Ajker Patrika

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৫: ৫৫
চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়
ফাইনালে মরক্কোকে হারিয়েছে সেনেগাল। ছবি: সংগৃহীত

আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।

১৭০৬.৮৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে সেনেগাল। ফিফা র‍্যাঙ্কিংয়ে আফ্রিকা মহাদেশের দলটির ইতিহাসে এটাই সেরা র‍্যাঙ্কিং। আফকনের শিরোপা জিতে ‍+ ৫৮.৭৬ পয়েন্ট পেয়েছে আফ্রিকার নতুন চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে হট ফেবারিট ছিল মরক্কো। সবশেষ কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে শেষ চারে জায়গা করে নেয় দলটি। আফকনেও তারা ছুঁটছিল দুর্দান্ত গতিতেই। ফাইনালে ব্রাহিম দিয়াজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত মরক্কোর জন্য।

ফাইনাল হারের আক্ষেপ থাকলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে মরক্কো। বর্তমানে আটে অবস্থান করছে তারা। যা দলটির ইতিহাসের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। তাদের আগের সেরা র‍্যাঙ্কিং ছিল দশম স্থান। সেনেগাল ও মরক্কো ছাড়াও আফ্রিকান দলগুলোর মধ্যে বলার মতো উন্নতি করেছে নাইজেরিয়া। সবচেয়ে বেশি ১২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছে সুপার ঈগলরা। মরক্কোর কাছে হেরে আফকনের সেমিফাইনাল থেকে বিদায় নেয় দলটি। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিশরকে হারায় নাইজেরিয়া। তার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

ফিফা প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। আগের মতোই ১৮০ নম্বরে আছে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, রাকিব হোসেন, তপু বর্মনরা। একই অবস্থা আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, ফ্রান্সের মতো সাবেক চ্যাম্পিয়নদের। শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। সেরা পাঁচের বাকি দলগুলো হলো আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। পরের স্থান দুটিতে আছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। তাদেরও কোনো পরিবর্তন হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত