নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি জয়। প্রথমবার ওয়ানডে জয় ও সিরিজ টাইও দেখা গেছে এই সিরিজে। মেয়েদের দারুণ পারফরম্যান্সের পর সিরিজ শেষে আজ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বাংলাদেশ দলের টিম হোটেলে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা ও মধ্যাহ্নভোজ সারেন বিসিবি সভাপতি। পাপনের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড পরিচালকেরাও ছিলেন টিম হোটেলে। মেয়েদের সঙ্গে সাক্ষাৎ শেষে সব মিলিয়ে ৩৫ লাখ টাকা পুরস্কারের কথা জানিয়েছেন পাপন।
এখানে ২৫ লাখ টাকা পুরো দলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ব্যক্তিগত পারফরম্যান্স ও কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। পাপন বলেছেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য ও যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
ওয়ানডে সিরিজের সময় দেশের বাইরে থাকলেও নিগার সুলতানা জ্যোতির দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পাপনের। এ নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্রথম ওয়ানডে জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। তাদের বলেছিলাম, তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি, তা না। তবে তোমরা খুব ভালো খেলেছ। তারপর যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’

ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি জয়। প্রথমবার ওয়ানডে জয় ও সিরিজ টাইও দেখা গেছে এই সিরিজে। মেয়েদের দারুণ পারফরম্যান্সের পর সিরিজ শেষে আজ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বাংলাদেশ দলের টিম হোটেলে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা ও মধ্যাহ্নভোজ সারেন বিসিবি সভাপতি। পাপনের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড পরিচালকেরাও ছিলেন টিম হোটেলে। মেয়েদের সঙ্গে সাক্ষাৎ শেষে সব মিলিয়ে ৩৫ লাখ টাকা পুরস্কারের কথা জানিয়েছেন পাপন।
এখানে ২৫ লাখ টাকা পুরো দলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ব্যক্তিগত পারফরম্যান্স ও কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। পাপন বলেছেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য ও যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
ওয়ানডে সিরিজের সময় দেশের বাইরে থাকলেও নিগার সুলতানা জ্যোতির দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পাপনের। এ নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্রথম ওয়ানডে জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। তাদের বলেছিলাম, তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি, তা না। তবে তোমরা খুব ভালো খেলেছ। তারপর যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে