ক্রীড়া ডেস্ক

রেকর্ড ২৭১ রান তোলার পরই বোঝা গিয়েছিল—থাইল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের এলসিসিএ মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছেন জ্যোতিরা।
রানের ব্যবধানে এটিও সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দলের। আগের বড় জয়টি ছিল ১৫৪ রানের, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।
দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের নিয়ন্ত্রিত স্পিনের সামনে থাইল্যান্ডের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে চানিদা সুথিরুয়াং ও নাচায়া বোচাথামের ৩৮ রানের জুটির পর একের পর এক উইকেট হারিয়েছে তারা। সুথিরুয়াংয়ের ২২ রান থাইল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে বোচাথামের ব্যাটে।
সুথিরুয়াংকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন ফাহিম খাতুন। সেই যে উইকেটের মুখ খুলল, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাংলাদেশ বোলাররা। তাতে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয়ে যায় থাই মেয়েরা। জান্নাতুল ফেরদৌস ৭ রানে ৫ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির গড়েছেন। অবশ্য নারী ওয়ানডেতে এটাই বাংলাদেশের সেরা বোলিং নয়, সেরা বোলিং খাদিজা তুল কুবরার—৬/২০। জান্নাতুল ছাড়াও ৫ উইকেট নিয়েছেন ফাহিমা; রান দিয়েছেন ২১।
এক ইনিংসে একই দলের দুই বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা মেয়েদের ওয়ানডেতে এটাই প্রথম। ছেলেদের ওয়ানডেতেও এমনটা ঘটেছে একবারই। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি কোজিয়ার ও গ্রেগ চ্যাপেল।
এর আগে বাংলাদেশের ইনিংসটি ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং প্রদর্শনী। শারমিন ৯৪ রান করে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। ৮০ বলে খেলেছেন ১০১ রানের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় ১৫ রানে ইশমা তানজিমকে হারালেও দ্বিতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে শারমিন ১০৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৫৩ রানে ফারজানা আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে আবার শারমিনকে নিয়ে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি। মেয়েদের ওয়ানডে এটাই যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।
৭৮ বলে সেঞ্চুরি করেন জ্যোতি, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এটি। বাংলাদেশ ৩ উইকেটে তোলে ২৭১ রান। এটিও বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

রেকর্ড ২৭১ রান তোলার পরই বোঝা গিয়েছিল—থাইল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের এলসিসিএ মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছেন জ্যোতিরা।
রানের ব্যবধানে এটিও সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দলের। আগের বড় জয়টি ছিল ১৫৪ রানের, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।
দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের নিয়ন্ত্রিত স্পিনের সামনে থাইল্যান্ডের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে চানিদা সুথিরুয়াং ও নাচায়া বোচাথামের ৩৮ রানের জুটির পর একের পর এক উইকেট হারিয়েছে তারা। সুথিরুয়াংয়ের ২২ রান থাইল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে বোচাথামের ব্যাটে।
সুথিরুয়াংকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন ফাহিম খাতুন। সেই যে উইকেটের মুখ খুলল, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাংলাদেশ বোলাররা। তাতে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয়ে যায় থাই মেয়েরা। জান্নাতুল ফেরদৌস ৭ রানে ৫ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির গড়েছেন। অবশ্য নারী ওয়ানডেতে এটাই বাংলাদেশের সেরা বোলিং নয়, সেরা বোলিং খাদিজা তুল কুবরার—৬/২০। জান্নাতুল ছাড়াও ৫ উইকেট নিয়েছেন ফাহিমা; রান দিয়েছেন ২১।
এক ইনিংসে একই দলের দুই বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা মেয়েদের ওয়ানডেতে এটাই প্রথম। ছেলেদের ওয়ানডেতেও এমনটা ঘটেছে একবারই। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি কোজিয়ার ও গ্রেগ চ্যাপেল।
এর আগে বাংলাদেশের ইনিংসটি ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং প্রদর্শনী। শারমিন ৯৪ রান করে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। ৮০ বলে খেলেছেন ১০১ রানের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় ১৫ রানে ইশমা তানজিমকে হারালেও দ্বিতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে শারমিন ১০৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৫৩ রানে ফারজানা আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে আবার শারমিনকে নিয়ে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি। মেয়েদের ওয়ানডে এটাই যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।
৭৮ বলে সেঞ্চুরি করেন জ্যোতি, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এটি। বাংলাদেশ ৩ উইকেটে তোলে ২৭১ রান। এটিও বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৪ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৪ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৫ ঘণ্টা আগে