Ajker Patrika

হামজা-শমিতের সঙ্গে কেমন অভিজ্ঞতা হলো ফাহামিদুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচ জিততে না পারলেও গত কদিনে হামজাদের সঙ্গে দারুণ অভিজ্ঞতা হয়েছে ফাহামিদুলের। ছবি: আজকের পত্রিকা
ম্যাচ জিততে না পারলেও গত কদিনে হামজাদের সঙ্গে দারুণ অভিজ্ঞতা হয়েছে ফাহামিদুলের। ছবি: আজকের পত্রিকা

সুদূর ইতালি থেকে এসে বাংলাদেশ দলের সঙ্গে ফাহামিদুল ইসলামের সময়টা এবার দারুণ কেটেছে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহামিদুল নিজের সেরাটা দিয়েছেন। আজ টিম হোটেল ছাড়ার সময় ফাহামিদুল কোচ হাভিয়ের কাবরেরাসহ সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন।

হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল—তিন প্রবাসী ফুটবলারের একসঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলবেন—এমন একটা স্বপ্ন অনেক দিন ধরেই দেখেছেন দেশের ফুটবলপ্রেমীরা। তাঁদের সে অপেক্ষার ঘুচিয়ে গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতেন তাঁরা। তিনজনই ছিলেন শুরুর একাদশে। তাদের মধ্যে বোঝাপড়া কেমন ছিল, সেটা তো মাঠের পারফরম্যান্সেই বোঝা গেছে। প্রথমার্ধে অন্তত পাঁচটির মতো সুযোগ তৈরি করেন তাঁরা। শমিত-ফাহামিদুলদের সামলাতে বেগ পেতে হয়েছে সিঙ্গাপুরকে। তবে নিজেদের সেরাটা দিয়েও সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে।

এই ম্যাচ শেষে দেশে ফেরার পালা প্রবাসী ফুটবলারদের। আজই টিম হোটেল ছেড়ে গেছেন হামজা চৌধুরী আর শমিত সোম, ফাহামিদুলরা। হামজা ইংল্যান্ড আর শোম কানাডার উদ্দেশ্যে রওনা দিলেও ফাহামিদুল মা বাবার সঙ্গে যাচ্ছেন জেলা শহর ফেনীতে। যাওয়ার আগে সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলেছেন, ‘সবাই দারুণ। হামজা ভাই, শমিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুলদের। পথটা কঠিন হলেও আত্মবিশ্বাসী ফাহামিদুল। সাংবাদিকদের আজ টিম হোটেলে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।’

ম্যাচ হারের আক্ষেপ থাকলেও পরের ম্যাচে বাংলাদেশ ভিন্ন গল্প লিখবে বলে মনে করেন ফাহামিদুল। সংবাদ মাধ্যমকে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজেদের পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশা আল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

ক্রীড়া ডেস্ক    
ভ্যালেন্সিয়া কোচ ফার্নান্দো মার্টিন ও তাঁর তিন সন্তান মারা গেছেন। ছবি: সংগৃহীত
ভ্যালেন্সিয়া কোচ ফার্নান্দো মার্টিন ও তাঁর তিন সন্তান মারা গেছেন। ছবি: সংগৃহীত

কখন যে মৃত্যু কার দরজায় কড়া নাড়বে, সেটা স্বয়ং সৃষ্টিকর্তাই ভালো জানেন। ভ্যালেন্সিয়া কোচ ফার্নান্দো মার্টিন হয়তো ঘুণাক্ষরেও তাঁর মৃত্যুর কথা ভাবেননি। নৌকাডুবিতে তিনি ও তাঁর সন্তান চলে গেছেন না ফেরার দেশে।

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া ‘বি’ নারী দলের কোচ মার্টিন ও তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে বলে ক্লাবটি গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। পরিবার নিয়ে মার্টিন ইন্দোনেশিয়ার উপকূলে একটি পর্যটক নৌকায় ঘুরতে গিয়েছিলেন। বাজে আবহাওয়ায় লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে তাঁকে বহনকারী নৌকাটি শুক্রবার রাতে ডুবে গিয়েছিল। ১০ ফুট উচ্চতার ঢেউয়ের আঘাতেই মূলত তাঁর নৌকাটি দুর্ঘটনার কবলে পড়েছিল।

মার্টিন ও তাঁর তিন সন্তানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভ্যালেন্সিয়া। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় স্প্যানিশ ক্লাবটি লিখেছে, ‘ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন ও তাঁর তিন সন্তানের মৃত্যুতে আমরা শোকাহত। এই দুঃসময়ে ক্লাবটি তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে রয়েছি।’ এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকবার্তা জানিয়েছে রিয়াল মাদ্রিদও। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রিয়াল লিখেছে, ‘ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন ও তাঁর তিন সন্তানের মৃত্যুতে ফুটবল ক্লাব, ক্লাবের সভাপতি ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শোকবার্তা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। এমন দুঃসময়ে তাঁর স্ত্রী আন্দ্রেয়া ও মেয়ের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা।’

শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে যাচ্ছিল নৌকাটি। সে সময় নৌকায় ১১ আরোহী ছিলেন বলে জানা গেছে। নৌ দুর্ঘটনার পর মার্টিন এবং তাঁর ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন নিখোঁজ সন্তানকে উদ্ধারের পর তাঁদের মৃত ঘোষণা করা হয়। তবে মার্টিনের স্ত্রী ও সাত বছর বয়সী মেয়েকে জীবিত উদ্ধার করতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা ফাতুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আজ সকাল পর্যন্ত চলেছে এই উদ্ধার কার্যক্রম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারতকে হারাতে পারবে তো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। ছবি: ক্রিকইনফো
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। ছবি: ক্রিকইনফো

দুই ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। তিরুবনন্তপুরমে পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। আজ একই মাঠে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। এই ম্যাচেই তারা নামবে অধরা জয়ের খোঁজে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

বিগ ব্যাশ লিগ

মেলবোর্ন স্টার্স-সিডনি থান্ডার

বেলা ২ টা ১৫ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ২

নারী টি-টোয়েন্টি

ভারত-শ্রীলঙ্কা

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ১

ফুটবল খেলা সরাসরি

ইংলিশ প্রিমিয়ার লিগ

সান্ডারল্যান্ড-লিডস

রাত ৮টা

সরাসরি

ক্রিস্টাল প্যালেস-টটেনহাম

রাত ১০টা ৩০ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিদেশের লিগে বাংলাদেশের আরও ক্রিকেটার চান মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    
দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক
দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুর্দান্ত পারফরম্যান্সের পর দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতের স্লোয়ার কাটারে বিভ্রান্ত করেছেন ব্যাটারদের। দুবাই ক্যাপিটালসকে প্লে অফে ওঠানোর পর চলছে মোস্তাফিজ বন্দনা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই ছন্দটা ধরে রাখতে চান বাংলাদেশের বাঁহাতি পেসার।

সাকিব আল হাসান, তাসকিন আহমেদের সঙ্গে আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন মোস্তাফিজুর রহমান। সাকিব ও তাসকিন খেলেছেন এমআই এমিরেটস ও শারজা ওয়ারিয়র্সের হয়ে। সংযুক্ত আরব আমিরাত তখন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। বাংলাদেশি ক্রিকেটারদের একত্রিত হওয়ার ছবি সামাজিক মাধ্যমে পোস্টও করে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএল খেলতে মোস্তাফিজ যখন আজ সিলেটে পৌঁছালেন, তখন তাঁকে ঘিরে ধরেন সংবাদমাধ্যমকর্মীরা। সাকিব-তাসকিনদের বিপক্ষে আরব আমিরাতে খেলে কি বাংলাদেশের মতো পরিবেশ মনে হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে মোস্তাফিজ বলেন, ‘সবাই থাকলে তো... জাতীয় দলের শুধু দুই-তিনজন ক্রিকেটার নয়। সব সময় আরো বেশি ক্রিকেটার বিদেশের লিগে থাকলে তো ভালোই লাগে।’

আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসকে জিতিয়ে এক ম্যাচে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় এখনো পর্যন্ত দুইয়ে তিনি। দুবাইয়ের ওয়াকার সালামখেইল ১৭ উইকেট নিয়ে শীর্ষে। আমিরাতের লিগ খেলে কি বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছেন—সিলেটে আজ এই প্রশ্নের উত্তরে মোস্তাফিজ বলেন, ‘হ্যাঁ, ভালো। সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলার সময় মোস্তাফিজের সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে। তখন কী কথা হয়েছিল সিমন্সের সঙ্গে, সিলেটে আজ সাংবাদিকেরা জানতে চাইলে মোস্তাফিজ বলেন, ‘এমনিই।’ তিন বাংলাদেশি যখন আমিরাতের লিগে খেলেছেন, বিশ্বের আরেক প্রান্ত অস্ট্রেলিয়ায় কাঁপাচ্ছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে ৪ ম্যাচে ৭.৫০ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন রিশাদের।গতবার তাঁকে হোবার্ট নিলেও এনওসি পাননি বলে তখন খেলা হয়নি। এবার সুযোগ পেয়ে কাঁপিয়ে দিচ্ছেন তিনি। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে রিশাদের হোবার্ট এখন দুইয়ে।

সাকিব এখনো এমআই এমিরেটসের হয়ে খেলছেন। তবে তাসকিন, মোস্তাফিজ বিপিএল খেলতে ২৪ ডিসেম্বর আমিরাত থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। তাসকিনকে সরাসরি চুক্তিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। মোস্তাফিজকে নিয়েছে রংপুর রাইডার্স। আগামীকাল চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল অভিযান শুরু করবে রংপুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চমক দেখিয়ে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২: ৩০
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন খাজা নাফে। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন খাজা নাফে। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে পাকিস্তান। সেই সিরিজে শুধু টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। লঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের দলে রয়েছে চমকও।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লঙ্কা সফরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। এই সিরিজ দিয়ে পাকিস্তান দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন খাজা নাফে। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ানদের লঙ্কা সিরিজে নেওয়া হয়নি। কারণ, জানুয়ারিতে তাঁরা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকবেন।

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন শাদাব খান। সবশেষ তিনি পাকিস্তানের জার্সিতে খেলেছেন এ বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে। লেগস্পিনের পাশাপাশি ক্যামিও ইনিংসও খেলতে পারেন শাদাব। বর্তমানে তিনি বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলছেন। লঙ্কা সিরিজে স্পিন বোলিং লাইনআপে শাদাবের সঙ্গে থাকছেন আবরার আহমেদ, উসমান তারিক, মোহাম্মদ নাওয়াজরা। টপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুবও খন্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হয়ে উঠতে পারেন। সাইম, নাফে, সালমান আগার সঙ্গে ব্যাটিং লাইনআপে থাকছেন সাহিবজাদা ফারহান, ফখর জামানের মতো বিধ্বংসী ব্যাটাররা।

লঙ্কা সফরে নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জার মতো স্বীকৃত পেসারদের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। বাঁহাতের ঘূর্ণির সঙ্গে ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন নাওয়াজ। নাফে, ফারহানকে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। এবারের বিপিএলে ফারহানকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নাফে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে রংপুর রাইডার্স ২০২৬ বিপিএল অভিযান শুরু করবে।

১২তম বিপিএল শেষ হবে ২৩ জানুয়ারি। এর মাঝেই শেষ হয়ে যাবে শ্রীলঙ্কা-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৭, ৯ ও ১১ জানুয়ারি হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই হবে ডাম্বুলায়। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্টে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল

সালমান আলী আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফায়, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাদাব খান, উসমান খান, উসমান তারিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত