Ajker Patrika

মেসির ফিফটির রাতে মায়ামির ইতিহাস

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ জুন ২০২৫, ১৪: ৫৫
ইন্টার মায়ামির হয়ে গোলের ফিফটি পূরণ করেছেন লিওনেল মেসি। ছবি: এএফপি
ইন্টার মায়ামির হয়ে গোলের ফিফটি পূরণ করেছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

প্রতিযোগিতামূলক ফুটবলে লিওনেল মেসির রেকর্ড, শিরোপা কোনো কিছুরই তো অভাব নেই। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো আছেন দারুণ ছন্দে। গোল করে নিত্যনতুন মাইলফলক স্পর্শ করছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের রেকর্ডের পাশাপাশি দলের নামও ঠাঁই পাচ্ছে ইতিহাসের পাতায়।

ফিফা ক্লাব বিশ্বকাপে ১৫ জুন আল আহলির বিপক্ষে গোল করলেই ইন্টার মায়ামির হয়ে ফিফটি করে ফেলতেন মেসি। কিন্তু সেই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় বেড়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অপেক্ষা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এই মাইলফলক মেসি স্পর্শ করেছেন গত রাতে। তাঁর মাইলফলকের রাতে পোর্তোকে ২–১ গোলে হারিয়েছে মায়ামি। তাতে করে কনকাক্যাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে অফিশিয়াল ফিফা টুর্নামেন্টে ইউরোপিয়ান কোনো দলকে হারাল মায়ামি। ক্লাব বিশ্বকাপে এটি মায়ামিরও প্রথম জয়।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে দ্রুতই এগিয়ে যায় পোর্তো। ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পোর্তো ফরোয়ার্ড সামু আগেহোয়া। প্রথমার্ধে পর্তুগিজ ক্লাবটি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে ইন্টার মায়ামি। ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোলে এগিয়ে যায় দলটি। যেখানে ৪৭ মিনিটে গোল করেন মায়ামি মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া। সমতায় ফেরার পর অল্প সময়ের মধ্যেই জাদুকরি এক গোল করেন মেসি। বক্সের বাইরে মেসি ফাউলের শিকারের হওয়ার পরই রেফারি বাজান ফ্রি-কিকের বাঁশি। ৫৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড দারুণ এক গোল করেন। মূলত ডান পাশের কর্নার দিয়ে ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন মেসি।

ফ্রি-কিকে গোল করে মেসি ইন্টার মায়ামির জার্সিতে গোলের ফিফটি পূর্ণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৬১ ম্যাচ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাইলফলকের রাতে পোর্তোর বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘পুরো দল অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রম কাজে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জয় এটা। এই জয় আমাদের উপভোগ করা উচিত।’

ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপে এখন পালমেইরাস, ইন্টার মায়ামি দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস শীর্ষে। মায়ামি অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে থাকা পোর্তো ও আল আহলি। মেটলাইফ স্টেডিয়ামে গত রাতেই আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে পালমেইরাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত