ক্রীড়া ডেস্ক

সকালে সবাই তাকিয়ে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে। আগের দিন ফিফটি ছুঁয়ে ৬০ রান করে অপরাজিত ছিলেন। সবাই আশা করেছিলেন, ইনিংসটিকে সেঞ্চুরির রূপ দেবেন, গড়ে দেবেন দলের জয়ের ভিত। কিন্তু কোথায় কি! দিনের দ্বিতীয় বলেই উইকেট দিয়ে ফিরলেন জিম্বাবুইয়ান বোলার ব্লেসিং মুজারাবানিকে। পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড়। লং লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন।
যখন তাঁর দায়িত্ব নিয়ে খেলার কথা, তখনই কেন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন অধিনায়ক। সকালের সেশনটা তিনি টেনে নিয়ে যেতে পারল অন্য রকমও হতে পারত ম্যাচের ফলাফল! ম্যাচ শেষেও অনুশোচনার আগুনে পুড়ছেন নাজমুল হোসেন শান্ত। খেলা শেষের সংবাদ সম্মেলনে এসে অকপটে স্বীকার করে নিলেন নিজের ব্যর্থতা। বললেন, ‘আমরা খুব ভালো ক্রিকেট খেলিনি। (আজ সকালে) আমার আউটটাই পুরো খেলাটা নষ্ট করে দিয়েছে। (তখনই) ওরা গতি পেয়ে যাওয়ায় আমরা হেরে গেছি।...উইকেটে আরও সময় থাকতে পারলে ভালো হতে। দলের যে পরিস্থিতি, তাতে (ওই শট) আমি না খেললেও পারতাম।’
কিন্তু পুল করতে গিয়ে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যাওয়ায় দলের হারের দায়ভার কাঁধে তুলে নিচ্ছেন অধিনায়ক শান্ত, ‘পুরো ম্যাচটা আমি একাই হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ, সকালের ওই আউটেই অমি মনে করি, খেলাটা নষ্ট হয়ে গেছে। ওখানে যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে ২০০ কিংবা ২২০ রানের মতো স্কোর হতে পারত। তখন আমরা একটা ভালো অবস্থানে থাকতাম। আমি সবাইকে বলতে চাই না, (হারের) পুরো দায়ভার আমার। কারণ, একটা বাজে সময়ে আমি আউট হয়েছি।’
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবুয়েকে একটা সময় চাপে ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। আরও ভালো করে বললে মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া মিরাজ আজ সিলেট টেস্টের চতুর্থ দিন ৫২ রানে নিয়েছেন ৫ উইকেট। অন্য প্রান্ত থেকে তাঁকে সহায়তা দিয়েছেন তাইজুল। সব মিলিয়ে দলের অনুজ্জ্বল এই টেস্টেও ঔজ্জ্বল্য ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। শান্তর কণ্ঠেও তাঁর প্রশংসা, ‘মিরাজ ও তাইজুল ভাই ভালো চেষ্টা করেছে বলে মনে করি আমি। অসম্ভব ভালো বল করেছে। বোর্ডে এ ধরনের রান থাকার পরেও যেভাবে বল করেছে, অবশ্যই কৃতিত্ব দিতে হয়।’

সকালে সবাই তাকিয়ে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে। আগের দিন ফিফটি ছুঁয়ে ৬০ রান করে অপরাজিত ছিলেন। সবাই আশা করেছিলেন, ইনিংসটিকে সেঞ্চুরির রূপ দেবেন, গড়ে দেবেন দলের জয়ের ভিত। কিন্তু কোথায় কি! দিনের দ্বিতীয় বলেই উইকেট দিয়ে ফিরলেন জিম্বাবুইয়ান বোলার ব্লেসিং মুজারাবানিকে। পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড়। লং লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন।
যখন তাঁর দায়িত্ব নিয়ে খেলার কথা, তখনই কেন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন অধিনায়ক। সকালের সেশনটা তিনি টেনে নিয়ে যেতে পারল অন্য রকমও হতে পারত ম্যাচের ফলাফল! ম্যাচ শেষেও অনুশোচনার আগুনে পুড়ছেন নাজমুল হোসেন শান্ত। খেলা শেষের সংবাদ সম্মেলনে এসে অকপটে স্বীকার করে নিলেন নিজের ব্যর্থতা। বললেন, ‘আমরা খুব ভালো ক্রিকেট খেলিনি। (আজ সকালে) আমার আউটটাই পুরো খেলাটা নষ্ট করে দিয়েছে। (তখনই) ওরা গতি পেয়ে যাওয়ায় আমরা হেরে গেছি।...উইকেটে আরও সময় থাকতে পারলে ভালো হতে। দলের যে পরিস্থিতি, তাতে (ওই শট) আমি না খেললেও পারতাম।’
কিন্তু পুল করতে গিয়ে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যাওয়ায় দলের হারের দায়ভার কাঁধে তুলে নিচ্ছেন অধিনায়ক শান্ত, ‘পুরো ম্যাচটা আমি একাই হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ, সকালের ওই আউটেই অমি মনে করি, খেলাটা নষ্ট হয়ে গেছে। ওখানে যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে ২০০ কিংবা ২২০ রানের মতো স্কোর হতে পারত। তখন আমরা একটা ভালো অবস্থানে থাকতাম। আমি সবাইকে বলতে চাই না, (হারের) পুরো দায়ভার আমার। কারণ, একটা বাজে সময়ে আমি আউট হয়েছি।’
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবুয়েকে একটা সময় চাপে ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। আরও ভালো করে বললে মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া মিরাজ আজ সিলেট টেস্টের চতুর্থ দিন ৫২ রানে নিয়েছেন ৫ উইকেট। অন্য প্রান্ত থেকে তাঁকে সহায়তা দিয়েছেন তাইজুল। সব মিলিয়ে দলের অনুজ্জ্বল এই টেস্টেও ঔজ্জ্বল্য ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। শান্তর কণ্ঠেও তাঁর প্রশংসা, ‘মিরাজ ও তাইজুল ভাই ভালো চেষ্টা করেছে বলে মনে করি আমি। অসম্ভব ভালো বল করেছে। বোর্ডে এ ধরনের রান থাকার পরেও যেভাবে বল করেছে, অবশ্যই কৃতিত্ব দিতে হয়।’

নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২৭ মিনিট আগে
বিদায় নিল ২০২৫। এল ২০২৬। বিদায়ী বছরের শেষ দিনে আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ হয়েছে। তাতে নির্ধারিত হয়ে গেছে ২০২৫-২৬ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শেষ ষোলোর লাইনআপ।
৪৩ মিনিট আগে
নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে । তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ ।
১ ঘণ্টা আগে
২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
২ ঘণ্টা আগে