ক্রীড়া ডেস্ক

ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারের বাকবিতণ্ডার ঘটনা দেখা যায় হরহামেশাই। অনেক তারকা ক্রিকেটার মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করে জরিমানা-নিষেধাজ্ঞার শাস্তি পেয়ে থাকেন। ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবার ঘরোয়া ক্রিকেটে এমন এক ঘটনায় কড়া শাস্তি পেয়েছেন।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) এক ম্যাচে বাজে আচরণের কারণে অশ্বিনের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। টিএনপিএলের এক কর্মকর্তা গতকাল ক্রিকবাজকে বলেন, ‘ম্যাচ শেষে ম্যাচ রেফারি এক শুনানি পরিচালনা করেছেন। আম্পায়ারের প্রতি বাজে আচরণের কারণে অশ্বিনের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটীয় সামগ্রীর অপব্যবহারের কারণে জরিমানা হয়েছে ২০ শতাংশ। সে তার শাস্তি মেনে নিয়েছে।’ অশ্বিনের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যে ম্যাচে বাজে আচরণের কারণে অশ্বিন কড়া শাস্তি পেয়েছেন, ম্যাচটি হয়েছে পরশু রাতে কোয়ামবাটোরের শ্রী রামকৃষ্ণ কলেজ অব আর্টস এন্ড সায়েন্স ক্রিকেট গ্রাউন্ডে। সেই ম্যাচে মুখোমুখি দিন্দিগুল ড্রাগনসের প্রতিপক্ষ আইড্রিম তিরুপ্পুর ত্রামিজানস। টুর্নামেন্টে দিন্দিগুলকে নেতৃত্ব দিচ্ছেন অশ্বিন। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ত্রিপ্পুরের সাই কিশোর। মাঠের আম্পায়ার আউট ঘোষণা দেওয়ায় তৎক্ষণাৎ আম্পায়ারের প্রতি ক্ষোভ ঝারেন অশ্বিন। ভারতীয় তারকা ক্রিকেটারের হতাশা এখানেই থেমে থাকেননি। নিজের প্যাডে ব্যাট দিয়ে আঘাত করেছেন। রাগে-ক্ষোভে গ্লাভস ছুড়ে ফেলেন। সামাজিক মাধ্যমে এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।
টিএনপিএলের ওয়েবসাইটে লাইভ কমেন্টারিতে আম্পায়ারের প্রতি অশ্বিনের অসন্তোষ জানানোর কথা বলা হয়নি। সেখানে লেখা, ‘ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে লেগ স্টাম্পের বাইরে পিচ করা গুড লেংথ ডেলিভারির বিপক্ষে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।’ হয়তো তখন অশ্বিনের ধারণা ছিল, লেগ স্টাম্পের বাইরে কিশোরের বল পিচ করেছে। কিন্তু ওয়াইড বলের বিপক্ষে দুইটা রিভিউ আগেভাগে খুইয়ে ফেলায় রিভিউ নেওয়ার সুযোগ মেলেনি অশ্বিনের। দিন্দিগুল-তিরুপ্পুর ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন জয়ারামান মদনগোপাল ও ভেঙ্কটেশন কৃতিকা। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অর্জুন কৃপাল সিং।
দিন্দিগুলের বিপক্ষে পরশু রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ত্রিপ্পুর অধিনায়ক সাই কিশোর। প্রথমে ব্যাটিং পাওয়া দিন্দিগুল ১৬.২ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায়। ত্রিপ্পুর এই ম্যাচ জিতেছে ৪৯ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন ত্রিপ্পুরার পেসার ইসাক্কিমিথু এ। ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ত্রিপ্পুর, দিন্দিগুল দুই দলের সমান ২ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে দুই ও পাঁচে ত্রিপ্পুর ও দিন্দিগুল। দুই দলই এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে।

ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারের বাকবিতণ্ডার ঘটনা দেখা যায় হরহামেশাই। অনেক তারকা ক্রিকেটার মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করে জরিমানা-নিষেধাজ্ঞার শাস্তি পেয়ে থাকেন। ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবার ঘরোয়া ক্রিকেটে এমন এক ঘটনায় কড়া শাস্তি পেয়েছেন।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) এক ম্যাচে বাজে আচরণের কারণে অশ্বিনের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। টিএনপিএলের এক কর্মকর্তা গতকাল ক্রিকবাজকে বলেন, ‘ম্যাচ শেষে ম্যাচ রেফারি এক শুনানি পরিচালনা করেছেন। আম্পায়ারের প্রতি বাজে আচরণের কারণে অশ্বিনের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটীয় সামগ্রীর অপব্যবহারের কারণে জরিমানা হয়েছে ২০ শতাংশ। সে তার শাস্তি মেনে নিয়েছে।’ অশ্বিনের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যে ম্যাচে বাজে আচরণের কারণে অশ্বিন কড়া শাস্তি পেয়েছেন, ম্যাচটি হয়েছে পরশু রাতে কোয়ামবাটোরের শ্রী রামকৃষ্ণ কলেজ অব আর্টস এন্ড সায়েন্স ক্রিকেট গ্রাউন্ডে। সেই ম্যাচে মুখোমুখি দিন্দিগুল ড্রাগনসের প্রতিপক্ষ আইড্রিম তিরুপ্পুর ত্রামিজানস। টুর্নামেন্টে দিন্দিগুলকে নেতৃত্ব দিচ্ছেন অশ্বিন। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ত্রিপ্পুরের সাই কিশোর। মাঠের আম্পায়ার আউট ঘোষণা দেওয়ায় তৎক্ষণাৎ আম্পায়ারের প্রতি ক্ষোভ ঝারেন অশ্বিন। ভারতীয় তারকা ক্রিকেটারের হতাশা এখানেই থেমে থাকেননি। নিজের প্যাডে ব্যাট দিয়ে আঘাত করেছেন। রাগে-ক্ষোভে গ্লাভস ছুড়ে ফেলেন। সামাজিক মাধ্যমে এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।
টিএনপিএলের ওয়েবসাইটে লাইভ কমেন্টারিতে আম্পায়ারের প্রতি অশ্বিনের অসন্তোষ জানানোর কথা বলা হয়নি। সেখানে লেখা, ‘ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে লেগ স্টাম্পের বাইরে পিচ করা গুড লেংথ ডেলিভারির বিপক্ষে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।’ হয়তো তখন অশ্বিনের ধারণা ছিল, লেগ স্টাম্পের বাইরে কিশোরের বল পিচ করেছে। কিন্তু ওয়াইড বলের বিপক্ষে দুইটা রিভিউ আগেভাগে খুইয়ে ফেলায় রিভিউ নেওয়ার সুযোগ মেলেনি অশ্বিনের। দিন্দিগুল-তিরুপ্পুর ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন জয়ারামান মদনগোপাল ও ভেঙ্কটেশন কৃতিকা। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অর্জুন কৃপাল সিং।
দিন্দিগুলের বিপক্ষে পরশু রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ত্রিপ্পুর অধিনায়ক সাই কিশোর। প্রথমে ব্যাটিং পাওয়া দিন্দিগুল ১৬.২ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায়। ত্রিপ্পুর এই ম্যাচ জিতেছে ৪৯ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন ত্রিপ্পুরার পেসার ইসাক্কিমিথু এ। ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ত্রিপ্পুর, দিন্দিগুল দুই দলের সমান ২ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে দুই ও পাঁচে ত্রিপ্পুর ও দিন্দিগুল। দুই দলই এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে