ক্রীড়া ডেস্ক

গ্রানাডায় ২০০৯ সালে ইতিহাস লিখেছিল বাংলাদেশ। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে তাদের প্রথমবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কীর্তি বাংলাদেশের। গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তিটা এখনো বাংলাদেশেরই রয়েছে।
১৬ বছর আগে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে রেকর্ড ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যা এই মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এবার ওয়েস্ট ইন্ডিজকে ভাঙতে হবে বাংলাদেশের ১৬ বছরের পুরোনো রেকর্ড। কারণ, উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এরই মধ্যে ২৫৪ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। হাতে অজিদের এখনো ৩ উইকেট রয়েছে।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২ রানে গতকাল গ্রেনাডায় তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ২৮ রানে অজিদের তৃতীয় উইকেট পড়ে যায়। এমন অবস্থায় দলের হাল ধরেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। চতুর্থ উইকেট তাঁরা (স্মিথ-গ্রিন) গড়েন ৯৩ রানের জুটি। ৪০তম ওভারের পঞ্চম বলে গ্রিনকে (৫২) বোল্ড করে জুটি ভাঙেন শামার জোসেফ। টেস্টে এটা তাঁর সপ্তম ফিফটি।
গ্রিন ফিরলে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৩৯.৫ ওভারে ৪ উইকেটে ১২১ রান। পঞ্চম উইকেটে স্মিথ এবার ৫৮ রানের জুটি গড়েন ট্রাভিস হেডের সঙ্গে। ৩৭তম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা যখন উজ্জ্বল স্মিথের, তখন তাঁকে (স্মিথ) এলবিডব্লিউ করেন জাস্টিন গ্রিভস। ১১৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রান করেন স্মিথ। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬৪.৩ ওভারে ৭ উইকেটে ২২১ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। একই সঙ্গে প্রথম ইনিংসের ৩৩ রানের লিড তো তারা পাচ্ছেই। সিরিজে সমতায় ফিরতে হলে ওয়েস্ট ইন্ডিজকে কঠিন পথ পাড়ি দিতে হবে।
গ্রেনাডায় ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়মিত হলেও টেস্ট তেমন একটা হয় না। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চলমান দ্বিতীয় টেস্টটা এই মাঠে এখন পর্যন্ত হওয়া পঞ্চম টেস্ট। এর আগে তিনবার গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ঘটনা রয়েছে।

গ্রানাডায় ২০০৯ সালে ইতিহাস লিখেছিল বাংলাদেশ। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে তাদের প্রথমবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কীর্তি বাংলাদেশের। গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তিটা এখনো বাংলাদেশেরই রয়েছে।
১৬ বছর আগে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে রেকর্ড ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যা এই মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এবার ওয়েস্ট ইন্ডিজকে ভাঙতে হবে বাংলাদেশের ১৬ বছরের পুরোনো রেকর্ড। কারণ, উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এরই মধ্যে ২৫৪ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। হাতে অজিদের এখনো ৩ উইকেট রয়েছে।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২ রানে গতকাল গ্রেনাডায় তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ২৮ রানে অজিদের তৃতীয় উইকেট পড়ে যায়। এমন অবস্থায় দলের হাল ধরেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। চতুর্থ উইকেট তাঁরা (স্মিথ-গ্রিন) গড়েন ৯৩ রানের জুটি। ৪০তম ওভারের পঞ্চম বলে গ্রিনকে (৫২) বোল্ড করে জুটি ভাঙেন শামার জোসেফ। টেস্টে এটা তাঁর সপ্তম ফিফটি।
গ্রিন ফিরলে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৩৯.৫ ওভারে ৪ উইকেটে ১২১ রান। পঞ্চম উইকেটে স্মিথ এবার ৫৮ রানের জুটি গড়েন ট্রাভিস হেডের সঙ্গে। ৩৭তম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা যখন উজ্জ্বল স্মিথের, তখন তাঁকে (স্মিথ) এলবিডব্লিউ করেন জাস্টিন গ্রিভস। ১১৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রান করেন স্মিথ। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬৪.৩ ওভারে ৭ উইকেটে ২২১ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। একই সঙ্গে প্রথম ইনিংসের ৩৩ রানের লিড তো তারা পাচ্ছেই। সিরিজে সমতায় ফিরতে হলে ওয়েস্ট ইন্ডিজকে কঠিন পথ পাড়ি দিতে হবে।
গ্রেনাডায় ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়মিত হলেও টেস্ট তেমন একটা হয় না। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চলমান দ্বিতীয় টেস্টটা এই মাঠে এখন পর্যন্ত হওয়া পঞ্চম টেস্ট। এর আগে তিনবার গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ঘটনা রয়েছে।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে