ক্রীড়া ডেস্ক
নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ হচ্ছে—এমনটা নিয়ে কানাঘুষা চলছিল কদিন ধরেই। সেই গুঞ্জনটাই অবশেষে সত্যি হয়েছে। সৌদি ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল হিলাল গত রাতে নিশ্চিত করেছে নেইমারের সঙ্গে তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা। সৌদি ক্লাবটি লিখেছে, ‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল। আল হিলালের জার্সিতে তিনি যা করেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। তাঁর জন্য আমাদের শুভকামনা।’ এর আগে সূত্রের বরাতে গতকাল ইএসপিএনের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। যদি চুক্তি বাতিল হয়ে যায়, তাহলে নেইমার ছয় মাসের চুক্তিতে সান্তোসে আসতে পারেন। সেই ঘোষণার ঠিক পরদিনই আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিলের কথা জানা গেছে।
Full club statement 🔹 pic.twitter.com/oxOrPUereF
— AlHilal Saudi Club (@Alhilal_EN) January 27, 2025
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে আল হিলালের হয়ে নেইমার খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।
নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ হচ্ছে—এমনটা নিয়ে কানাঘুষা চলছিল কদিন ধরেই। সেই গুঞ্জনটাই অবশেষে সত্যি হয়েছে। সৌদি ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল হিলাল গত রাতে নিশ্চিত করেছে নেইমারের সঙ্গে তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা। সৌদি ক্লাবটি লিখেছে, ‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল। আল হিলালের জার্সিতে তিনি যা করেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। তাঁর জন্য আমাদের শুভকামনা।’ এর আগে সূত্রের বরাতে গতকাল ইএসপিএনের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। যদি চুক্তি বাতিল হয়ে যায়, তাহলে নেইমার ছয় মাসের চুক্তিতে সান্তোসে আসতে পারেন। সেই ঘোষণার ঠিক পরদিনই আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিলের কথা জানা গেছে।
Full club statement 🔹 pic.twitter.com/oxOrPUereF
— AlHilal Saudi Club (@Alhilal_EN) January 27, 2025
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে আল হিলালের হয়ে নেইমার খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।
দুই বছর আগে দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে এক দরিদ্র বাবার হার্টে রিং পরানোর দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল। ভাগ্যের কী নির্মম পরিহাস—দুই বছর পর তিনি নিজেই হৃদ্রোগে আক্রান্ত। ৩৬ বছর বয়সে জীবন-মৃত্যুর সীমানায় পৌঁছে গিয়েছিলেন তামিম। তবে সময়মতো সঠিক চিকিৎসায় কাল বড় বিপদ কেটে
১ ঘণ্টা আগেবিকেএসপিতে গতকাল ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তামিম ইকবালকে নেওয়া হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। কিছুক্ষণ আগে তামিমের সুস্থতা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএল সামনে রেখে গত বছর জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার। আইপিএলে দল না পাওয়া এই ওয়ার্নারকেই ড্রাফট থেকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। এ বছরের জানুয়ারিতে হওয়া ড্রাফটে তিনিই ছিলেন করাচির প্রথম পছন্দ। ফ্র্যাঞ্চাইজিটি এবার তাঁকে করেছে অধিনায়কও
৪ ঘণ্টা আগেবিকেএসপির তিন নম্বর মাঠে আজ খেলা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বলে বিকেএসপির কাছাকাছি কেপিজে হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার নিবিড়...
৪ ঘণ্টা আগে