ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কা সিরিজে টস-ভাগ্য কাজ করছে বাংলাদেশের পক্ষেই। সিরিজের দুই টেস্টেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গলের মতো এবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তাদের একাদশে এনেছে দুই পরিবর্তন। জাকের আলী অনিকের পরিবর্তে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অন্যদিকে হাসান মাহমুদ চোটের কারণে বাদ পড়েছেন বলে আজ টসের সময় জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। হাসানের জায়গায় এসেছেন ইবাদত হোসেন চৌধুরী। ইবাদত আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে সেই ওয়ানডের পর চোটের কারণেই মূলত বাংলাদেশের জার্সিতে ফেরাটা দীর্ঘায়িত হয়েছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও এনেছে দুই পরিবর্তন। সদ্য টেস্টকে বিদায় বলা অ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে এসেছেন সোনাল দিনুসা। কলম্বো টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে দিনুসার। এদিকে পেস বোলিং লাইনআপে মিলান রত্নায়েকের জায়গায় এসেছেন বিশ্ব ফার্নান্দো।
শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে আছেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল। লাহিরু উদারা, পাথুম নিশাংকা, কামিন্দু মেন্ডিসের মতো তরুণ ব্যাটাররাও আছেন স্বাগতিকদের একাদশে। কুশল মেন্ডিসের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস।
কলম্বোয় দ্বিতীয় টেস্টের একাদশ বাংলাদেশ সাজিয়েছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে। স্পিন আক্রমণে অলরাউন্ডার মিরাজের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন ইবাদত ও নাহিদ রানা।
গলে প্রথম টেস্ট ড্র হওয়ায় কলম্বো টেস্টটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতলে ২০১৭-এর পর শ্রীলঙ্কাকে এই সংস্করণে হারাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুসা, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো

শ্রীলঙ্কা সিরিজে টস-ভাগ্য কাজ করছে বাংলাদেশের পক্ষেই। সিরিজের দুই টেস্টেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গলের মতো এবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তাদের একাদশে এনেছে দুই পরিবর্তন। জাকের আলী অনিকের পরিবর্তে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অন্যদিকে হাসান মাহমুদ চোটের কারণে বাদ পড়েছেন বলে আজ টসের সময় জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। হাসানের জায়গায় এসেছেন ইবাদত হোসেন চৌধুরী। ইবাদত আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে সেই ওয়ানডের পর চোটের কারণেই মূলত বাংলাদেশের জার্সিতে ফেরাটা দীর্ঘায়িত হয়েছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও এনেছে দুই পরিবর্তন। সদ্য টেস্টকে বিদায় বলা অ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে এসেছেন সোনাল দিনুসা। কলম্বো টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে দিনুসার। এদিকে পেস বোলিং লাইনআপে মিলান রত্নায়েকের জায়গায় এসেছেন বিশ্ব ফার্নান্দো।
শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে আছেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল। লাহিরু উদারা, পাথুম নিশাংকা, কামিন্দু মেন্ডিসের মতো তরুণ ব্যাটাররাও আছেন স্বাগতিকদের একাদশে। কুশল মেন্ডিসের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস।
কলম্বোয় দ্বিতীয় টেস্টের একাদশ বাংলাদেশ সাজিয়েছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে। স্পিন আক্রমণে অলরাউন্ডার মিরাজের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন ইবাদত ও নাহিদ রানা।
গলে প্রথম টেস্ট ড্র হওয়ায় কলম্বো টেস্টটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতলে ২০১৭-এর পর শ্রীলঙ্কাকে এই সংস্করণে হারাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুসা, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৫ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে