ক্রীড়া ডেস্ক

ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিতে ‘ওস্তাদ’ এনামুল হক বিজয়। কিন্তু যখন বাংলাদেশের জার্সিতে খেলতে নামেন, তখন তাঁকে খুঁজেই পাওয়া যায় না। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলে বিজয় ৩০ বলে করেছেন ৪ রান। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টের একাদশেও আছেন তিনি। লঙ্কান ক্রিকেটারদের পিচ্ছিল ফিল্ডিংয়ে একাধিক সুযোগও পেয়েছেন। তবে বিজয় সেই সুযোগগুলো লুফে নেওয়া দূরে থাক, আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
এসএসসিতে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমেছেন সাদমান ইসলাম ও বিজয়। দলীয় ১ রানেই ভেঙে যেতে পারত সফরকারীদের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে খোঁচা মারেন বিজয়। এজ হওয়া বল ডান দিকে ঝাঁপিয়েও লুফে নিতে পারেননি লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। তিনি হাত না বাড়ালে প্রথম স্লিপের ফিল্ডার হয়তো ধরতে পারতেন। ঠিক তার পরের বলে আবারও এজ হয়েছে। এবার ফিল্ডারের কাছে পৌঁছানোর আগেই বল ড্রপ খেয়েছে।
একাধিকবার জীবন পাওয়া বিজয়কে ফিরিয়েছেন ফার্নান্দোই। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফার্নান্দোর অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন বিজয়। ১০ বল খেলেও কোনো রান না করেই ড্রেসিংরুমে ফিরেছেন বাংলাদেশের এই ওপেনার। টেস্টে এই নিয়ে তৃতীয়বারের মতো শূন্য রানে ফিরলেন তিনি। বিজয়ের ডাক মারার দিনে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৫ রানেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ১ উইকেটে ৬ রান করেছে সফরকারীরা। সাদমান করেছেন ৫ রান। সদ্য উইকেটে আসা মুমিনুল হকের স্কোর ১।

ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিতে ‘ওস্তাদ’ এনামুল হক বিজয়। কিন্তু যখন বাংলাদেশের জার্সিতে খেলতে নামেন, তখন তাঁকে খুঁজেই পাওয়া যায় না। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলে বিজয় ৩০ বলে করেছেন ৪ রান। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টের একাদশেও আছেন তিনি। লঙ্কান ক্রিকেটারদের পিচ্ছিল ফিল্ডিংয়ে একাধিক সুযোগও পেয়েছেন। তবে বিজয় সেই সুযোগগুলো লুফে নেওয়া দূরে থাক, আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।
এসএসসিতে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমেছেন সাদমান ইসলাম ও বিজয়। দলীয় ১ রানেই ভেঙে যেতে পারত সফরকারীদের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে খোঁচা মারেন বিজয়। এজ হওয়া বল ডান দিকে ঝাঁপিয়েও লুফে নিতে পারেননি লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। তিনি হাত না বাড়ালে প্রথম স্লিপের ফিল্ডার হয়তো ধরতে পারতেন। ঠিক তার পরের বলে আবারও এজ হয়েছে। এবার ফিল্ডারের কাছে পৌঁছানোর আগেই বল ড্রপ খেয়েছে।
একাধিকবার জীবন পাওয়া বিজয়কে ফিরিয়েছেন ফার্নান্দোই। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফার্নান্দোর অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন বিজয়। ১০ বল খেলেও কোনো রান না করেই ড্রেসিংরুমে ফিরেছেন বাংলাদেশের এই ওপেনার। টেস্টে এই নিয়ে তৃতীয়বারের মতো শূন্য রানে ফিরলেন তিনি। বিজয়ের ডাক মারার দিনে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৫ রানেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ১ উইকেটে ৬ রান করেছে সফরকারীরা। সাদমান করেছেন ৫ রান। সদ্য উইকেটে আসা মুমিনুল হকের স্কোর ১।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে