নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাজমুল হোসেন শান্তকে সরিয়ে গত মাসে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ওয়ানডে নেতৃত্বও হারিয়েছেন শান্ত। তাঁর জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আপাতত ১ বছরের মেয়াদে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। আজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশদ ব্যাখ্যা দিয়েছে অধিনায়কত্বের ব্যাটন বদলের।
শান্তর জায়গায় মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার ব্যাখ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বোর্ড মনে করেছে, ব্যাটে-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াই করার তার যে সক্ষমতা, যেভাবে সে দলকে অনুপ্রাণিত করতে পারে, মাঠে ও মাঠের বাইরে তার উদ্যমী উপস্থিতি এই রূপান্তরকালীন সময়ে বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে সে আদর্শ। আমরা বিশ্বাস করি তার মেজাজ এবং পরিণতবোধ এই সংস্করণে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে।’ আর শান্তকে নিয়ে ফাহিম বলেছেন, ‘শান্তও লিডারশিপ গ্রুপে থাকবে। আমরা জানি তার ব্যাটিং কতটা গুরুত্বপূর্ণ আমার জন্য।’
টেস্টে মিরাজ এরই মধ্যে শীর্ষ দুই অলরাউন্ডারের একজন হয়েছেন। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও তিনি সেরা চারে আছেন। মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসানের পর মিরাজ ওয়ানডেতে ১০০ উইকেট ১ হাজার রানের কীর্তি গড়েছেন বাংলাদেশ ক্রিকেটে। গত বছর শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মিরাজ প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেলেন বাংলাদেশের হয়ে।
অধিনায়কত্ব পেয়ে মিরাজ বলেছেন, ‘বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটা অনেক বড় সম্মানের। যেকোনো ক্রিকেটারের কাছে দেশকে নেতৃত্ব দেওয়া একটা স্বপ্নের মতো। বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, আমি কৃতজ্ঞ। দলের ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারার সেই প্রতিভা ও বিশ্বাস আমাদের আছে। আমি চাই আত্মবিশ্বাসের সঙ্গে স্বাধীন ক্রিকেট খেলে দেশের সেরাটা দেব আমরা।’

নাজমুল হোসেন শান্তকে সরিয়ে গত মাসে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ওয়ানডে নেতৃত্বও হারিয়েছেন শান্ত। তাঁর জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আপাতত ১ বছরের মেয়াদে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। আজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশদ ব্যাখ্যা দিয়েছে অধিনায়কত্বের ব্যাটন বদলের।
শান্তর জায়গায় মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার ব্যাখ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বোর্ড মনে করেছে, ব্যাটে-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াই করার তার যে সক্ষমতা, যেভাবে সে দলকে অনুপ্রাণিত করতে পারে, মাঠে ও মাঠের বাইরে তার উদ্যমী উপস্থিতি এই রূপান্তরকালীন সময়ে বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে সে আদর্শ। আমরা বিশ্বাস করি তার মেজাজ এবং পরিণতবোধ এই সংস্করণে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে।’ আর শান্তকে নিয়ে ফাহিম বলেছেন, ‘শান্তও লিডারশিপ গ্রুপে থাকবে। আমরা জানি তার ব্যাটিং কতটা গুরুত্বপূর্ণ আমার জন্য।’
টেস্টে মিরাজ এরই মধ্যে শীর্ষ দুই অলরাউন্ডারের একজন হয়েছেন। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও তিনি সেরা চারে আছেন। মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসানের পর মিরাজ ওয়ানডেতে ১০০ উইকেট ১ হাজার রানের কীর্তি গড়েছেন বাংলাদেশ ক্রিকেটে। গত বছর শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মিরাজ প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেলেন বাংলাদেশের হয়ে।
অধিনায়কত্ব পেয়ে মিরাজ বলেছেন, ‘বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটা অনেক বড় সম্মানের। যেকোনো ক্রিকেটারের কাছে দেশকে নেতৃত্ব দেওয়া একটা স্বপ্নের মতো। বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, আমি কৃতজ্ঞ। দলের ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারার সেই প্রতিভা ও বিশ্বাস আমাদের আছে। আমি চাই আত্মবিশ্বাসের সঙ্গে স্বাধীন ক্রিকেট খেলে দেশের সেরাটা দেব আমরা।’

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
১০ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
১১ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১৫ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১৬ ঘণ্টা আগে