নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট।
ধানমন্ডির ব্যাটিং বিপর্যয়ে চারে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বি ৫৪ বলে ৩০ রানে ব্যাটিং করছিলেন। এমন অবস্থায় ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। যা তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস। ইয়াসিরের দুর্দান্ত ইনিংসের সুবাদে ধানমন্ডি করেছে ৭ উইকেটে ৩৩২ রান।
১০৭ রানে ৪ উইকেট হারানোর পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হাল ধরেন ইয়াসির ও মঈন খান। পঞ্চম উইকেটে তাঁরা (ইয়াসির-মঈন) গড়েন ১৪৬ রানের জুটি। ব্যাটিং বিপর্যয় সামলে ১৮.৪ ওভারের এই জুটিতে ধানমন্ডি পায় বড় স্কোরের ভিত। ১২১ বলে ৭ ছক্কা ও ৭ চারে ১৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইয়াসির। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজাদের ওপর তাণ্ডব চালিয়েছেন।
রাব্বির পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন মঈন। ৬৩ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মারেন। শেষদিকে জিয়াউর রহমান ১৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাতেই ধানমন্ডি করে ৩৩২ রানের পাহাড়। লিজেন্ডস অব রূপগঞ্জের তানভীর ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। ওপেনার সৌম্য সরকার (০), মাহমুদুল হাসান জয় (২) ও তানজিদ হাসান তামিম (১৭ বলে ৯) দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। তবে আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান ইনিংস মেরামতের চেষ্টা করছেন। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি ১০০ রান সংগ্রহ করেছে।
বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে শাইনপুকুরের ইনিংস থেমেছে ২৮৮ রানে।
শাইনপুকুরের হয়ে রহিম আহমেদ ৯৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রায়ান রাফসান ৪৭ ও অনিক সরকার ৪০ রান করেন। তবে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে স্কোরটা আশানুরূপ হয়নি শাইনপুকুরের।

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট।
ধানমন্ডির ব্যাটিং বিপর্যয়ে চারে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বি ৫৪ বলে ৩০ রানে ব্যাটিং করছিলেন। এমন অবস্থায় ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। যা তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস। ইয়াসিরের দুর্দান্ত ইনিংসের সুবাদে ধানমন্ডি করেছে ৭ উইকেটে ৩৩২ রান।
১০৭ রানে ৪ উইকেট হারানোর পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হাল ধরেন ইয়াসির ও মঈন খান। পঞ্চম উইকেটে তাঁরা (ইয়াসির-মঈন) গড়েন ১৪৬ রানের জুটি। ব্যাটিং বিপর্যয় সামলে ১৮.৪ ওভারের এই জুটিতে ধানমন্ডি পায় বড় স্কোরের ভিত। ১২১ বলে ৭ ছক্কা ও ৭ চারে ১৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইয়াসির। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজাদের ওপর তাণ্ডব চালিয়েছেন।
রাব্বির পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন মঈন। ৬৩ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মারেন। শেষদিকে জিয়াউর রহমান ১৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাতেই ধানমন্ডি করে ৩৩২ রানের পাহাড়। লিজেন্ডস অব রূপগঞ্জের তানভীর ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। ওপেনার সৌম্য সরকার (০), মাহমুদুল হাসান জয় (২) ও তানজিদ হাসান তামিম (১৭ বলে ৯) দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। তবে আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান ইনিংস মেরামতের চেষ্টা করছেন। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি ১০০ রান সংগ্রহ করেছে।
বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে শাইনপুকুরের ইনিংস থেমেছে ২৮৮ রানে।
শাইনপুকুরের হয়ে রহিম আহমেদ ৯৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রায়ান রাফসান ৪৭ ও অনিক সরকার ৪০ রান করেন। তবে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে স্কোরটা আশানুরূপ হয়নি শাইনপুকুরের।

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
২৯ মিনিট আগে
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।
৩৯ মিনিট আগে
২৪ ঘণ্টার ব্যবধানে দেখা গেল দুই রকম মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) গত পরশু রাতে ব্যাট হাতে হতাশ করেছিলেন রংপুর রাইডার্সের ভক্তদের। পরের ম্যাচেই নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাওসা
১ ঘণ্টা আগে
বিপিএলের শুরুটা হয়েছিল ধুন্ধুমার। সিলেট স্ট্রাইকার্সের করা ১৯১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে পাড়ি দেয় রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু সকালের সূর্য সব সময় দিনের পূর্বাভাস দেয় না। বিপিএলের ক্ষেত্রে যেন সেটাই হচ্ছে। অথচ কিছুদিনের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এ সময়ে রানখরায় কতটা ভালো প্রস্তুতি হচ্ছে, সেই
২ ঘণ্টা আগে