Ajker Patrika

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩: ১৯
পিএসএলে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। ছবি: বিসিবি
পিএসএলে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। ছবি: বিসিবি

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।

ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এমনটা কখনো ঘটেনি যে, নিলামের আগেই দল পেলেন কোনো ক্রিকেটার। এমনকি মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তির কথাও জানায়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। এবারই তা প্রথম দেখা গেল।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবার বিশেষ কোটা রাখার ব্যবস্থা করছে পিএসএল। সেই কোটায় থাকবেন ১২ ক্রিকেটার। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে বাংলাদেশি ক্রিকেটার নিতে পারবে। যদিও পিএসএলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হবে পিএসএল। তবে বাংলাদেশি ক্রিকেটাররা পুরো আসর খেলতে পারবেন না। কারণ, এপ্রিল-মে মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

সব ঠিক থাকলে মোস্তাফিজ ওই সময়ে খেলতেন আইপিএলে। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিউজিল্যান্ড সিরিজের কথা মাথায় রেখেই মোস্তাফিজকে অনাপত্তিপত্র দেওয়ার কথা ভেবেছিল বিসিবি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে দাবি করে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন কলকাতার সমালোচনা করেছিলেন কড়া ভাষায়। বিসিসিআইয়ের নির্দেশে তাই মোস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা। সেই জল গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়েও।

মোস্তাফিজের আইপিএলে না থাকার সুযোগটি দারুণভাবে লুফে নিল পিএসএল। পাকিস্তানের এই টুর্নামেন্টে বাঁহাতি এই পেসার খেলেছেন আট বছর আগে। লাহোর কালান্দার্সের হয়ে সেবার ৫ ম্যাচে ৪ উইকেট নেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত