নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট।
ধানমন্ডির ব্যাটিং বিপর্যয়ে চারে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বি ৫৪ বলে ৩০ রানে ব্যাটিং করছিলেন। এমন অবস্থায় ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। যা তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস। ইয়াসিরের দুর্দান্ত ইনিংসের সুবাদে ধানমন্ডি করেছে ৭ উইকেটে ৩৩২ রান।
১০৭ রানে ৪ উইকেট হারানোর পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হাল ধরেন ইয়াসির ও মঈন খান। পঞ্চম উইকেটে তাঁরা (ইয়াসির-মঈন) গড়েন ১৪৬ রানের জুটি। ব্যাটিং বিপর্যয় সামলে ১৮.৪ ওভারের এই জুটিতে ধানমন্ডি পায় বড় স্কোরের ভিত। ১২১ বলে ৭ ছক্কা ও ৭ চারে ১৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইয়াসির। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজাদের ওপর তাণ্ডব চালিয়েছেন।
রাব্বির পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন মঈন। ৬৩ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মারেন। শেষদিকে জিয়াউর রহমান ১৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাতেই ধানমন্ডি করে ৩৩২ রানের পাহাড়। লিজেন্ডস অব রূপগঞ্জের তানভীর ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। ওপেনার সৌম্য সরকার (০), মাহমুদুল হাসান জয় (২) ও তানজিদ হাসান তামিম (১৭ বলে ৯) দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। তবে আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান ইনিংস মেরামতের চেষ্টা করছেন। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি ১০০ রান সংগ্রহ করেছে।
বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে শাইনপুকুরের ইনিংস থেমেছে ২৮৮ রানে।
শাইনপুকুরের হয়ে রহিম আহমেদ ৯৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রায়ান রাফসান ৪৭ ও অনিক সরকার ৪০ রান করেন। তবে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে স্কোরটা আশানুরূপ হয়নি শাইনপুকুরের।

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট।
ধানমন্ডির ব্যাটিং বিপর্যয়ে চারে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বি ৫৪ বলে ৩০ রানে ব্যাটিং করছিলেন। এমন অবস্থায় ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। যা তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস। ইয়াসিরের দুর্দান্ত ইনিংসের সুবাদে ধানমন্ডি করেছে ৭ উইকেটে ৩৩২ রান।
১০৭ রানে ৪ উইকেট হারানোর পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হাল ধরেন ইয়াসির ও মঈন খান। পঞ্চম উইকেটে তাঁরা (ইয়াসির-মঈন) গড়েন ১৪৬ রানের জুটি। ব্যাটিং বিপর্যয় সামলে ১৮.৪ ওভারের এই জুটিতে ধানমন্ডি পায় বড় স্কোরের ভিত। ১২১ বলে ৭ ছক্কা ও ৭ চারে ১৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইয়াসির। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজাদের ওপর তাণ্ডব চালিয়েছেন।
রাব্বির পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন মঈন। ৬৩ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মারেন। শেষদিকে জিয়াউর রহমান ১৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাতেই ধানমন্ডি করে ৩৩২ রানের পাহাড়। লিজেন্ডস অব রূপগঞ্জের তানভীর ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। ওপেনার সৌম্য সরকার (০), মাহমুদুল হাসান জয় (২) ও তানজিদ হাসান তামিম (১৭ বলে ৯) দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। তবে আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান ইনিংস মেরামতের চেষ্টা করছেন। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি ১০০ রান সংগ্রহ করেছে।
বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে শাইনপুকুরের ইনিংস থেমেছে ২৮৮ রানে।
শাইনপুকুরের হয়ে রহিম আহমেদ ৯৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রায়ান রাফসান ৪৭ ও অনিক সরকার ৪০ রান করেন। তবে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে স্কোরটা আশানুরূপ হয়নি শাইনপুকুরের।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১১ ঘণ্টা আগে