Ajker Patrika

বুমরা না থাকা কতটা স্বস্তির, শান্ত যা বলছেন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৪৮
সাকিব প্রসঙ্গে কথা বাড়াতে চাইলেন না শান্ত। ছবি: আজকের পত্রিকা
সাকিব প্রসঙ্গে কথা বাড়াতে চাইলেন না শান্ত। ছবি: আজকের পত্রিকা

আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই জিতেছেন জসপ্রীত বুমরা। বোলিং জাদুতে ব্যাটারদের পরাস্ত করে একের পর এক উইকেট তুলে নিতে সিদ্ধহস্ত তিনি। অথচ এই তারকা পেসারকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাবে না ভারত।

চোটের সঙ্গে ধুঁকতে থাকা বুমরার চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাধ্য হয়ে ভারত টুর্নামেন্টের জন্য শেষ মুহূর্তে দলে পরিবর্তন এনেছে। আর এই ভারতই চ্যাম্পিয়নস ট্রফিতে পড়েছে বাংলাদেশের গ্রুপে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন নাজমুল হোসেন শান্ত-মাহমুদউল্লাহ রিয়াদরা।

ডেথ ওভারে যে বুমরা ‘মৃত্যুবাণ’ ছুড়তে ওস্তাদ, তাঁকে মোকাবিলা না করা কতটা স্বস্তির—মিরপুরে সংবাদ সম্মেলনে আজ শান্তর কাছে এসেছে এই প্রশ্ন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘না। প্রত্যেক দলের প্রত্যেক ক্রিকেটারেরই সামর্থ্য রয়েছে একটা দলকে জেতানোর জন্য। অবশ্যই এর ভেতরে একেক দলে একেকজন এক্স ফ্যাক্টর থাকে। সে (বুমরা) অবশ্যই অনেক বড় বোলার। আসলে কোনো নির্দিষ্ট ক্রিকেটারের বিপক্ষে পরিকল্পনা করতে চাই না। পুরো দলের একটা পরিকল্পনা থাকে যে কোন বোলারকে কীভাবে সামলাব বা কোন বোলারকে কীভাবে আটকাব।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের প্রথম আটে থাকা আট দলই খেলছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডকে পাচ্ছে বাংলাদেশ। আর ‘বি’ গ্রুপে থাকছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। শান্তর মতে প্রত্যেকটা দলই শিরোপা জয়ের দাবিদার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখানে যে আট দল আছে, প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য যোগ্য। আটটা দলই মানসম্পন্ন। আমি বিশ্বাস করি আমাদেরও সেই সামর্থ্য রয়েছে। বাড়তি চাপ আমার মনে হয় না কেউ অনুভব করবে এবং সবাই মনে প্রাণে এটাই চাচ্ছে। সবাই এটা বিশ্বাস করে যে আমাদের সেই সামর্থ্য রয়েছে।’

৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে বিপিএলের ১১ তম আসর। তবে দরজায় যখন চ্যাম্পিয়নস ট্রফি কড়া নাড়ছে, তখন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমদের বসে থাকার সুযোগ যে নেই। আইসিসির ইভেন্ট সামনে রেখে মিরপুরে নিয়মিত অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। শান্ত বলেন, ‘আমাদের রিজিকে সৃষ্টিকর্তা কী লিখে রেখেছেন, জানি না। আমরা সততার সঙ্গে কাজ করছি ও পরিশ্রম করছি। প্রত্যেকেই বিশ্বাস করি যে লক্ষ্যে পৌঁছাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত