জয়ের লক্ষ্যে নেমে ১৩.১ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে ফেলে লিটনের দল। প্রতিপক্ষ দল যেখানে ৬-৭ রানরেটে ব্যাটিং করতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ ১০.২২ ও ৭.৮৯ রানরেটে রান তাড়া করে দুটি ম্যাচ জিতেছে।
স্পোর্টিং উইকেটে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে টস জিতে আগে ব্যাটিং নিতে পারত কিনা বাংলাদেশ—সংবাদ সম্মেলনে আসা তানজিদ তামিমকে করা হয়েছিল এমন প্রশ্ন। সরাসরি কোনো উত্তর না দিয়ে তানজিদ তামিম বল ঠেলে দিলেন লিটন-ফিল সিমন্সদের কোর্টে। তানজিদ তামিম বলেন, ‘টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হয়েছে, সেটা অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট ভালো জানেন। এই ব্যাপারে কিছু বলতে পারব না আমি।’
টস জিতে আগে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে রান তাড়ার ঘটনা এখন টি-টোয়েন্টিতে দেখা যায় বেশি। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ না হয় এই পরীক্ষা-নিরীক্ষা করল। কিন্তু এই সিরিজ শেষে বাংলাদেশ খেলতে যাবে এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিংবান্ধব উইকেটে খেলার আগে সিলেটে নিজেদের ঝালিয়ে নিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেত কি না—এই প্রশ্নের উত্তরে তানজিদ তামিম বলেন, ‘সবাই নিতে চায় ঘরের মাঠের সুবিধা। আগের ম্যাচে প্রচুর শিশির পড়েছে। তাতে পরে ব্যাটিং করা সহজ হয়েছে। এটা তো দেখেছেন। আজও (গতকাল) একই ভাবনা ছিল যে শিশির হয়তো পড়বে।’
এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। গতকাল ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।

সেই একই ভেন্যু, একই কায়দায় নেদারল্যান্ডসকে ফের দুমড়ে-মুচড়ে দিয়েছে বাংলাদেশ। সিলেটে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে জিতে নিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভিন্ন কৌশল অবলম্বন করবে কি না, সেটা বলতে পারছেন না তানজিদ হাসান তামিম।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক লিটন। শনিবার প্রথম টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে ১৩৬ রান জমা করলেও সেই রান তাড়া করে লিটন-তানজিদ তামিমরা জেতেন ৩৯ বল হাতে রেখে। গতকাল সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনোরকমে ১০০ পেরিয়েই শেষ ডাচরা (১০৩ রানে অলআউট)। জয়ের লক্ষ্যে নেমে ১৩.১ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে ফেলে লিটনের দল। প্রতিপক্ষ দল যেখানে ৬-৭ রানরেটে ব্যাটিং করতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ ১০.২২ ও ৭.৮৯ রানরেটে রান তাড়া করে দুটি ম্যাচ জিতেছে।
স্পোর্টিং উইকেটে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে টস জিতে আগে ব্যাটিং নিতে পারত কিনা বাংলাদেশ—সংবাদ সম্মেলনে আসা তানজিদ তামিমকে করা হয়েছিল এমন প্রশ্ন। সরাসরি কোনো উত্তর না দিয়ে তানজিদ তামিম বল ঠেলে দিলেন লিটন-ফিল সিমন্সদের কোর্টে। তানজিদ তামিম বলেন, ‘টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হয়েছে, সেটা অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট ভালো জানেন। এই ব্যাপারে কিছু বলতে পারব না আমি।’
টস জিতে আগে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে রান তাড়ার ঘটনা এখন টি-টোয়েন্টিতে দেখা যায় বেশি। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ না হয় এই পরীক্ষা-নিরীক্ষা করল। কিন্তু এই সিরিজ শেষে বাংলাদেশ খেলতে যাবে এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিংবান্ধব উইকেটে খেলার আগে সিলেটে নিজেদের ঝালিয়ে নিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেত কি না—এই প্রশ্নের উত্তরে তানজিদ তামিম বলেন, ‘সবাই নিতে চায় ঘরের মাঠের সুবিধা। আগের ম্যাচে প্রচুর শিশির পড়েছে। তাতে পরে ব্যাটিং করা সহজ হয়েছে। এটা তো দেখেছেন। আজও (গতকাল) একই ভাবনা ছিল যে শিশির হয়তো পড়বে।’
এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। গতকাল ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৭ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৮ ঘণ্টা আগে