ক্রীড়া ডেস্ক

২০২৪ শেষে, এল ২০২৫। বিশ্বের বিভিন্ন প্রান্তে আড়ম্বরে উদ্যাপন হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট’। খেলোয়াড়েরাও কী করে বাদ দিতে পারেন এমন মুহূর্ত! ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার তাঁর সন্তানসম্ভবা প্রেমিকাকে নিয়ে নতুন বছর উদ্যাপন করেছেন।
সামাজিক মাধ্যমে চোখ পড়তেই আজ দেখা গেছে খেলোয়াড়দের নতুন বছর উদ্যাপনের ছবি। বেশির ভাগই পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করেছেন। নেইমার সংযুক্ত আরব আমিরাতে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন করেছেন। বিয়ানকার্দির পরিবারের সঙ্গে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। আরব সাগরের পাশে উঁচু দালানকোঠার ওপর রঙিন আলো পরিবেশটাকে করেছে আরও নজরকাড়া।
আমিরাতের কোথায় নেইমার ও তাঁর প্রেমিকা বিয়ানকার্দি নতুন বছর উদ্যাপন করেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে জায়গার নাম দেওয়া দুবাই। আবার কোনো কোনো ওয়েবসাইটে লেখা আবুধাবিতে থার্টি ফার্স্ট নাইট নেইমার উদ্যাপন করেছেন বিয়ানকার্দির সঙ্গে।
নতুন বছর উদ্যাপন করতে গিয়ে মার্কো ভেরাত্তির সঙ্গেও দেখা হয়েছে নেইমারের। ভেরাত্তি, নেইমার প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) একসময় সতীর্থ ছিলেন। কাতারের আল আরাবি এসসি ক্লাবে ভেরাত্তি এখন খেলছেন। নেইমার আছেন আল হিলালে। যদিও চোটের কারণে সৌদি ক্লাবটির হয়ে সেভাবে খেলতেই পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড।

২০২৫ শুরুর এক সপ্তাহ আগে একসঙ্গে বড়দিন উদ্যাপন করেছিলেন নেইমার ও বিয়ানকার্দি। তখনই এই যুগল যৌথভাবে এক বিবৃতিতে তাঁদের অনাগত দ্বিতীয় সন্তান নিয়ে পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ২০২৩ সালে ম্যাভি নামে কন্যা সন্তান বিয়ানকার্দি জন্ম দেওয়ার পর তাঁরা (নেইমার-বিয়ানকার্দি) ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে।

২০২৪ শেষে, এল ২০২৫। বিশ্বের বিভিন্ন প্রান্তে আড়ম্বরে উদ্যাপন হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট’। খেলোয়াড়েরাও কী করে বাদ দিতে পারেন এমন মুহূর্ত! ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার তাঁর সন্তানসম্ভবা প্রেমিকাকে নিয়ে নতুন বছর উদ্যাপন করেছেন।
সামাজিক মাধ্যমে চোখ পড়তেই আজ দেখা গেছে খেলোয়াড়দের নতুন বছর উদ্যাপনের ছবি। বেশির ভাগই পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করেছেন। নেইমার সংযুক্ত আরব আমিরাতে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন করেছেন। বিয়ানকার্দির পরিবারের সঙ্গে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। আরব সাগরের পাশে উঁচু দালানকোঠার ওপর রঙিন আলো পরিবেশটাকে করেছে আরও নজরকাড়া।
আমিরাতের কোথায় নেইমার ও তাঁর প্রেমিকা বিয়ানকার্দি নতুন বছর উদ্যাপন করেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে জায়গার নাম দেওয়া দুবাই। আবার কোনো কোনো ওয়েবসাইটে লেখা আবুধাবিতে থার্টি ফার্স্ট নাইট নেইমার উদ্যাপন করেছেন বিয়ানকার্দির সঙ্গে।
নতুন বছর উদ্যাপন করতে গিয়ে মার্কো ভেরাত্তির সঙ্গেও দেখা হয়েছে নেইমারের। ভেরাত্তি, নেইমার প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) একসময় সতীর্থ ছিলেন। কাতারের আল আরাবি এসসি ক্লাবে ভেরাত্তি এখন খেলছেন। নেইমার আছেন আল হিলালে। যদিও চোটের কারণে সৌদি ক্লাবটির হয়ে সেভাবে খেলতেই পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড।

২০২৫ শুরুর এক সপ্তাহ আগে একসঙ্গে বড়দিন উদ্যাপন করেছিলেন নেইমার ও বিয়ানকার্দি। তখনই এই যুগল যৌথভাবে এক বিবৃতিতে তাঁদের অনাগত দ্বিতীয় সন্তান নিয়ে পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ২০২৩ সালে ম্যাভি নামে কন্যা সন্তান বিয়ানকার্দি জন্ম দেওয়ার পর তাঁরা (নেইমার-বিয়ানকার্দি) ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে