Ajker Patrika

পাপনের মতো ‘টার্গেট নেক্সট ওয়ার্ল্ডকাপে’ বিশ্বাসী নন বর্তমান বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪: ৫২
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: বিসিবি
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: বিসিবি

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাস পার করেছেন ফারুক আহমেদ। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে। তবে দেশের ক্রিকেট উন্নয়নে মাঠের পারফরম্যান্সই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শান্তদের ব্যর্থতায় চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে, আর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে সেই বিশ্বকাপে বাংলাদেশ দলে সিনিয়র ক্রিকেটারদের না থাকার সম্ভাবনাই বেশি। মাশরাফি ও তামিম আগেই অবসর নিয়েছেন, মাহমুদউল্লাহর ক্ষেত্রেও অবসরের ঘোষণা খুব দূরে নয়।

এরই মধ্যে কয়েক দিন আগে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে দীর্ঘ পরিকল্পনা এখনই করতে চান তাঁরা। বিশ্বকাপ ইস্যুতে ফারুকের আগের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্য নিয়ে মাঝেমধ্যে হাস্যরসও হয়। কোনো এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘এবার নয়, আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ।’

তবে পাপনের সেই কথা বিশ্বাস করেন না বর্তমান ফারুক। বিসিবি সভাপতিকে মিরপুরে পেয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল—ভবিষ্যতে বাংলাদেশ দল কেমন হবে? উত্তরে ফারুক আহমেদ বলেন, ‘আমি আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। যখন আমি নির্বাচক ছিলাম, তখন ২০০৭ বিশ্বকাপে আমরা খেলেছিলাম, এবং সেখানকার পারফরম্যান্সের মাধ্যমেই অনেক ক্রিকেটার লাইমলাইটে আসে। বোর্ড থেকে একটি সুস্পষ্ট নীতিমালা দেওয়া হবে, যাতে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক রাখা যায়। আমরা জানিয়ে দেব, আমাদের লক্ষ্য কী। তবে যদি আমি একসঙ্গে নির্বাচক, বোর্ড সভাপতি ও অপারেশনস চেয়ারম্যান হতে পারতাম, তাহলে কাজগুলো সহজ হতো।’

তিনি আরও জানিয়েছেন, বোর্ডে আসার মাত্র ছয় মাস হয়েছে এবং এর মধ্যেই কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করছেন। তবে আগের বোর্ডের ১২ বছরের কার্যক্রমের সঙ্গে নিজের মাত্র ছয় মাসের সময়কে তুলনা করাকে তিনি যুক্তিযুক্ত মনে করেন না।

নতুন করে এখন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। নাজমুল হোসেন শান্ত আগেই জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর কুড়ি ওভারের দায়িত্ব ছাড়তে চান তিনি। নতুন অধিনায়ক নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড। কে হবেন পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক? ফারুক বললেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (নতুন অধিনায়ক)। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্ব দেওয়ার)।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত