ভারত সফর

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। একই সময়ে বাংলাদেশ শুটিং ফেডারেশনকে ভারত সফরের অনুমতি দিয়েছে সরকার। আজ ভারত সফরে সরকারি অনুমতি (জিও) পেয়েছেন একজন শুটার ও কোচ। ক্রীড়া মন্ত্রণালয় মনে করে, ক্রিকেটের মতো ‘হুমকি নেই’ বলে সরকারের অনুমতি পেয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন।
ভারতে যাওয়ার যে সরকারি অনুমতি পেয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন, সেটা আজকের পত্রিকাকে আজ নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। তিনি বলেন, ‘ক্রিকেটের বিষয় আলাদা। ক্রিকেট আয়োজন করেছে আইসিসি। আর এখানে ভারত থেকে আমন্ত্রণ পেয়েছে আমাদের শুটিং ফেডারেশন। শুটিং সবসময় একটা নিরাপদ জায়গাতে হয়। সেখানে দর্শকের সমাগম খুব কম। আর এখানে শুটিং এর জন্য আমরা এই ধরনের কোনো নিরাপত্তা হুমকি পাইনি। যেটা ক্রিকেটের ক্ষেত্রে আমরা পেয়েছি। মোস্তাফিজকে তো হুমকি দিয়েছে। এরপরে তাদের প্রাথমিক মূল্যায়নের ক্ষেত্রে হুমকি ছিল। এ কারণে ক্রিকেটে না দিলেও শুটিংয়ে অনুমতি দিয়েছি।’
মোস্তাফিজকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই নিরাপত্তাইস্যু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) অনেক অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, তখন বাংলাদেশ দলের বিশাল বহর, সাংবাদিক-দর্শকদের কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন উঠেছে তখনই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আজ এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ক্রিকেটে শুধু খেলোয়াড়ই নয়, দর্শক, সাংবাদিকদেরও বিষয় ছিল। শুটিং হয় খুব সংরক্ষিত জায়গায়, নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেই।’
সরকারি অনুমতি পেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র কালকের মধ্যে পেয়ে যাবেন বলে জানিয়েছেন শুটিংয়ের কোচ শারমিন আক্তার। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের সরকারি অনুমতি মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাইনি। কালকের মধ্যে হয়ে যাবে ইনশা আল্লাহ। এখনো নিশ্চিত না। তবে হচ্ছে।’
কোচ শারমিন ও শুটার রবিউল যাচ্ছেন ভারতে। ৩১ জানুয়ারি বিমানে উড়াল দেবেন শুটার রবিউল ইসলাম। ৫ ফেব্রুয়ারি দিল্লিতে তাঁর খেলা। ৭ ফেব্রুয়ারি দেশের বিমান ধরবেন এই শুটার। আজকের পত্রিকাকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
২ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
৬ ঘণ্টা আগে