ক্রীড়া ডেস্ক

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। আজ মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের সামনে সুযোগ ছিল ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর। তবে সেটি হতে দেয়নি কিউইরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে স্বাগতিকেরা। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বেন সিয়ার্স-জ্যাকব ডাফিদের দুর্দান্ত বোলিংয়ে ২২১ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
৪৩ রানের জয়ে সিরিজও ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল হক। তৃতীয় ওভারে উইলিয়াম ও’রুর্কির শর্ট লেন্থের বল নরম হাতে খেলে দ্রুত সিঙ্গেল নিতে যান ইমাম। কিন্তু নন স্ট্রাইকে পোঁছানোর সময় কিউই ক্রিকেটারের থ্রো ইমামের হেলমেট গ্রিলের মধ্যে আটকে যায়।
তাৎক্ষণিকভাবে ইমাম হেলমেট খুলে মাটিতে বসে পড়েন। ফিজিওরা তাঁকে সহায়তা করার জন্য আসেন। ইমামের চোয়ালে আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁকে দেখে মনে হচ্ছিল, ব্যথার তীব্রতাও ছিল অনেক। সঙ্গে সঙ্গে গাড়িতে করে মাঠ ছেড়ে যান তিনি। ৭ বলে ১ রান আসে তাঁর ব্যাট থেকে।
আরেক ওপেনার আবদুল্লাহ শফিক থিতু হয়েও ৫৬ বলে ৩৩ রানের মন্থর এক ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন। বাবর আজম বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে ফেরেন ৫৮ বলে দলীয় সর্বোচ্চ ৫০ রান করে। ৩২ বলে ৩৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৩১ বলে ৩৩ রান আসে তায়্যেব তাহিরের ব্যাট থেকে। এ ছাড়া বাকিরা সেভাবে সুবিধা করতে পারেননি।
নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ৯ ওভারে ৩৪ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। ওয়ানডেতে এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং ফিগারই। ৪০ রান দিয়ে ডাফি নিয়েছেন ২ উইকেট।
তার আগে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় খেলায় হয় ৪২ ওভার করে।
রাইস মারিউর ৫৮, মাইকেল ব্রেসওয়েলের ৪০ বলে ৫৯ ড্যারিল মিচেলের ৪৩ ও হেনরি নিকোলসের ৩১ রানের সৌজন্যে ৮ উইকেটে ২৬৪ রান তোলে নিউজিল্যান্ড। পাকিস্তানের আকিফ জাভেদ ৪টি ও নাসিম শাহ ২টি উইকেট নিয়েছেন। ১ উইকেট ও ৫৯ রান করে ম্যাচসেরা হয়েছেন ব্রেসওয়েল। তিন ওয়ানডেতে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন সিয়ার্স।

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। আজ মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের সামনে সুযোগ ছিল ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর। তবে সেটি হতে দেয়নি কিউইরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে স্বাগতিকেরা। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বেন সিয়ার্স-জ্যাকব ডাফিদের দুর্দান্ত বোলিংয়ে ২২১ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
৪৩ রানের জয়ে সিরিজও ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল হক। তৃতীয় ওভারে উইলিয়াম ও’রুর্কির শর্ট লেন্থের বল নরম হাতে খেলে দ্রুত সিঙ্গেল নিতে যান ইমাম। কিন্তু নন স্ট্রাইকে পোঁছানোর সময় কিউই ক্রিকেটারের থ্রো ইমামের হেলমেট গ্রিলের মধ্যে আটকে যায়।
তাৎক্ষণিকভাবে ইমাম হেলমেট খুলে মাটিতে বসে পড়েন। ফিজিওরা তাঁকে সহায়তা করার জন্য আসেন। ইমামের চোয়ালে আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁকে দেখে মনে হচ্ছিল, ব্যথার তীব্রতাও ছিল অনেক। সঙ্গে সঙ্গে গাড়িতে করে মাঠ ছেড়ে যান তিনি। ৭ বলে ১ রান আসে তাঁর ব্যাট থেকে।
আরেক ওপেনার আবদুল্লাহ শফিক থিতু হয়েও ৫৬ বলে ৩৩ রানের মন্থর এক ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন। বাবর আজম বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে ফেরেন ৫৮ বলে দলীয় সর্বোচ্চ ৫০ রান করে। ৩২ বলে ৩৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৩১ বলে ৩৩ রান আসে তায়্যেব তাহিরের ব্যাট থেকে। এ ছাড়া বাকিরা সেভাবে সুবিধা করতে পারেননি।
নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ৯ ওভারে ৩৪ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। ওয়ানডেতে এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং ফিগারই। ৪০ রান দিয়ে ডাফি নিয়েছেন ২ উইকেট।
তার আগে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় খেলায় হয় ৪২ ওভার করে।
রাইস মারিউর ৫৮, মাইকেল ব্রেসওয়েলের ৪০ বলে ৫৯ ড্যারিল মিচেলের ৪৩ ও হেনরি নিকোলসের ৩১ রানের সৌজন্যে ৮ উইকেটে ২৬৪ রান তোলে নিউজিল্যান্ড। পাকিস্তানের আকিফ জাভেদ ৪টি ও নাসিম শাহ ২টি উইকেট নিয়েছেন। ১ উইকেট ও ৫৯ রান করে ম্যাচসেরা হয়েছেন ব্রেসওয়েল। তিন ওয়ানডেতে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন সিয়ার্স।

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের কথায় আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
৩০ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণে ৩ ম্যাচের সিরিজ খেলছে তারা। বিশ্বকাপের জন্য তাই এই সিরিজ থেকেই সেরা একাদশের খোঁজ করছেন আফগান অধিনায়ক রশিদ খান।
২ ঘণ্টা আগে
শিরোনাম দেখে ভড়কে যাওয়ার কারণ নেই। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ফিরছেন না জাতীয় দলে। বলছি ফুটবলার মাশরাফি ইসলামের কথা; সদ্য সমাপ্ত প্রথম বিভাগ লিগে ১৮ গোল করে যিনি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তাঁর দল মহাখালী একাদশ দ্বিতীয় হয়ে লিগ শেষ করে পেয়েছে প্রমোশন। লিগে চ্যাম্পিয়ন হয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র; আগ
৩ ঘণ্টা আগে