ক্রীড়া ডেস্ক

বিতর্কের সঙ্গে হোসে মরিনহো চলেন সমান্তরালে। কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে তিনি আলোচনায় আসবেনই। টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে গত রাতে এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কোচের নাক টিপে দিলেন মরিনহো।
ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে ফেনারবাচে গত রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। ইস্তাম্বুল ডার্বির ম্যাচের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন আর মাথা ঠাণ্ডা রাখতে পারেননি ফেনারবাচে কোচ মরিনহো। গ্যালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে মরিনহো টিপে ধরেন। পেছন থেকে হাত বাড়িয়ে মরিনিও যেভাবে বুরুকের নাক ধরেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বুরুক। এমন পরিস্থিতিতে মরিনহোকে সরিয়ে নিয়েছেন অন্যান্যরা।
মরিনহো কী করেছেন, ম্যাচ শেষে সেটা বর্ণনা করেছেন গ্যালাতাসারাই কোচ বুরুক। গ্যালাতাসারাই কোচ বলেন, ‘যাওয়ার সময় পেছন দিক থেকে এসে আমার নাক চিপে দিয়েছেন তিনি। একটু দাগ পড়েছে। এটা অবশ্যই অনেক ভালো কিছু নয়। আমি বাড়িয়ে কিছু বলব না। কিন্তু এটা গর্ব করে বলার মতো কিছু নয়।’
মরিনহোর ঘটনায় ক্ষোভ ঝেরেছেন গ্যালাতাসারাইয়ের সহসভাপতি মেরিন ওজতুর্ক। তুর্কি ক্লাবটির সহসভাপতি বলেন, ‘প্রথমে মৌখিকভাবে, তারপর শারীরিকভাবে বুরুককে আঘাত করেন। আমি বুঝতে পারছি না তিনি (মরিনহো) এত সাহস কোত্থেকে পান। তুরস্ককে কী মনে করছেন তিনি?’
উত্তপ্ত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফেনারবাচেকে ২–১ গোলে হারিয়েছে গ্যালাতাসারাই। ভিক্টর ওসিমেনের জোড়া গোলে ৩০ মিনিটের আগেই ২-০ গোলে এগিয়ে যায় গ্যালাতাসারাই। যার মধ্যে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওসিমেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান কমান ফেনারবাচের মিডফিল্ডার সেবাস্তিয়ান জিমানস্কি।
ফেনারবাচে-গ্যালাতাসারাই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিন ফুটবলার। তিন ফুটবলারের দুই জন গালাতাসারাইয়ের এবং অপরজন ফেনারবাচের। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে সংঘর্ষে জড়িয়েই তিন ফুটবলার লাল কার্ড দেখেছেন।

বিতর্কের সঙ্গে হোসে মরিনহো চলেন সমান্তরালে। কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে তিনি আলোচনায় আসবেনই। টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে গত রাতে এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কোচের নাক টিপে দিলেন মরিনহো।
ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে ফেনারবাচে গত রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। ইস্তাম্বুল ডার্বির ম্যাচের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন আর মাথা ঠাণ্ডা রাখতে পারেননি ফেনারবাচে কোচ মরিনহো। গ্যালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে মরিনহো টিপে ধরেন। পেছন থেকে হাত বাড়িয়ে মরিনিও যেভাবে বুরুকের নাক ধরেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বুরুক। এমন পরিস্থিতিতে মরিনহোকে সরিয়ে নিয়েছেন অন্যান্যরা।
মরিনহো কী করেছেন, ম্যাচ শেষে সেটা বর্ণনা করেছেন গ্যালাতাসারাই কোচ বুরুক। গ্যালাতাসারাই কোচ বলেন, ‘যাওয়ার সময় পেছন দিক থেকে এসে আমার নাক চিপে দিয়েছেন তিনি। একটু দাগ পড়েছে। এটা অবশ্যই অনেক ভালো কিছু নয়। আমি বাড়িয়ে কিছু বলব না। কিন্তু এটা গর্ব করে বলার মতো কিছু নয়।’
মরিনহোর ঘটনায় ক্ষোভ ঝেরেছেন গ্যালাতাসারাইয়ের সহসভাপতি মেরিন ওজতুর্ক। তুর্কি ক্লাবটির সহসভাপতি বলেন, ‘প্রথমে মৌখিকভাবে, তারপর শারীরিকভাবে বুরুককে আঘাত করেন। আমি বুঝতে পারছি না তিনি (মরিনহো) এত সাহস কোত্থেকে পান। তুরস্ককে কী মনে করছেন তিনি?’
উত্তপ্ত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফেনারবাচেকে ২–১ গোলে হারিয়েছে গ্যালাতাসারাই। ভিক্টর ওসিমেনের জোড়া গোলে ৩০ মিনিটের আগেই ২-০ গোলে এগিয়ে যায় গ্যালাতাসারাই। যার মধ্যে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওসিমেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান কমান ফেনারবাচের মিডফিল্ডার সেবাস্তিয়ান জিমানস্কি।
ফেনারবাচে-গ্যালাতাসারাই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিন ফুটবলার। তিন ফুটবলারের দুই জন গালাতাসারাইয়ের এবং অপরজন ফেনারবাচের। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে সংঘর্ষে জড়িয়েই তিন ফুটবলার লাল কার্ড দেখেছেন।

ডাম্বুলায় পরশু তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। একই মাঠে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে শ্রীলঙ্কাকে জিততেই হবে।
৭ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে, লা লিগা—চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ২০২৪-২৫ মৌসুমে এই তিনটি মেজর শিরোপা খুইয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের কাছে এবারের স্প্যানিশ সুপার কাপ ফাইনালটা তাই প্রতিশোধের মিশন। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়।
৩৯ মিনিট আগে
দুই মাস আগে গোল্ড কোস্টের একটি হোটেলে অ্যাশেজের প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেন অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স না থাকলেও দলের প্রায় সবাই পরিচিত মুখ। কিন্তু এরপর ছিটকে গেলেন জশ হ্যাজেলউডও। বোলিংয়ে অভিজ্ঞ বলতে গেলে মিচেল স্টার্ক আর নাথান লায়ন।
১ ঘণ্টা আগে
‘সিলেটের জামাই’ হিসেবে অনেক আগেই পরিচিতি পেয়েছেন মঈন আলী। তাঁর স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাঁর (স্ত্রী) পৈতৃক নিবাস সিলেটেই। ২০২৬ বিপিএলে ‘শ্বশুরবাড়ি’র দল সিলেট টাইটান্সের হয়ে খেলার সুযোগ মিলেছে মঈনের। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার এবারের বিপিএলটা তাই বেশি উপভোগ করছেন।
২ ঘণ্টা আগে