
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যেমন বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, একই সঙ্গে বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করতে দেবে না। কেন এমনটা করা হলো, সেটার ব্যাখ্যা ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টানা ২১ দিন বিসিবি-আইসিসির ‘লড়াই’ শেষে ২৪ জানুয়ারি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। সেদিনই বাংলাদেশকে বাদ দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার ইস্যুতে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন গতকাল প্রত্যাখ্যান করেছে আইসিসি। আজ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটা আপনারা জানেন যে গতকালই সিদ্ধান্তটা এসেছে এবং তারপর আমরা জানতে চেয়েছি। ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এটা আপনারা জানেন যে গোপনীয় ব্যাপার। মূল কথা হচ্ছে কেন করা হয়েছে (সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড) আমরা জানতে চেয়েছি বিষয়টা।’
ভারত-শ্রীলঙ্কা-পাকিস্তানের যৌথ আয়োজনে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ, ইংল্যান্ডে ২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির এই দুই ইভেন্টে বাংলাদেশ না খেললেও বাংলাদেশের সাংবাদিকেরা সেই দুই টুর্নামেন্ট কাভার করেছিলেন। আজ সাংবাদিকেরা আমজাদের কাছে এই উদাহরণ দিলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ফিফার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ’গণমাধ্যমকর্মীদের ম্যাচ কাভারের জন্য বা অ্যাক্রেডিটেশনের জন্য সেই দলের টুর্নামেন্টে যে অংশগ্রহণ করতেই হবে, সেটা অত্যাবশ্যকীয় নয়। আপনি যে উদাহরণ দিয়েছেন যে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ করেনি। কিন্তু তারপরও আমাদের সাংবাদিক-গণমাধ্যমকর্মীরা গিয়েছিলেন। এ ছাড়া ফিফা বিশ্বকাপে বাংলাদেশ কখনো অংশগ্রহণ করেননি। কিন্তু আমাদের সাংবাদিকেরা থাকেন যেহেতু আমরা ফিফার একজন সদস্য। পূর্ণ সদস্যের দেশ হিসেবে আমাদের হয়তোবা করতে পারলে ভালো হতো। তবু এটা তাদের (আইসিসি) সিদ্ধান্ত। এখানে তো আমাদের কিছু বলার নেই।’
আমজাদের মতে বাংলাদেশের সাংবাদিকদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার সুযোগ আইসিসি দিলে ভালো হতো। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি যেকোনো ক্ষেত্রেই সেই সুযোগটা আমাদের গণমাধ্যমকর্মীদের দেওয়া উচিত ছিল। কারণ, আমরা তৃতীয় সর্বোচ্চ দর্শকধারী দেশ। আইসিসির ১২ পূর্ণ সদস্যের মধ্যে আমরা দর্শক সংখ্যার দিক থেকে তৃতীয়। আমাদের দেশ না খেললেও বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যমকর্মীরা দর্শকদের কাছে উপস্থাপন করতে পারত।’
বছরের পর বছর সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বাংলাদেশ দলের সাধারণ একটি দ্বিপক্ষীয় সিরিজেও বাংলাদেশের সাংবাদিকেরা কাভার করে থাকেন। সেখানে পাশের দেশে হতে যাওয়া একটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই কাভার করা হচ্ছে না বাংলাদেশি সংবাদমাধ্যম কর্মীদের। এক শর কাছাকাছি বাংলাদেশি সাংবাদিক আবেদন করলেও শেষ পর্যন্ত তাঁদের নিরাশই হতে হয়েছে। বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড না দেওয়ার ব্যাখ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘তাদের ভিসা-অ্যাক্রেডিটেশন কিছুই দেওয়া হয়নি। কারণ, সরকার মনে করছে তাঁদের (বাংলাদেশি সাংবাদিক) ভারত ভ্রমণ অনিরাপদ।’

দুয়ারে কড়া নাড়ছে নারী এশিয়ান কাপ। এর আগে কখনো এই টুর্নামেন্ট নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়নি বাংলাদেশের কাছে। এবার করতে হচ্ছে; কারণ, বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো যে অংশ নেবে তাতে। একমাত্র নবাগত দল তো বটেই, ১২ দলের মধ্যে র্যাঙ্কিংয়ের সবচেয়ে শেষের দল বাংলাদেশ। প্রত্যাশার পারদ নিশ্চয়ই খুব একটা উঁচুতে থা
২২ মিনিট আগে
নেইমার যতটা না মাঠে থাকেন, সেটার চেয়ে তাঁর চোটের খবর সংবাদের শিরোনাম হয় বেশি। চোটে পড়ায় ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে কত ম্যাচ যে তিনি মিস করেছেন, সেটা হয়তো তিনি নিজেও জানেন না। এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে সুখবর দিল তাঁর শৈশবের ক্লাব সান্তোস।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ঘটছে একের পর এক নাটকীয় ঘটনা। বাংলাদেশ নাম প্রত্যাহারের পর পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কটের আলোচনা জোরালো হয়েছে। ওয়াসিম আকরামের মতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের কোনো মানেই দেখেন না।
৬ ঘণ্টা আগে
একেবারে শেষ মুহূর্তে এসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তড়িঘড়ি করে তাই দল ঘোষণা করেছে স্কটিশরা। যাঁদের মধ্যে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরীফ। পাকিস্তানি বা পাকিস্তানি বংশোদ্ভূতদের ভারতীয় ভিসা নিয়ে সাম্প্রতিক সময়ে যা হচ্ছে, তা হবে না বলে আশ্বস্ত করেছে আইসিসি।
৭ ঘণ্টা আগে