ক্রীড়া ডেস্ক

১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর পরবর্তী গন্তব্য কোথায়, সেটা নিয়ে আলাপ-আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে আর্জেন্টিনার এই ফুটবলারকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা চলেই এল। তরুণ এই ফুটবলার গেলেন রিয়াল মাদ্রিদে।
চিলির বিপক্ষে গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৮৪ মিনিটে গিলিয়ানো সিমিওনের পরিবর্তে মাঠে নেমেছিলেন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার জার্সিতে এই ম্যাচ দিয়ে যখন অভিষেক হয় মাস্তানতুয়োনোর, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯৫ দিন। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকের কীর্তি গড়া এই ফুটবলারকে নেওয়ার কথা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ৬ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়ালে গেলেন এই তরুণ আর্জেন্টাইন।
রিয়াল মাদ্রিদ অবশ্য টাকার অঙ্কটা প্রকাশ করেনি। তবে রিভার প্লেটের দেওয়া তথ্য অনুযায়ী, ৬ কোটি ৩২ লাখ ইউরোতে হয়েছে চুক্তিটা। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৮৮ কোটি ৫৩ লাখ টাকা। যার মধ্যে সাড়ে ৪ কোটি ইউরো পাচ্ছে রিভারপ্লেট (বাংলাদেশি মুদ্রায় ৬৩২ কোটি ৬৬ লাখ টাকা)। এটা মূলত আর্জেন্টাইন তরুণ ফুটবলারের রিলিজ ক্লজ।
রিয়ালের সঙ্গে এ বছরের ১৪ আগস্ট থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিটা রয়েছে মাস্তানতুয়োনোর। তবে তার আগে ক্লাব বিশ্বকাপে রিভারপ্লেটের হয়েই খেলবেন তিনি। ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। দলগুলোকে আটটা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। যেখানে ‘ই’ গ্রুপে রিভারপ্লেটের সঙ্গে থাকছে ইন্টার মিলান, মন্টেরে ও উরাও রেডস।
আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমে গত সপ্তাহে মাস্তানতুয়োনো যে ম্যাচে রেকর্ড গড়েছেন, সেই ম্যাচে চিলি হেরেছে ১-০ গোলে। তবে আলবিসেলেস্তেদের পরের ম্যাচে জায়গা হয়নি তাঁর। কলম্বিয়ার বিপক্ষে পরশু বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে আকাশী নীলরা। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ।

১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর পরবর্তী গন্তব্য কোথায়, সেটা নিয়ে আলাপ-আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে আর্জেন্টিনার এই ফুটবলারকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা চলেই এল। তরুণ এই ফুটবলার গেলেন রিয়াল মাদ্রিদে।
চিলির বিপক্ষে গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৮৪ মিনিটে গিলিয়ানো সিমিওনের পরিবর্তে মাঠে নেমেছিলেন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার জার্সিতে এই ম্যাচ দিয়ে যখন অভিষেক হয় মাস্তানতুয়োনোর, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯৫ দিন। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকের কীর্তি গড়া এই ফুটবলারকে নেওয়ার কথা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ৬ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়ালে গেলেন এই তরুণ আর্জেন্টাইন।
রিয়াল মাদ্রিদ অবশ্য টাকার অঙ্কটা প্রকাশ করেনি। তবে রিভার প্লেটের দেওয়া তথ্য অনুযায়ী, ৬ কোটি ৩২ লাখ ইউরোতে হয়েছে চুক্তিটা। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৮৮ কোটি ৫৩ লাখ টাকা। যার মধ্যে সাড়ে ৪ কোটি ইউরো পাচ্ছে রিভারপ্লেট (বাংলাদেশি মুদ্রায় ৬৩২ কোটি ৬৬ লাখ টাকা)। এটা মূলত আর্জেন্টাইন তরুণ ফুটবলারের রিলিজ ক্লজ।
রিয়ালের সঙ্গে এ বছরের ১৪ আগস্ট থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিটা রয়েছে মাস্তানতুয়োনোর। তবে তার আগে ক্লাব বিশ্বকাপে রিভারপ্লেটের হয়েই খেলবেন তিনি। ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। দলগুলোকে আটটা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। যেখানে ‘ই’ গ্রুপে রিভারপ্লেটের সঙ্গে থাকছে ইন্টার মিলান, মন্টেরে ও উরাও রেডস।
আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমে গত সপ্তাহে মাস্তানতুয়োনো যে ম্যাচে রেকর্ড গড়েছেন, সেই ম্যাচে চিলি হেরেছে ১-০ গোলে। তবে আলবিসেলেস্তেদের পরের ম্যাচে জায়গা হয়নি তাঁর। কলম্বিয়ার বিপক্ষে পরশু বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে আকাশী নীলরা। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৫ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৬ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে