নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাস পার করেছেন ফারুক আহমেদ। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে। তবে দেশের ক্রিকেট উন্নয়নে মাঠের পারফরম্যান্সই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শান্তদের ব্যর্থতায় চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে, আর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে সেই বিশ্বকাপে বাংলাদেশ দলে সিনিয়র ক্রিকেটারদের না থাকার সম্ভাবনাই বেশি। মাশরাফি ও তামিম আগেই অবসর নিয়েছেন, মাহমুদউল্লাহর ক্ষেত্রেও অবসরের ঘোষণা খুব দূরে নয়।
এরই মধ্যে কয়েক দিন আগে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে দীর্ঘ পরিকল্পনা এখনই করতে চান তাঁরা। বিশ্বকাপ ইস্যুতে ফারুকের আগের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্য নিয়ে মাঝেমধ্যে হাস্যরসও হয়। কোনো এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘এবার নয়, আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ।’
তবে পাপনের সেই কথা বিশ্বাস করেন না বর্তমান ফারুক। বিসিবি সভাপতিকে মিরপুরে পেয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল—ভবিষ্যতে বাংলাদেশ দল কেমন হবে? উত্তরে ফারুক আহমেদ বলেন, ‘আমি আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। যখন আমি নির্বাচক ছিলাম, তখন ২০০৭ বিশ্বকাপে আমরা খেলেছিলাম, এবং সেখানকার পারফরম্যান্সের মাধ্যমেই অনেক ক্রিকেটার লাইমলাইটে আসে। বোর্ড থেকে একটি সুস্পষ্ট নীতিমালা দেওয়া হবে, যাতে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক রাখা যায়। আমরা জানিয়ে দেব, আমাদের লক্ষ্য কী। তবে যদি আমি একসঙ্গে নির্বাচক, বোর্ড সভাপতি ও অপারেশনস চেয়ারম্যান হতে পারতাম, তাহলে কাজগুলো সহজ হতো।’
তিনি আরও জানিয়েছেন, বোর্ডে আসার মাত্র ছয় মাস হয়েছে এবং এর মধ্যেই কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করছেন। তবে আগের বোর্ডের ১২ বছরের কার্যক্রমের সঙ্গে নিজের মাত্র ছয় মাসের সময়কে তুলনা করাকে তিনি যুক্তিযুক্ত মনে করেন না।
নতুন করে এখন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। নাজমুল হোসেন শান্ত আগেই জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর কুড়ি ওভারের দায়িত্ব ছাড়তে চান তিনি। নতুন অধিনায়ক নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড। কে হবেন পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক? ফারুক বললেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (নতুন অধিনায়ক)। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্ব দেওয়ার)।’

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাস পার করেছেন ফারুক আহমেদ। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে। তবে দেশের ক্রিকেট উন্নয়নে মাঠের পারফরম্যান্সই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শান্তদের ব্যর্থতায় চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে, আর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে সেই বিশ্বকাপে বাংলাদেশ দলে সিনিয়র ক্রিকেটারদের না থাকার সম্ভাবনাই বেশি। মাশরাফি ও তামিম আগেই অবসর নিয়েছেন, মাহমুদউল্লাহর ক্ষেত্রেও অবসরের ঘোষণা খুব দূরে নয়।
এরই মধ্যে কয়েক দিন আগে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে দীর্ঘ পরিকল্পনা এখনই করতে চান তাঁরা। বিশ্বকাপ ইস্যুতে ফারুকের আগের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্য নিয়ে মাঝেমধ্যে হাস্যরসও হয়। কোনো এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘এবার নয়, আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ।’
তবে পাপনের সেই কথা বিশ্বাস করেন না বর্তমান ফারুক। বিসিবি সভাপতিকে মিরপুরে পেয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল—ভবিষ্যতে বাংলাদেশ দল কেমন হবে? উত্তরে ফারুক আহমেদ বলেন, ‘আমি আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। যখন আমি নির্বাচক ছিলাম, তখন ২০০৭ বিশ্বকাপে আমরা খেলেছিলাম, এবং সেখানকার পারফরম্যান্সের মাধ্যমেই অনেক ক্রিকেটার লাইমলাইটে আসে। বোর্ড থেকে একটি সুস্পষ্ট নীতিমালা দেওয়া হবে, যাতে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক রাখা যায়। আমরা জানিয়ে দেব, আমাদের লক্ষ্য কী। তবে যদি আমি একসঙ্গে নির্বাচক, বোর্ড সভাপতি ও অপারেশনস চেয়ারম্যান হতে পারতাম, তাহলে কাজগুলো সহজ হতো।’
তিনি আরও জানিয়েছেন, বোর্ডে আসার মাত্র ছয় মাস হয়েছে এবং এর মধ্যেই কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করছেন। তবে আগের বোর্ডের ১২ বছরের কার্যক্রমের সঙ্গে নিজের মাত্র ছয় মাসের সময়কে তুলনা করাকে তিনি যুক্তিযুক্ত মনে করেন না।
নতুন করে এখন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। নাজমুল হোসেন শান্ত আগেই জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর কুড়ি ওভারের দায়িত্ব ছাড়তে চান তিনি। নতুন অধিনায়ক নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড। কে হবেন পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক? ফারুক বললেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (নতুন অধিনায়ক)। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্ব দেওয়ার)।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে