ক্রীড়া ডেস্ক

অর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা তুঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, রশিদ খান, মোহাম্মদ নবী, রাচীন রবীন্দ্রর মতো ক্রিকেটাররা আইপিএল কাঁপাচ্ছেন নিয়মিত। এবার ইনজামাম উল হক চাইছেন, বিশ্বের সব ক্রিকেট বোর্ডই যেন আইপিএল বয়কট করে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে আলোচনা হচ্ছে নিয়মিত। হাইব্রিড মডেলে হওয়া চলমান টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলছেন দুবাইয়ে। ভারত বাদে বাকি সাত দলকে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হচ্ছে। আয়োজক পাকিস্তানকে দুবাই যেতে হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে। এমনকি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলকেই পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে হয়েছে। কারণ, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে কে হবে ভারতের প্রতিপক্ষ, সেটা এখনো নিশ্চিত নয়।
পাকিস্তানি কিংবদন্তি ব্যাটার ইনজামাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর রাগ ঝারতে গিয়ে আইপিএলের কথা উল্লেখ করেছেন। পাকিস্তানি এক টেলিভিশনে আলাপ-আলোচনার সময় ইনজামাম বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিকে একপাশে সরিয়ে রাখুন। বিশ্বের সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলে। তবে ভারতীয় ক্রিকেটাররা অন্যান্য লিগে খেলে না। অন্যান্য বোর্ডেরও উচিত তাদের ক্রিকেটারদের আইপিএল খেলা থেকে বিরত রাখা। যদি আপনারা (বিসিসিআই) অন্য লিগ খেলতে ক্রিকেটার না ছাড়েন, তাহলে অন্যান্য বোর্ডেরও পদক্ষেপ নেওয়া উচিত।’
ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ হয়েছে ২০১৩ সালে। দীর্ঘ এক যুগ ধরে দল দুটি মুখোমুখি হচ্ছে এশিয়া কাপ ও আইসিসির ইভেন্টে। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ না হলেও সাকলাইন মুশতাক ২২ গজের ক্রিকেটে দুই দলকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের কিংবদন্তি স্পিনার বলেন, ‘রাজনৈতিক ইস্যু এক পাশে সরিয়ে রাখি। তাদের ক্রিকেটাররা আসলেই দুর্দান্ত। তারা ভালো ক্রিকেট খেলছে। যদি তোমরা সত্যিই ভালো দল হও, আমার মতে ১০ টেস্ট, ১০ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেল পাকিস্তানের সঙ্গে। সবকিছু তখন স্পষ্ট হয়ে যাবে।’
২০০৮ সালে শুরু হয়েছে আইপিএল। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরে শোযেব আখতার, উমর গুল, সোহেল তানভীর, মিসবাহ উল হকের মতো পাকিস্তানি তারকাদের দেখা গেছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে আইপিএলে আর দেখা যাচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের। আজহার মেহমুদ পাকিস্তানি ক্রিকেটার হলেও ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে খেলেছেন আইপিএলে।
চোটের কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছেন না প্যাট কামিন্স। তিনি কদিন আগে দাবি করেছিলেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে। যদিও ভোল পাল্টাতে বেশি সময় তিনি নেননি। তবে নাসের হুসেইন, মাইকেল আথারটনরা টুর্নামেন্টে ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন বলেছিলেন, ‘ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে, সেটা বুঝতে মনে হয় না কারও রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন।’

অর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা তুঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, রশিদ খান, মোহাম্মদ নবী, রাচীন রবীন্দ্রর মতো ক্রিকেটাররা আইপিএল কাঁপাচ্ছেন নিয়মিত। এবার ইনজামাম উল হক চাইছেন, বিশ্বের সব ক্রিকেট বোর্ডই যেন আইপিএল বয়কট করে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে আলোচনা হচ্ছে নিয়মিত। হাইব্রিড মডেলে হওয়া চলমান টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলছেন দুবাইয়ে। ভারত বাদে বাকি সাত দলকে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হচ্ছে। আয়োজক পাকিস্তানকে দুবাই যেতে হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে। এমনকি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলকেই পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে হয়েছে। কারণ, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে কে হবে ভারতের প্রতিপক্ষ, সেটা এখনো নিশ্চিত নয়।
পাকিস্তানি কিংবদন্তি ব্যাটার ইনজামাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর রাগ ঝারতে গিয়ে আইপিএলের কথা উল্লেখ করেছেন। পাকিস্তানি এক টেলিভিশনে আলাপ-আলোচনার সময় ইনজামাম বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিকে একপাশে সরিয়ে রাখুন। বিশ্বের সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলে। তবে ভারতীয় ক্রিকেটাররা অন্যান্য লিগে খেলে না। অন্যান্য বোর্ডেরও উচিত তাদের ক্রিকেটারদের আইপিএল খেলা থেকে বিরত রাখা। যদি আপনারা (বিসিসিআই) অন্য লিগ খেলতে ক্রিকেটার না ছাড়েন, তাহলে অন্যান্য বোর্ডেরও পদক্ষেপ নেওয়া উচিত।’
ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ হয়েছে ২০১৩ সালে। দীর্ঘ এক যুগ ধরে দল দুটি মুখোমুখি হচ্ছে এশিয়া কাপ ও আইসিসির ইভেন্টে। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ না হলেও সাকলাইন মুশতাক ২২ গজের ক্রিকেটে দুই দলকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের কিংবদন্তি স্পিনার বলেন, ‘রাজনৈতিক ইস্যু এক পাশে সরিয়ে রাখি। তাদের ক্রিকেটাররা আসলেই দুর্দান্ত। তারা ভালো ক্রিকেট খেলছে। যদি তোমরা সত্যিই ভালো দল হও, আমার মতে ১০ টেস্ট, ১০ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেল পাকিস্তানের সঙ্গে। সবকিছু তখন স্পষ্ট হয়ে যাবে।’
২০০৮ সালে শুরু হয়েছে আইপিএল। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরে শোযেব আখতার, উমর গুল, সোহেল তানভীর, মিসবাহ উল হকের মতো পাকিস্তানি তারকাদের দেখা গেছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে আইপিএলে আর দেখা যাচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের। আজহার মেহমুদ পাকিস্তানি ক্রিকেটার হলেও ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে খেলেছেন আইপিএলে।
চোটের কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছেন না প্যাট কামিন্স। তিনি কদিন আগে দাবি করেছিলেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে। যদিও ভোল পাল্টাতে বেশি সময় তিনি নেননি। তবে নাসের হুসেইন, মাইকেল আথারটনরা টুর্নামেন্টে ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন বলেছিলেন, ‘ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে, সেটা বুঝতে মনে হয় না কারও রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৫ ঘণ্টা আগে