ক্রীড়া ডেস্ক

গ্রানাডায় ২০০৯ সালে ইতিহাস লিখেছিল বাংলাদেশ। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে তাদের প্রথমবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কীর্তি বাংলাদেশের। গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তিটা এখনো বাংলাদেশেরই রয়েছে।
১৬ বছর আগে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে রেকর্ড ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যা এই মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এবার ওয়েস্ট ইন্ডিজকে ভাঙতে হবে বাংলাদেশের ১৬ বছরের পুরোনো রেকর্ড। কারণ, উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এরই মধ্যে ২৫৪ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। হাতে অজিদের এখনো ৩ উইকেট রয়েছে।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২ রানে গতকাল গ্রেনাডায় তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ২৮ রানে অজিদের তৃতীয় উইকেট পড়ে যায়। এমন অবস্থায় দলের হাল ধরেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। চতুর্থ উইকেট তাঁরা (স্মিথ-গ্রিন) গড়েন ৯৩ রানের জুটি। ৪০তম ওভারের পঞ্চম বলে গ্রিনকে (৫২) বোল্ড করে জুটি ভাঙেন শামার জোসেফ। টেস্টে এটা তাঁর সপ্তম ফিফটি।
গ্রিন ফিরলে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৩৯.৫ ওভারে ৪ উইকেটে ১২১ রান। পঞ্চম উইকেটে স্মিথ এবার ৫৮ রানের জুটি গড়েন ট্রাভিস হেডের সঙ্গে। ৩৭তম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা যখন উজ্জ্বল স্মিথের, তখন তাঁকে (স্মিথ) এলবিডব্লিউ করেন জাস্টিন গ্রিভস। ১১৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রান করেন স্মিথ। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬৪.৩ ওভারে ৭ উইকেটে ২২১ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। একই সঙ্গে প্রথম ইনিংসের ৩৩ রানের লিড তো তারা পাচ্ছেই। সিরিজে সমতায় ফিরতে হলে ওয়েস্ট ইন্ডিজকে কঠিন পথ পাড়ি দিতে হবে।
গ্রেনাডায় ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়মিত হলেও টেস্ট তেমন একটা হয় না। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চলমান দ্বিতীয় টেস্টটা এই মাঠে এখন পর্যন্ত হওয়া পঞ্চম টেস্ট। এর আগে তিনবার গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ঘটনা রয়েছে।

গ্রানাডায় ২০০৯ সালে ইতিহাস লিখেছিল বাংলাদেশ। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে তাদের প্রথমবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কীর্তি বাংলাদেশের। গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তিটা এখনো বাংলাদেশেরই রয়েছে।
১৬ বছর আগে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে রেকর্ড ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যা এই মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এবার ওয়েস্ট ইন্ডিজকে ভাঙতে হবে বাংলাদেশের ১৬ বছরের পুরোনো রেকর্ড। কারণ, উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এরই মধ্যে ২৫৪ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। হাতে অজিদের এখনো ৩ উইকেট রয়েছে।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২ রানে গতকাল গ্রেনাডায় তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ২৮ রানে অজিদের তৃতীয় উইকেট পড়ে যায়। এমন অবস্থায় দলের হাল ধরেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। চতুর্থ উইকেট তাঁরা (স্মিথ-গ্রিন) গড়েন ৯৩ রানের জুটি। ৪০তম ওভারের পঞ্চম বলে গ্রিনকে (৫২) বোল্ড করে জুটি ভাঙেন শামার জোসেফ। টেস্টে এটা তাঁর সপ্তম ফিফটি।
গ্রিন ফিরলে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৩৯.৫ ওভারে ৪ উইকেটে ১২১ রান। পঞ্চম উইকেটে স্মিথ এবার ৫৮ রানের জুটি গড়েন ট্রাভিস হেডের সঙ্গে। ৩৭তম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা যখন উজ্জ্বল স্মিথের, তখন তাঁকে (স্মিথ) এলবিডব্লিউ করেন জাস্টিন গ্রিভস। ১১৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রান করেন স্মিথ। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬৪.৩ ওভারে ৭ উইকেটে ২২১ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। একই সঙ্গে প্রথম ইনিংসের ৩৩ রানের লিড তো তারা পাচ্ছেই। সিরিজে সমতায় ফিরতে হলে ওয়েস্ট ইন্ডিজকে কঠিন পথ পাড়ি দিতে হবে।
গ্রেনাডায় ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়মিত হলেও টেস্ট তেমন একটা হয় না। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চলমান দ্বিতীয় টেস্টটা এই মাঠে এখন পর্যন্ত হওয়া পঞ্চম টেস্ট। এর আগে তিনবার গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ঘটনা রয়েছে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে