Ajker Patrika

ভারত-পাকিস্তান যুদ্ধ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমকে ধুয়ে দিলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ মে ২০২৫, ১৯: ৪৯
ভারতীয় গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ শহীদ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো
ভারতীয় গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ শহীদ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো

সামাজিকমাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নানা খবর। ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ অত্যানুধিক অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ করছে দুই প্রতিবেশী দেশ। ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেই ভারতীয় গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন শহীদ আফ্রিদি।

খেলার মাঠে যেমন প্রতিপক্ষের ‘যম’ ছিলেন আফ্রিদি, এখনো সে ধরনের মানসিকতা ধরে রেখেছেন তিনি। ভারত-পাকিস্তান যুদ্ধ ইস্যুতে পাকিস্তানি এই অলরাউন্ডার আর চুপ করে বসে থাকতে পারলেন না। যেখানে ভারত-পাকিস্তান দুই দেশের সংবাদমাধ্যমে যুদ্ধ নিয়ে প্রচারিত সংবাদগুলোর দিকে তাকালে কখনো ভারতকে তুলনামূলক এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, আবার কখনোবা এগিয়ে থাকছে পাকিস্তান। আফ্রিদি আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ভারতীয় গণমাধ্যম সাংবাদিকতার নৈতিকতা, সঠিকতা, নির্ভরযোগ্যতা ধরে রাখার পরিবর্তে নিজেদের হাসির পাত্র বানাচ্ছে। নির্ভরযোগ্য সংবাদ কক্ষ ধরে রাখার পরিবর্তে কার্টুন নেটওয়ার্ক হয়ে গেছে। শুধু খেলার জন্য নয়, শান্তি ধরে রাখতে হলেও স্টাম্প আবার মাঠে পোঁতা উচিত।’

ভারত-পাকিস্তান যুদ্ধে প্রতিদিনই শোনা যাচ্ছে একের পর এক মৃত্যুর সংবাদ। দুই প্রতিবেশী দেশের যুদ্ধের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই শেষভাগে এসে স্থগিত হয়ে পড়েছে। এমন ঘটনায় আফ্রিদির হৃদয়ে প্রচুর ‘রক্তক্ষরণ’ হচ্ছে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘সীমান্ত, ধর্ম, রাজনীতি সবকিছুর উর্ধ্বে খেলাধুলা। আজ এটা আক্রমণের শিকার হয়েছে। পিএসএল চলে গেছে দুবাইয়ে। আইপিএল স্থগিত করেছে। ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে পড়েছে। ক্রিকেট একসময় আমাদের সবাইকে একত্রিত করেছিল। এখন এটা রক্তাক্ত হচ্ছে।’

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে গতকাল বৃহস্পতিবার সকালে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছিল। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছিল, ড্রোনটি ভারত থেকে পাঠানো হয়েছে। ফলে পিএসএল স্থগিত করা হয়েছে। আমিরাতে পিএসএলের বাকি অংশ আয়োজনের বিষয়টি পিসিবি গতকাল রাতেই চূড়ান্ত করে ফেলেছে। পরে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ধর্মশালায় গতকাল পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৬১ বল খেলা হওয়ার পর পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির বাগড়ায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচটি নিরাপত্তা শঙ্কায় বাধ্য হয়ে মাঝপথে বাতিল করা হয়েছে। সেই ম্যাচ বাতিলের ২৪ ঘণ্টা না জেতেই আইপিএল স্থগিত করা হয়েছে। এমনকি মাঝপথে থেমে যাওয়া আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের চেষ্টা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) করেছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন থেকে জানা যায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যেহেতু আগেভাগেই দুবাইকে বেছে নিয়েছে, ভারতের প্রস্তাবে তাই সাড়া দেয়নি আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০২৫ আইপিএলে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ হয়েছে লিগ পর্বে। প্লে-অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ। কোয়ালিফায়ার, এলিমিনেটর, ফাইনালসহ ১৬ ম্যাচ হওয়ার কথা। আর পিএসএলের বাকি আছে ৮ ম্যাচ। যার মধ্যে লিগ পর্বের ম্যাচ চারটি। ভারত-পাকিস্তান যুদ্ধ ইস্যুতে গতকালও ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আফ্রিদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে তাঁরা

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপে তারকা ক্রিকেটারদের চান অস্ট্রেলিয়ার কোচ। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
বিশ্বকাপে তারকা ক্রিকেটারদের চান অস্ট্রেলিয়ার কোচ। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার চিন্তার নাম চোট। চোটের কারণে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, টিম ডেভিডদের খেলা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু শঙ্কা উড়িয়ে এই তিনজনকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করা হবে বলে জানালেন অজিদের কোচ ও নির্বাচক অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

গত জুলাইয়ে পিঠে চোট পান কামিন্স। চলতি অ্যাশেজের অ্যাডিলেড টেস্ট দিয়ে বাইশ গজে প্রত্যাবর্তন হয় তাঁর। সে ম্যাচ খেলে আবার এই বোলিং অলরাউন্ডারকে বিশ্রাম দেয় অস্ট্রেলিয়া। হ্যাজলউড ভুগছেন হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসের সমস্যায়। সম্প্রতি বিগ ব্যাশে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ডেভিড।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তার আগে ২ জানুয়ারি অংশগ্রহণকারী দলগুলোকে স্কোয়াড জমা দিতে হবে। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রাখা হয়েছে। সেই সুযোগটাই নিতে অস্ট্রেলিয়া। জানুয়ারির শেষদিকে কামিন্সের আরেকটি স্ক্যান করাবে তারা। রিপোর্ট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একবারের চ্যাম্পিয়নরা।

ম্যাকডোনাল্ড বলেন, ’ ১৫ সদস্যের দলে কামিন্সকে রাখা হবে। চার সপ্তাহ পর ওর আরেকটি স্ক্যান করানো হবে। তখনই আমরা বুঝতে পারব যে সে বিশ্বকাপ খেলতে পারবে কি না। সবকিছু বুঝে-শুনে আমরা একটা সিদ্ধান্ত নেব।’

হ্যাজলউড ও ডেভিডকে নিয়ে অজি কোচ বলেন, ‘সে (হ্যাজলউড) বোলিংয়ে ফিরছে। আশা করছি যথা সময়ের মধ্যেই সে ভালো অবস্থায় থাকবে। টিমের (টিম ডেভিড) চোট সম্পর্কে জানার জন্য আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। চোট যেমন ধরনেরই হোক, আশা করছি আমরা ওকে বিশ্বকাপে পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চোটের কাছে হার মেনে ক্রিকেট ছাড়লেন ব্রেসওয়েল

ক্রীড়া ডেস্ক    
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই পেসার। ছবি: এনজেডসি
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই পেসার। ছবি: এনজেডসি

আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন ২০১১ সালের অক্টোবরে। লম্বা সময় চলে গেলেও নিউজিল্যান্ড দলে নিয়মিত হতে পারেননি ডগ ব্রেসওয়েল। এর পেছনে প্রধান বাধা ছিল চোট। বিভিন্ন সময়ে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এই কিউই পেসার।

ব্রেসওয়েলের ক্যারিয়ার থামল ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলে। ৩ সংস্করণে নিয়েছেন মোট ১২০ উইকেট। নিউজিল্যান্ডের জার্সিতে তাঁকে সবশেষ দেখা গেছে ২০২৩ সালের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্ট। সবশেষ গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলতে দেখা গেছে ব্রেসওয়েলকে। চোটের কারণে চলতি বছর চারটির বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। এবার ক্রিকেটকেই বিদায় বললেন এই বোলার।

নিউজিল্যান্ডের একটি স্মরণীয় জয়ের নায়ক ব্রেসওয়েল। ২০১১ সালে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ব্ল্যাক ক্যাপরা। সেটা ছিল অজিদের মাঠে ২৬ বছরের মধ্যে নিউজিল্যান্ডের প্রথম জয়। সে ম্যাচের দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন ব্রেসওয়েল।

অবসরের ঘোষণা দিতে গিয়ে এক বিবৃতিতে ব্রেসওয়েল বলেন, ‘নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা আমার জীবনের এক গর্বের অধ্যায়। ক্রিকেট শুরুর পর থেকেই আমি এমন কিছুর স্বপ্ন দেখতাম। ক্রিকেট আমাকে যে সুযোগগুলো দিয়েছে, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। নিজের দেশের হয়ে খেলার সুযোগ, পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে দীর্ঘদিন খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের। প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা সত্যিই এক বিরাট সৌভাগ্যের বিষয়। এতদিন ধরে ক্রিকেট খেলতে পারা এবং উপভোগ করতে পারার জন্য আমি কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১: ৪৬
আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। ছবি: বাফুফে
আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। ছবি: বাফুফে

দেড় বছরের বেশি সময় পর অবশেষে আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। কমলাপুর স্টেডিয়ামে প্রথম দিন রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বেলা সাড়ে ৩টায় আর্মি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে পুলিশ ফুটবল ক্লাব। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় বিকেএসপির বিপক্ষে খেলবে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি।

এবারই প্রথম লিগ হচ্ছে ১১ দল নিয়ে। নতুন রাজশাহী স্টার্সের ওপরই নজর সবার। ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, রুপনা চাকমাদের নিয়ে তারকাবহুল দল গড়েছে তারা। শিরোপা লড়াইয়ে তাদের টেক্কা দিতে ভালো দল গড়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবও। মারিয়া মান্দা, মনিকা চাকমা, দুই শামসুন্নাহার, তহুরা খাতুনকে ভিড়িয়েছে তারা।

সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানীরা নেই লিগে। থাইল্যান্ডে বাংলাদেশের হয়ে সাফ ফুটসাল খেলবেন তাঁরা। অন্যদের মধ্যে সানজিদা আক্তার ও সাগরিকা খেলবেন পুলিশের হয়ে। বেশির ভাগ ক্লাবই একাডেমির ফুটবলারদের নিয়ে দল গড়েছে। প্রশ্ন উঠছে, এশিয়ান কাপে যাওয়ার আগে লিগ কতটা কাজে দেবে ফুটবলারদের।

ভুটানের লিগে ঋতুপর্ণাদের খেলা নিয়ে সব সময় সমালোচনা করে আসছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। সেই লিগের খুব একটা গুরুত্ব বহন করে না তাঁর কাছে। অথচ বাংলাদেশের লিগের মানও প্রায় একই রকম। শক্তিশালী দল গড়ার সামর্থ্য থাকে শুধু এক-দুটি দলের। রেলিগেশন না থাকায় বাকিদের কাছে অংশগ্রহণই মূল কথা। বাটলারের শিষ্যরা কতটুকু প্রস্তুত রাখতে পারবেন নিজেদের; কতটুকুই-বা পরীক্ষায় ফেলতে পারবেন—এ প্রশ্ন এসেই যাচ্ছে।

ভুটান লিগে খেলা কয়েকজন ফুটবলারের ফিটনেসে ঘাটতি চোখে পড়েছিল সেপ্টেম্বরে থাইল্যান্ড ম্যাচে। মার্চে এশিয়ান কাপের মাত্র এক মাস আগে ঘরোয়া লিগ শেষ হবে। ফলে ফিটনেস-পারফরম্যান্স অনেক কিছুই শঙ্কার মধ্যে।

ভুটানের লিগ নিয়ে প্রশ্ন তোলা বাটলার কদিন আগে অনুষ্ঠিত সাফ ক্লাব কাপে নাসরিন একাডেমির তারকা ফুটবলারদের ছাড়েননি। তখন তাঁর যুক্তি ছিল, অন্য কোচের অধীনে খেলতে পারবেন না ঋতুপর্ণা-আফঈদারা। অথচ ঘরোয়া লিগে ঠিকই ছেড়েছেন। বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ গতকাল বলেন, ‘এখন এলে পিটারকে জিজ্ঞেস করব। অন্য কোচের অধীনে এখন গেল, আগে দেওয়া হয়নি কেন?’

ভুটানের ক্লাবগুলোর আলাদা ভেন্যু থাকলেও বাংলাদেশের লিগ হবে এক ভেন্যুতেই। ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস কিরণের, ‘লিগটা মূলত করা হয়েছে এশিয়ান কাপ সামনে রেখে। যেহেতু এই সময়টায় ফিফা উইন্ডো নেই, অনুশীলন নেই, মেয়েরা যাতে ম্যাচের ভেতরে থাকে, সে কারণেই লিগটা করা হচ্ছে। আমার বিশ্বাস, ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যে উদ্দেশ্যে লিগের এমন কম্বিনেশন করেছি, সেটা সফল হবে।’

দলবদলই শেষ হয়েছে পরশু। আজ শুরু হচ্ছে মাঠের খেলা। টানা সূচির কারণে ক্লাবগুলো পর্যাপ্ত প্রস্তুতির সময় পায়নি। এবার পুলিশের কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ওয়ালী ফয়সাল। প্রস্তুতির ঘাটতি নিয়ে মোটেও বিচলিত নন তিনি, ‘এখানে অনেকে অভ্যস্ত। এতটুকু বলতে পারি, আমার ফুটবল ক্যারিয়ারে কখনোই চাপ নিয়ে খেলতাম না। যেকোনো কাজে সবাইকে সব সময় প্রস্তুত থাকতে হয়। আমরা ফুটবলাররাও তা-ই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নোয়াখালী কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

ক্রীড়া ডেস্ক    
প্রথম দুই ম্যাচেই হেরে গেছে সৈকত আলীর দল। ছবি: বিসিসি
প্রথম দুই ম্যাচেই হেরে গেছে সৈকত আলীর দল। ছবি: বিসিসি

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বিশ ওভারের টুর্নামেন্টে তাদের শুরুটা মোটেও সুখকর হয়নি। প্রথম দুই ম্যাচে টানা হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে নোয়াখালীর। আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালীর প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। সেই ম্যাচে জিততে না পারলে টেবিলে আরও একদফা পিছিয়ে পড়বে সৈকত আলীর দল। এছাড়া মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

বিপিএল

রংপুর-চট্টগ্রাম

সরাসরি, বেলা ১ টা

রাজশাহী-নোয়াখালী

সরাসরি, সন্ধ্যা ৬ টা

টি স্পোর্টস, নাগরিক টিভি

বিগ ব্যাশ

হোবার্ট-মেলবোর্ন

সরাসরি, বেলা ২টা ১৫

স্টার স্পোর্টস ২

এসএ টি-টোয়েন্টি

সানরাইজার্স-প্রিটোরিয়া

সরাসরি, রাত সাড়ে ৯ টা

স্টার স্পোর্টস ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত