নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
দীর্ঘমেয়াদি ক্যাম্প, বিদেশি কোচ, ইউরোপে দল পাঠানোসহ সব মিলিয়ে যুব দল নিয়ে ৫ কোটি টাকার বাজেট ধরেছে হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইনস ও যমুনা ব্যাংককে ধন্যবাদ। তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ সংস্থান হয়েছে, এতে দুই মাসের ক্যাম্প চলবে। আমরা আজ মন্ত্রণালয়ে সভা করেছি। তারাও সহায়তার আশ্বাস দিয়েছে। বিশ্বকাপে আমাদের দল যাবে ও ক্যাম্প চলবে।’
কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নেদারল্যান্ডসের সিগফ্রাইড আইকম্যানকে। তবে সেপ্টেম্বর থেকে দল নিয়ে কাজ শুরু করবেন তিনি। বাংলাদেশে কাজ করাটা সোনালি সুযোগ হিসেবে দেখছেন আইকম্যান। আজ ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ৫৯ বছর বয়সী এই কোচ বলেন, ‘বাংলাদেশের কোচরা অনেকবার বলেছেন, আপনি যদি আসতেন, আপনি যদি আমাদের জন্য কিছু করতেন। কিন্তু কখনোই সেটা হয়নি। এখন হয়েছে।’
বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘এফ’ পুলে। যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশের জন্য শেষ আটে পৌঁছানো আকাশ কুসুম কল্পনার মতো। সেটা উপলব্ধি করতে পারছেন কোচও। কিন্তু মাঠে কোনো দলই হারের জন্য নামে না। জেতা কঠিন হলেও হাল ধরে রাখতে চায় শেষ পর্যন্ত।
বিশ্বকাপে তাই এক লড়াকু বাংলাদেশ উপহার দিতে চান আইকম্যান, ‘আমাদের লক্ষ্য তাদের কঠিন চ্যালেঞ্জে ফেলা। আশা করি, তাদের হারাতে পারব, চমকে দিতে পারব।’ প্রতিপক্ষের চোখে বাংলাদেশ অবমূল্যায়িত হলে সুযোগ দেখছেন কোচ, ‘আমরা চাই, দুর্বল ভেবে তারা আমাদের অবমূল্যায়ন করুক। এই সুযোগ কাজে লাগাতে চাই। আমি এমন একটা দল দেখতে চাই, যারা শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করবে।’

ভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
দীর্ঘমেয়াদি ক্যাম্প, বিদেশি কোচ, ইউরোপে দল পাঠানোসহ সব মিলিয়ে যুব দল নিয়ে ৫ কোটি টাকার বাজেট ধরেছে হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইনস ও যমুনা ব্যাংককে ধন্যবাদ। তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ সংস্থান হয়েছে, এতে দুই মাসের ক্যাম্প চলবে। আমরা আজ মন্ত্রণালয়ে সভা করেছি। তারাও সহায়তার আশ্বাস দিয়েছে। বিশ্বকাপে আমাদের দল যাবে ও ক্যাম্প চলবে।’
কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নেদারল্যান্ডসের সিগফ্রাইড আইকম্যানকে। তবে সেপ্টেম্বর থেকে দল নিয়ে কাজ শুরু করবেন তিনি। বাংলাদেশে কাজ করাটা সোনালি সুযোগ হিসেবে দেখছেন আইকম্যান। আজ ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ৫৯ বছর বয়সী এই কোচ বলেন, ‘বাংলাদেশের কোচরা অনেকবার বলেছেন, আপনি যদি আসতেন, আপনি যদি আমাদের জন্য কিছু করতেন। কিন্তু কখনোই সেটা হয়নি। এখন হয়েছে।’
বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘এফ’ পুলে। যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশের জন্য শেষ আটে পৌঁছানো আকাশ কুসুম কল্পনার মতো। সেটা উপলব্ধি করতে পারছেন কোচও। কিন্তু মাঠে কোনো দলই হারের জন্য নামে না। জেতা কঠিন হলেও হাল ধরে রাখতে চায় শেষ পর্যন্ত।
বিশ্বকাপে তাই এক লড়াকু বাংলাদেশ উপহার দিতে চান আইকম্যান, ‘আমাদের লক্ষ্য তাদের কঠিন চ্যালেঞ্জে ফেলা। আশা করি, তাদের হারাতে পারব, চমকে দিতে পারব।’ প্রতিপক্ষের চোখে বাংলাদেশ অবমূল্যায়িত হলে সুযোগ দেখছেন কোচ, ‘আমরা চাই, দুর্বল ভেবে তারা আমাদের অবমূল্যায়ন করুক। এই সুযোগ কাজে লাগাতে চাই। আমি এমন একটা দল দেখতে চাই, যারা শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে