ক্রীড়া ডেস্ক

জোরালো আবেদনের পরও আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিলেন রিভিউ। তৃতীয় আম্পায়ার পর্যালোচনা করে দেখেন, তিনটা লাল বাতি জ্বলেছে। সঙ্গে সঙ্গেই ড্রেসিংরুমে ফিরতে হয় লাহিরু উদারাকে। এই উইকেটেই তাইজুল পৌঁছে যান নতুন এক মাইলফলকে।
২০১৯ থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল। এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ২৫ ম্যাচ। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের পরই এই তালিকায় মেহেদী হাসান মিরাজ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৯ ম্যাচে তিনি পেয়েচেন ৮৭ উইকেট। ৩৩ উইকেট নিয়ে যৌথভাবে তিনে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। দুই পেসারের কেউই অবশ্য নেই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ ২৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা সাবলীলভাবে খেলতে থাকে। কলম্বোর উইকেটে বাংলাদেশের ব্যাটারদের কাঁপাকাঁপি দেখা গেলেও দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাংকা ও লাহিরু উদারা খেলতে থাকেন ঠান্ডা মাথায়। শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে আসে ১৪১ বলে ৮৮ রান। ২৪তম ওভারের তৃতীয় বলে উদারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল। বল আগে ব্যাট নাকি প্যাড ছুঁয়েছে-এই দ্বিধাদ্বন্দ্বে থাকায় প্রথমে আম্পায়ার আউট দেননি। শান্ত রিভিউ নিলে দেখা যায়, তাইজুলের বল উদারার ব্যাট ছোঁয়ার আগে প্যাডে লেগেছে। ৬৫ বলে ৪ চারে ৪০ রান করেন উদারা।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন দিনেশ চান্দিমাল। ওপেনার নিশাংকার সঙ্গে জুটি বেঁধে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন চান্দিমাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ১ উইকেটে ১১৬ রান করেছে লঙ্কানরা। চান্দিমাল ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় এরই মধ্যে ১৫ রান করেছেন। নিশাঙ্কা ব্যাটিং করছেন ৬০ রানে। টেস্টে এটা তাঁর অষ্টম ফিফটি।
প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে বাংলাদেশ আজ কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে। ৫১ বলে ২৭ রান যোগ করে তারা হারায় শেষ ২ উইকেট। ৭৯.৩ ওভারে সফরকারীরা ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলামের ৪৬ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৪ ও ৩১ রান। ৯ নম্বরে নেমে তাইজুল করেন ৩৩ রান। শ্রীলঙ্কার দিনুসা, আসিথা ৩টি করে উইকেট নিয়েছেন।

জোরালো আবেদনের পরও আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিলেন রিভিউ। তৃতীয় আম্পায়ার পর্যালোচনা করে দেখেন, তিনটা লাল বাতি জ্বলেছে। সঙ্গে সঙ্গেই ড্রেসিংরুমে ফিরতে হয় লাহিরু উদারাকে। এই উইকেটেই তাইজুল পৌঁছে যান নতুন এক মাইলফলকে।
২০১৯ থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল। এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ২৫ ম্যাচ। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের পরই এই তালিকায় মেহেদী হাসান মিরাজ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৯ ম্যাচে তিনি পেয়েচেন ৮৭ উইকেট। ৩৩ উইকেট নিয়ে যৌথভাবে তিনে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। দুই পেসারের কেউই অবশ্য নেই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ ২৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা সাবলীলভাবে খেলতে থাকে। কলম্বোর উইকেটে বাংলাদেশের ব্যাটারদের কাঁপাকাঁপি দেখা গেলেও দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাংকা ও লাহিরু উদারা খেলতে থাকেন ঠান্ডা মাথায়। শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে আসে ১৪১ বলে ৮৮ রান। ২৪তম ওভারের তৃতীয় বলে উদারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল। বল আগে ব্যাট নাকি প্যাড ছুঁয়েছে-এই দ্বিধাদ্বন্দ্বে থাকায় প্রথমে আম্পায়ার আউট দেননি। শান্ত রিভিউ নিলে দেখা যায়, তাইজুলের বল উদারার ব্যাট ছোঁয়ার আগে প্যাডে লেগেছে। ৬৫ বলে ৪ চারে ৪০ রান করেন উদারা।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন দিনেশ চান্দিমাল। ওপেনার নিশাংকার সঙ্গে জুটি বেঁধে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন চান্দিমাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ১ উইকেটে ১১৬ রান করেছে লঙ্কানরা। চান্দিমাল ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় এরই মধ্যে ১৫ রান করেছেন। নিশাঙ্কা ব্যাটিং করছেন ৬০ রানে। টেস্টে এটা তাঁর অষ্টম ফিফটি।
প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে বাংলাদেশ আজ কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে। ৫১ বলে ২৭ রান যোগ করে তারা হারায় শেষ ২ উইকেট। ৭৯.৩ ওভারে সফরকারীরা ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলামের ৪৬ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৪ ও ৩১ রান। ৯ নম্বরে নেমে তাইজুল করেন ৩৩ রান। শ্রীলঙ্কার দিনুসা, আসিথা ৩টি করে উইকেট নিয়েছেন।

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
২৯ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে