Ajker Patrika

চ্যাংদোলা করে কাকে পানিতে ছেড়ে দিলেন রোহিতরা

ক্রীড়া ডেস্ক    
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এক ব্যক্তিতে চ্যাংদোলা করে পানিতে ছেড়ে দিলেন। ছবি: সংগৃহীত
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এক ব্যক্তিতে চ্যাংদোলা করে পানিতে ছেড়ে দিলেন। ছবি: সংগৃহীত

চার-ছক্কার বন্যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠেই ভক্ত-সমর্থকেরা পান প্রচুর বিনোদন। এছাড়াও মাঠ ও মাঠের বাইরে এমন কিছু ঘটনা ঘটে, যেগুলো হাসির খোরাক জোগায়। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা এবার ঘটিয়েছেন মজার এক কাণ্ড। সামাজিক মাধ্যমে রোহিতদের এই ঘটনা ভাইরাল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট টাইটান্স। ম্যাচের আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রোহিত, সূর্যকুমার, তিলক ভার্মা ও এক জন নিরাপত্তারক্ষী মিলিয়ে এক ব্যক্তিকে তুলেছেন। সেই ব্যক্তিকে চ্যাংদোলা করে হোটেলের পুলের পানিতে ছেড়ে দিলেন রোহিতরা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, রোহিতরা যাঁকে পানিতে চুবিয়েছেন, তিনি মুম্বাই ইন্ডিয়ানসের সামাজিক মাধ্যমের অ্যাডমিন। মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটাররা যে হোটেলে আছেন, সেখানেই এমনটা ঘটেছে বলে জানা গেছে।

মুম্বাই, গুজরাট কেউই এবারের আইপিএলে এখনো জয়ের মুখ দেখেনি। দুটি দলই এর আগে একটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলের ৮ ও ৯ নম্বরে থাকা মুম্বাই ও গুজরাটের নেট রানরেট -০.৪৯৩ ও -০.৫৫০। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিলক, সূর্যকুমার, রোহিত তারাও আছেন গুজরাটের বিপক্ষে মুম্বাইয়ের একাদশে।

এবারের আইপিএলে আজই প্রথম খেলতে নামছেন হার্দিক।নিষেধাজ্ঞা থাকায় চেন্নাই সুপার কিংসে বিপক্ষে গত ২৩ মার্চ চিদাম্বরম ছিলেন না মুম্বাইয়ের একাদশে। মুম্বাই ইন্ডিয়ানসকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে চেন্নাই জিতেছিল ৪ উইকেটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত